Course Content
প্রথম অধ্যায়ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
0/11
তৃতীয় অধ্যায়ঃ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস
0/21
একাদশ-দ্বাদশ
About Lesson

6
Created on By admin

MCQ সংখ্যা পদ্ধতি ও প্রকারভেদ (Number System ‍and Classification of Number System)

1 / 93

শূন্যের (০) ব্যবহার হতো না কোন সংখ্যা পদ্ধতিতে?

2 / 93

গণিতের যুগান্তকারী আবিষ্কার কোনটি?

3 / 93

কারা এখনো এক বা দুই ছাড়া গুণতে পারে না?

4 / 93

সংখ্যা পদ্ধতিকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?

5 / 93

সংখ্যা প্রকাশ ও গণনা করার পদ্ধতিকে কী বলা হয়?

6 / 93

হেক্সাডেসিমেল সংখ্যার বেজ কত?

7 / 93

. প্রথম ভগ্নাংশ সংখ্যা ব্যবহৃত হয় কোথায়?

8 / 93

প্রাচীন ব্যাবিলনের মানুষ বড় সংখ্যা প্রকাশের জন্য কত ভিত্তিক সংখ্যা ব্যবহার করতো?

9 / 93

হিন্দু-আরবি সংখ্যা পদ্ধতি বলা হয় কোনটিকে?

10 / 93

বাইনারি সংখ্যা পদ্ধতির প্রতীক অঙ্ক দুটি কী কী?

11 / 93

কোনটির স্থান পরিবর্তন এর সাথে মানের পরিবর্তন হয় না?

12 / 93

কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অংক ব্যবহার করা হয় তাকে কী বলে?

13 / 93

কোনটি জটিল ও অবৈজ্ঞানিক সংখ্যা যা এখনো ব্যবহার করা হয়?

14 / 93

ভারতীয় সংখ্যা পদ্ধতি কেমন ছিল?

15 / 93

প্রাচীনকালে গণনার কাজে কী ব্যবহৃত হতো?

16 / 93

কুড়িভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন কোন সভ্যতায় শুরু হয়?

17 / 93

কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কম্পিউটার অভ্যন্তরীণ কাজ করে? [রাবি খ ইউনিট]

18 / 93

ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যার পারস্পরিক পরিবর্তনকে বলে

19 / 93

বাইনারি সংখ্যাকে পজিটিভ বা নেগেটিভ হিসেবে সহজে দেখানোর জন্য কোনটিকে সাইনের জন্য নির্ধারণ করে রাখা হয়?

20 / 93

বাইনারি পদ্ধতিতে ভাগ করা হয় কীভাবে?

21 / 93

সংখ্যা পদ্ধতির বিচারে 10 হলো?
i. বাইনারি ii. অক্টাল
iii. হেক্সাডেসিমাল
নিচের কোনটি সঠিক?

22 / 93

111 সংখ্যাটি হতে পারে? [ব.বো. ২০১৭]
i. বাইনারি ii. অকটাল
iii. ডেসিমেল
নিচের কোনটি সঠিক?

23 / 93

762 সংখ্যাটি হতে পারে? [কু. বো. ২০১৬]
i. দশমিক ii. অকট্যাল
iii. হেক্সাডেসিম্যাল
নিচের কোনটি সঠিক?

24 / 93

246 সংখ্যাটি হলো? [মা. বো. ২০১৭]
i. ডেসিমেল ii. অকটাল
iii. হেক্সাডেসিমেল
নিচের কোনটি সঠিক?

25 / 93

এক বাইট প্রকাশ করার জন্য কতটি অক্টাল সংখ্যার প্রয়োজন?

26 / 93

1011 সংখ্যায় কয়টি বিট আছে? [মা. বো. ২০১৯]

27 / 93

0 ও 1-এই অঙ্ক দুটির প্রত্যেকটিকে কী বলা হয়?

28 / 93

হেক্সাডেসিমাল পদ্ধতির ভিত বা বেজ কত?

29 / 93

অক্টাল সংখ্যা পদ্ধতিকে বাংলায় কী বলা হয়?

30 / 93

Octal সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? [য. বো.; দি. বো. ২০১৬, ২০১৭]

31 / 93

কে অক্টাল সংখ্যা পদ্ধতির উদ্ভাবক?

