Course Content
প্রথম অধ্যায়ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
0/11
তৃতীয় অধ্যায়ঃ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস
0/21
একাদশ-দ্বাদশ
About Lesson

ডাটা কমিউনিকেশন মাধ্যম - Medium | তার -Wire | তারবিহিন -Wireless

1 / 99

কোর, ক্লাডিং ও জ্যাকেট দিয়ে কোনটি তৈরি?

2 / 99

সাশ্রয়ীভাবে পাহাড়ী এলাকায় কার্যকরী নেটওয়ার্ক স্থাপনের জন্য কোন মাধ্যমটি সুবিধাজনক?

3 / 99

ব্লুটুথ এর মাধ্যমে কোন নেটওয়ার্ক তৈরি করা হয়?

4 / 99

মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত?

5 / 99

কোন মাধ্যমের দ্বারা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে উপাত্ত স্থানান্তরিত হয়?

6 / 99

কো-এক্সিয়াল ক্যাবলের ডেটা প্রেরণের সাধারণ হার কত?

7 / 99

তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে ঐ তারকে বলা হয়-

8 / 99

ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করার প্রক্রিয়াকে কী বলে?

9 / 99

সর্বোচ্চ গতিতে ডেটা ট্রান্সফার করে কোনটি?

10 / 99

ফটোডিটেক্টরের কাজ কী?

11 / 99

টুইস্টেড পেয়ার ক্যাবল সংযোগে সাধারণত কোন ধরনের কানেক্টর ব্যবহার করা হয়?

12 / 99

RJ45 কানেক্টর ব্যবহার করে ৩০টি কম্পিউটার একটি সুইচের সাথে সংযোগ স্থাপন করা হলো। নেটওয়ার্কটিতে কোন টপোলজির ব্যবহার হয়েছে? [গুবি (গ) ইউনিট ২১]

13 / 99

Bluetooth-এর Bandwidth কত? [জাককানইবি (বি) ইউনিট ১৭-১৮]

14 / 99

কোনটি ইটের দেয়াল ভেদ করতে পারে না? [গুবি (গ) ইউনিট ২১]

15 / 99

কোন ব্যক্তির নিকটবর্তী বিভিন্ন ডিভাইসের সংযোগ স্থাপন করে তথ্য আদান-প্রদানের নেটওয়ার্ককে কি বলে? [চবি (এ) ইউনিট ১৭-১৮]

16 / 99

Direct to Home (DTH) প্রযুক্তি হলো- [রোকেয়া বিশ্ব.(বি) ১৬-১৭]

17 / 99

সাবমেরিন ক্যাবল’ ব্যবহৃত হয়- [শাহাজালাল বিশ্ব. খ ইউনিট ০৩-০৪]

18 / 99

বাংলাদেশের কোথায় সাবমেরিন ল্যান্ডিং স্টেশন করা হয়?
[রাবি(ফিন্যান্স) ০৭-০৮; চবি (খ) ০৬-০৭]

19 / 99

Shield Twisted Pair  Data Transfer rate 1-4GB

চিত্রে অ ও ই এর মধ্যে সর্বোচ্চ গতিতে ডেটা-প্রদানের জন্য কী করা যেতে পারে? [রা. বো. ২০১৬]

20 / 99

Shield Twisted Pair  Data Transfer rate 1-4GB

চিত্রের নেটওয়ার্কটি কোন ধরনের টপোলজি? [রা. বো. ২০১৬]

21 / 99

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
রাজিব তার বাবার অফিসে গিয়ে দেখল তার বাবা নিজের টেবিলে বসে কম্পিউটারে প্রিন্ট কমান্ড দিলেন এবং তাঁর থেকে কিছু দূরে অবস্থিত আরেকজন অফিসারও একই সাথে প্রিন্ট কমান্ড দিয়ে একই প্রিন্টার থেকে প্রিন্ট দিলেন। রাজিবের বাবা নিজের কম্পিউটার ব্যবহার করে রাজিবকে তার প্রবাসী ফুফুর সাথে সরাসরি কথা বলিয়ে দিলেন।
২৫১. উদ্দীপকের ব্যবস্থায় সম্ভব— [ঢা. বো.-২০১৬]
i. স্বল্প ডিভাইসে অধিক সেবা
ii. গ্রাহকদের সাথে সহজ যোগাযোগ
iii. ক্ষুদ্র অঞ্চলে সীমাবদ্ধ কার্যক্রম
নিচের কোনটি সঠিক?

22 / 99

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
রাজিব তার বাবার অফিসে গিয়ে দেখল তার বাবা নিজের টেবিলে বসে কম্পিউটারে প্রিন্ট কমান্ড দিলেন এবং তাঁর থেকে কিছু দূরে অবস্থিত আরেকজন অফিসারও একই সাথে প্রিন্ট কমান্ড দিয়ে একই প্রিন্টার থেকে প্রিন্ট দিলেন। রাজিবের বাবা নিজের কম্পিউটার ব্যবহার করে রাজিবকে তার প্রবাসী ফুফুর সাথে সরাসরি কথা বলিয়ে দিলেন।
২৫০. উদ্দীপকের নেটওয়ার্কের ধরন হচ্ছে— [ঢা. বো.-২০১৬]
i. LAN ii. MAN
iii. WAN
নিচের কোনটি সঠিক?

23 / 99

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
মি: বিশ্বজিত তার অফিসের দশটি কম্পিউটার এমনভাবে যুক্ত করে নেটওয়ার্ক তৈরি করলেন, যাতে প্রথম ও শেষ কম্পিউটার পরস্পরের সাথে যুক্ত থাকে। হঠাৎ একদিন কম্পিউটার নষ্ট হওয়ায় নেটওয়ার্কটি বন্ধ হয়ে যায়। তিনি নেটওয়ার্কটির কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন।
মি: বিশ্বজিতের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সম্ভাব্য সমাধান হলো- [ব. বো. ২০১৬]
i. কম্পিউটার পরিবর্তন করা ii. হাব/সুইচ স্থাপন করা
iii. একটি মূল লাইন স্থাপন করা
নিচের কোনটি সঠিক?

24 / 99

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
মি: বিশ্বজিত তার অফিসের দশটি কম্পিউটার এমনভাবে যুক্ত করে নেটওয়ার্ক তৈরি করলেন, যাতে প্রথম ও শেষ কম্পিউটার পরস্পরের সাথে যুক্ত থাকে। হঠাৎ একদিন কম্পিউটার নষ্ট হওয়ায় নেটওয়ার্কটি বন্ধ হয়ে যায়। তিনি নেটওয়ার্কটির কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন।
উদ্দীপকের নেটওয়ার্ক টপোলজিটি কি? [ব. বো. ২০১৬]

25 / 99

Wi-Fi এবং Wi-Max এর মধ্যে পার্থক্য হচ্ছে [ব. বো. ২০১৬]
i. কভারেজ এরিয়ায় ii. ট্রান্সমিশন মোডে
iii. ট্রান্সমিশন স্পিডে
নিচের কোনটি সঠিক?

26 / 99

ওয়াই-ম্যাক্স হলো
i. এক ধরনের তারবিহীন নেটওয়ার্ক
ii. বিনা তারে ব্রডব্যান্ড সেবা দেবার প্রযুক্তি
iii. একাধিক ডিজিটাল ডিভাইসে ডেটা স্থানান্তরের প্রযুক্তি
নিচের কোনটি সঠিক?

27 / 99

WiMax কোন ধরনের নেটওয়ার্কে ব্যবহৃত হয়? [সম্মিলিত বোর্ড ২০১৮]

28 / 99

সাশ্রয়ীভাবে পাহাড়ি এলাকায় কার্যকরী নেটওয়ার্ক স্থাপনের জন্য কোন মাধ্যমটি সুবিধাজনক? [ব.বো. ২০১৭]

29 / 99

কত দূরত্ব পর্যন্ত Wi-Max বেস স্টেশন ইন্টারনেট অ্যাকসেস সুবিধা প্রদান করে?

30 / 99

Wi-Max এর স্ট্যান্ডার্ড কত? [ঢা. বো. ২০১৯]

31 / 99

Wi-maxএর প্রধান কয়টি অংশ?

32 / 99

Wi-max এর ফ্রিকোয়েন্সি কত?

33 / 99

DSLএর পূর্ণরূপ কী?

34 / 99

Wi-Fi এর ক্ষেত্রে
i. ওয়্যারলেস ল্যান প্রযুক্তি ব্যবহৃত হয়
ii. ক্যাবল-এর প্রয়োজন নেই
iii. কভারেজ এরিয়া হচ্ছে ১০০ থেকে ৫০০ মিটার
নিচের কোনটি সঠিক?

35 / 99

IEEE 802.11 প্রযুক্তির সাথে সংশ্লিষ্ট বিষয় হলো
i. ওয়্যারলেস অ্যাকসেস পয়েন্ট
ii. ওয়াই-ফাই হটস্পট
iii. ফ্রি ওয়াই-ফাই জোন
নিচের কোনটি সঠিক?

36 / 99

IEEE 802.11 প্রযুক্তির সাহায্যে কোন নেটওয়ার্কটি তৈরি করা যাবে?[সি. বো.-২০১৯]

37 / 99

ওয়্যারলেস অ্যাকসেস পয়েন্ট হলো

38 / 99

ওয়াই ফাই হলো

39 / 99

কোন IEEE টি Wi-Fi স্ট্যান্ডার্ড? [দি. বো. ২০১৬ রা. বো. ২০১৭]

40 / 99

Wi-Fi এর কাভারেজ এরিয়া কত?

41 / 99

Wi-Fi-এর ফ্রিকোয়েন্সি কত?

42 / 99

øুটুথ-এর ক্ষেত্রে ডেটা ট্রান্সফারে
i. নিরাপত্তা বজায় থাকে না
ii. ১০ থেকে ১০০০ মিটার পর্যন্ত রেঞ্জ বজায় থাকে
iii. দেয়াল বা অন্য কিছু প্রতিবন্ধক হবে না
নিচের কোনটি সঠিক?