32 / 93

বাইনারি সংখ্যার বাইনারি বিন্দুর
i. ডানপাশে থাকে LSD ii. ডানপাশে থাকে LSB
iii. বামপাশে থাকে MSB
নিচের কোনটি সঠিক?

33 / 93

যে বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে বাইনারি সংখ্যা পদ্ধতি কম্পিউটারে ব্যবহৃত হয়?
i. On, Off ii. High, Low
iii. Positive, Negative
নিচের কোনটি সঠিক?

34 / 93

বাইনারি সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য?
i. ডিজিটাল সংকেত হিসেবে ব্যবহৃত হয়
ii. কম্পিউটারের বোধগম্য
iii. কম্পিউটারের সকল হিসাব নিকাশের ভিত্তি
নিচের কোনটি সঠিক?

35 / 93

৬৪. (101010)2 সংখ্যাটির সর্ববামের 1 নির্দেশ করে কোনটি?

36 / 93

কম্পিউটার মেশিন ল্যাঙ্গুয়েজ গঠিত হয় কতটি বিদ্যুৎ প্রবাহের সমন্বয়ে?

37 / 93

বাইনারি সংখ্যা পদ্ধতির প্রথম ধারণা দেন?

38 / 93

বাইনারি সংখ্যা পদ্ধতির প্রতীক দুটি কী কী?

39 / 93

এর মান কত?

40 / 93

বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? [য. বো. ২০১৬]

41 / 93

অভ্যন্তরীণ কাজ করার জন্য কম্পিউটার কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে?

42 / 93

LSD দ্বারা বোঝায়?

43 / 93

MSD দ্বারা কী বোঝায়?

44 / 93

দশমিক সংখ্যা 572.36 এ LSD কোনটি?

45 / 93

দশমিক সংখ্যা 5601.205 এ MSD কত?

46 / 93

দশমিক সংখ্যার দশমিক বিন্দুর বামপাশে থাকে?

47 / 93

কম্পিউটারে তথ্য প্রদর্শনের কাজে কোন পদ্ধতি ব্যবহৃত হয়?

48 / 93

ভগ্নাংশযুক্ত সংখ্যার র‌্যাডিক্স পয়েন্টের ডানদিকের অংশকে কী বলে?

49 / 93

ভগ্নাংশযুক্ত সংখ্যার র‌্যাডিক্স পয়েন্টের বামদিকের অংশকে কী বলে?

50 / 93

দশমিক চিহ্ন (.) ছাড়া সংখ্যাকে কী বলা হয়?

51 / 93

দশমিক সংখ্যা পদ্ধতি কয়টি অঙ্ক ব্যবহার করে গড়ে উঠেছে?

52 / 93

ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? [য. বো. ২০১৬]

53 / 93

পজিশনাল সংখ্যার মান নির্ণয় করতে প্রয়োজন
i. অঙ্কের নিজস্ব মান ii. সংখ্যাটির বেজ
iii. অঙ্কের স্থানীয় মান
নিচের কোনটি সঠিক?

54 / 93

একটি সংখ্যায় থাকতে পারে
i. পূর্ণাংশ ii. ভগ্নাংশ
iii. র‌্যাডিক্স-পয়েন্ট
নিচের কোনটি সঠিক?

55 / 93

6660 সংখ্যাটিতে ডান থেকে বামদিকের তৃতীয় সংখ্যাটির মান কত?

56 / 93

প্রচলিত দশমিক পদ্ধতি কোন সংখ্যা পদ্ধতির উদাহরণ?

57 / 93

কোনো সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো

58 / 93

কোনটি অবস্থানগত সংখ্যা পদ্ধতি নয়?

59 / 93

নিচের কোনটি পজিশনাল সংখ্যা?

60 / 93

নিচের কোনটি নন-পজিশনাল সংখ্যা?

61 / 93

নিচের কোন সংখ্যা পদ্ধতিটি ননপজিশনাল সংখ্যা পদ্ধতি?

62 / 93

কোন পদ্ধতিতে প্রতীক বা চিহ্ন যেখানেই ব্যবহার করা হোক, তার মান একই থাকে?

63 / 93

সংখ্যা পদ্ধতিকে প্রধানত কয় ভাগ করা যায়? [চ. বো. ২০১৬]

64 / 93

সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীক কোনটি?

65 / 93

সংখ্যা গণনা ও প্রকাশ করার পদ্ধতিকে কী বলে?

66 / 93

যে সভ্যতার সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান ব্যবহৃত হতো
i. মায়ান ii. ভারতীয়
iii. মিশরীয়
নিচের কোনটি সঠিক?

67 / 93

বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি হলো
i. হায়ারোগিøফিক্স ii. মায়ান
iii. রোমান
নিচের কোনটি সঠিক?

68 / 93

দশভিত্তিক সংখ্যা পদ্ধতি ছিল
i. ভারতীয় সংখ্যা পদ্ধতি ii. চীনা সংখ্যা পদ্ধতি
iii. মায়ান সংখ্যা পদ্ধতি
নিচের কোনটি সঠিক?

69 / 93

ষাট দিয়ে হিসাব করা হয়-
i. মিনিটের ii. ঘণ্টার
iii. কোণের
নিচের কোনটি সঠিক?

70 / 93

সংখ্যার প্রথম লিখিত রূপ পাওয়া যায়-
i. সুমেরিয়ান-ব্যাবিলিয়ান সভ্যতায়
ii. মিশরীয় সভ্যতায়
iii. বর্তমান সভ্যতায়
নিচের কোনটি সঠিক?

71 / 93

প্রাচীনকালে মানুষ গণনাকার্য সম্পাদন করার জন্য যা ব্যবহার করতো-
i. হাতের আঙুল ii. নুড়ি পাথর
iii. রশির গিরা
নিচের কোনটি সঠিক?

72 / 93

কোন সংখ্যা পদ্ধতিকে হিন্দু-আরবীয় সংখ্যা পদ্ধতি বলা হয়?

73 / 93

০ (শূন্য) এর ব্যবহার ছিল না কোন সংখ্যা পদ্ধতিতে?

74 / 93

সংকেতটি সর্বপ্রথম কে প্রচলন করেন?

75 / 93

কোন বিজ্ঞানী ১০ ভিত্তিক সংখ্যা পদ্ধতির ওপর বই রচনা করেন?

76 / 93

কোন ভারতীয় গণিতবিদ প্রথম বাইনারি সংখ্যা দিয়ে হিসাব নিকাশ করার পদ্ধতি বের করেন?

77 / 93

আরবরা কাদের কাছ থেকে গণনা পদ্ধতি আয়ত্ত করেছিলেন?

78 / 93

গণিতে শূন্যকে একটি সংখ্যা হিসেবে প্রথম ব্যবহার করে

79 / 93

গ্রিক অ কে দশমিক পদ্ধতিতে কত লেখা হয়?

80 / 93

দশমিক সংখ্যা ১০ কে রোমান পদ্ধতিতে কোনটি দ্বারা প্রকাশ করা হয়?

81 / 93

রোমান সংখ্যা C কে দশমিক পদ্ধতিতে কত লেখা হয়?

82 / 93

রোমান সংখ্যা ঠ কে দশমিক পদ্ধতিতে কত লেখা হয়?

83 / 93

কত বছর আগে গ্রিকরা ব্যাবিলনীয় ও মিশরীয়দের সংখ্যা পদ্ধতির ওপর ভিত্তি করে তাদের পূর্ণাঙ্গ ১০ ভিত্তিক সংখ্যা পদ্ধতি গড়ে তোলে?

84 / 93

মায়ান সংখ্যা পদ্ধতির ভিত্তি কত ছিল?

85 / 93

কোন সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান ছিল না?

86 / 93

কোন সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান ছিল?

87 / 93

মিশরীয় শিলালিপিতে কোন চিহ্ন দ্বারা ১০ সংখ্যাটি প্রকাশ করা হতো?

88 / 93

মিশরীয় সংখ্যা পদ্ধতি ছিল

89 / 93

মিনিট ও ঘণ্টার হিসাব করা হয় কত দিয়ে?

90 / 93

সুমেরিয়-ব্যাবিলনীয় সংখ্যা কত ভিত্তিক ছিল?

91 / 93

মিশরীয় ও সুমেরীয়-ব্যাবিলনীয় সভ্যতার শুরু হয় কত বছর আগে?

92 / 93

কোন আদিবাসীরা এখনও ১ ও ২ এর বেশি গুণতে পারে না?

93 / 93

প্রাচীনকালের মানুষ সংখ্যা গণনার কাজ করতো কীভাবে?

Your score is

The average score is 70%

0%

কোনো সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি বলতে ঐ সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক (ডিজিট) সংখ্যাকে বুঝায়।

 যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যাটির মান উক্ত সংখ্যা পদ্ধতির ডিজিটের অবস্থানের ওপর ভিত্তি করে নির্ণয় করা হয়, তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়।

যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কের অবস্থানের ওপর নির্ভর করে না তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে।

 যে সংখ্যা পদ্ধতিতে  10 টি অঙ্ক (Digit) ব্যবহার করা হয়, তাকে দশমিক (Decimal) সংখ্যা পদ্ধতি বলা হয়।

যে সংখ্যা পদ্ধতিতে দুটি অঙ্ক (Digit) বা চিহ্ন ব্যবহার করা হয়, তাকে বাইনারি (Binary) সংখ্যা পদ্ধতি বলে।

যে সংখ্যা পদ্ধতিতে  8  টি অঙ্ক (Digit) বা চিহ্ন ব্যবহার করা হয়, তাকে অক্টাল (Octal) সংখ্যা পদ্ধতি বলে।

যে সংখ্যা পদ্ধতিতে 16 টি অঙ্ক (Digit) বা চিহ্ন ব্যবহার করা হয়, তাকে হেক্সাডেসিমাল (Hexadecimal) সংখ্যা পদ্ধতি বলা হয়।

কম্পিউটারে বাইনারি বা দ্বিমিক সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়, কারণ এটি কেবলমাত্র দুটি বিট (০ এবং 1) নিয়ে কাজ করে, যা সহজে বিদ্যুৎ প্রবাহের সাথে মিলিত হয়।

বাইনারি সংখ্যার প্রতিটি বিটকে তার অবস্থান অনুযায়ী ২-এর ঘাত দিয়ে গুণ করে সব গুণফল যোগ করতে হয়।

কম্পিউটারে মেমোরি অ্যাড্রেসিংয়ের জন্য সাধারণত ষোড়শ সংখ্যা ( Hexadecimal ) পদ্ধতি ব্যবহার করা হয়।

সংখ্যা পদ্ধতির ভিত্তি নির্ধারণ করে যে, কতগুলো ভিন্ন ভিন্ন অঙ্ক একটি নির্দিষ্ট সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত হবে এবং প্রতিটি অবস্থানের মান কীভাবে গাণিতিকভাবে বৃদ্ধি পাবে।

বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সংখ্যা পদ্ধতি ব্যবহার হয়। কম্পিউটিংয়ে গাণিতিক ক্যালকুলেশন, মেমোরি ম্যানেজমেন্ট এবং বিভিন্ন প্রোগ্রামিং কাজের জন্য এই রূপান্তর গুরুত্বপূর্ণ।

কিছু পুরনো কম্পিউটার সিস্টেম এবং ডিজিটাল ইলেকট্রনিক্সে অষ্টম সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়।

কম্পিউটারে ইলেকট্রনিক সার্কিট বাইনারি সিগন্যাল ON (1) বা OFF (0) সহজে সমর্থন করে বলে বাইনারিতে অপারেশনগুলো দ্রুত এবং নির্ভুলভাবে সম্পন্ন হয়।

এক্সেস কোড একটি বাইনারি কোড যা বিভিন্ন গাণিতিক ও লজিক্যাল অপারেশনে ব্যবহৃত হয় এবং বাইনারি সংখ্যা পদ্ধতির একটি বিশেষ রূপ।

রেডিক্স বা ভিত্তি হলো একটি নির্দিষ্ট সংখ্যা পদ্ধতির মূল সংখ্যা, যা নির্ধারণ করে সেই পদ্ধতিতে কতগুলো অঙ্ক থাকবে এবং প্রতিটি অবস্থানের মান কীভাবে নির্ধারিত হবে।

আইসিটি শিক্ষক ফয়জুল ক্লাসে দশমিক সংখ্যা পদ্ধতি পড়াচ্ছিলেন। তিনি ক্লাসে শিক্ষার্থীদেরকে (1761)10 সংখ্যাটিকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করতে বললেন। [ঢা., দি., রা. বো. ২০১৬] কৃষ্টি, পিয়াল ও মুক্তি সহপাঠীর বিবাহ উপলক্ষ্যে যথাক্রমে (5D7)16, (750)8 ও (999)10 টাকা দিয়ে উপহার সামগ্রী ক্রয় করল। [রা. বো. ২০১৯]

WhatsApp icon