43 / 99

একটি পিকোনেটে মোট কতটি দাস (Slave) নোড থাকতে পারে? [মা. বো.-২০১৯]

44 / 99

কোনটি বøু-টুথ স্ট্যান্ডার্ড? [দি. বো.-২০১৯]

45 / 99

ব্লটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলে [য. বো. ২০১৭]

46 / 99

বøুটুথ-এর ফ্রিকোয়েন্সি কত?

47 / 99

বøুটুথ-এর ব্যাপ্তি কত?

48 / 99

নিচের কোন প্রতিষ্ঠান ব্লুটুথ-এর উদ্ভাবক?

49 / 99

কৃত্রিম উপগ্রহের মাধ্যমে সিগন্যাল আদান-প্রদান করা হয় কোনটির?

50 / 99

কত কিলোমিটার পর পর টেরিস্ট্রিয়াল ট্রান্সমিশনে রিপিটার বসাতে হয়?

51 / 99

টেরিস্ট্রিয়াল ট্রান্সমিশন বসানো হয় কোনটিতে?

52 / 99

মাইক্রোওয়েভ সিস্টেম কতটি ট্রান্সসিভার নিয়ে গঠিত?

53 / 99

মাইক্রোওয়েভের স্পেকট্রাম ফ্রিকোয়েন্সি কত?

54 / 99

রেডিও ওয়েভ পাঠানোর জন্য যে এন্টেনার প্রয়োজন হয়, তার দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্যরে কত ভাগ?

55 / 99

ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কমিউনিকেশনের কয়টি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে?

56 / 99

. তরঙ্গর কম্পন যত বেশি হবে তার তরঙ্গ দৈর্ঘ্য কেমন হবে?

57 / 99

কিসের জন্য তারবিহীন মাধ্যমে কোন তারের প্রয়োজন হয় না?

58 / 99

টেলিভিশনের রিমোট কন্ট্রোলে ব্যবহৃত হয় [য.বো. ২০১৯]

59 / 99

মাইক্রোওয়েভ প্রযুক্তির অসুবিধা দূর করতে কোন প্রযুক্তি আবশ্যক? [রা.বো. ২০১৯]

60 / 99

GEO স্যাটেলাইট ভূমি থেকে কত উচ্চতায় নির্দিষ্ট কক্ষপথে রাখতে হয়? [কু.বো. ২০১৯]

61 / 99

দেশের অভ্যন্তরে যোগাযোগের জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?

62 / 99

একই সাথে অনেকগুলো দেশে যোগাযোগের জন্য নিচের কোনটি ব্যবহার করতে হবে?

63 / 99

অপটিক্যাল ফাইবার ক্যাবলের সুবিধা হলো— [মা. বো. ২০১৬]
i. এর মাধ্যমে দ্রæতগতিতে ডেটা স্থানান্তর করা যায়
ii. এটির রক্ষণাবেক্ষণ সহজতর
iii. এটি বিদ্যুৎ ও চৌম্বকীয় প্রভাবমুক্ত
নিচের কোনটি সঠিক?

64 / 99

কো-এক্সিয়াল ক্যাবল ব্যবহৃত হয় —
i. বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে
ii. ক্যাবল টিভি নেটওয়ার্কিং-এ
iii. বৈজ্ঞানিক গবেষণায় বিভিন্ন ল্যাবরেটরিতে
নিচের কোনটি সঠিক?

65 / 99

সিঙ্গেল মোড ফাইবারে কোরের ব্যাস কত হয়ে থাকে?

66 / 99

অপটিক্যাল ফাইবারের ব্যাস কত হয়ে থাকে?

67 / 99

অপটিক্যাল ফাইবার বাঁকা করলে লস হতে পারে বলে ফাইবার ক্যাবলের ভেতর কি দেওয়া থাকে?

68 / 99

তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে ঐ তারকে বলা হয়
[ঢা. বো. ২০১৯]

69 / 99

নিচের কোনটি বর্তমানে প্রাপ্ত অপটিক্যাল ফাইবারের ডেটা পরিবহণের হারের সীমা নির্দেশক?

70 / 99

যখন কপার ওয়্যারসমূহ টুইস্টেড করা হয়, তখন কী ফলাফল হয়?

71 / 99

বর্তমানে জোগানকৃত ইউটিপি ক্যাবলের ডেটা ট্রান্সমিশন গতি সর্বোচ্চ কত এমবিপিএস?

72 / 99

কোন ক্যাবল ব্যাকবোন ক্যাবল হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয়?

73 / 99

দূরপাল্লার কমিউনিকেশনে বর্তমানে কত তরঙ্গ দৈর্ঘ্যরে লেজার বহুল ব্যবহৃত হয়?

74 / 99

কোনটি কো-এক্সিয়াল ক্যাবলের সুবিধা?

75 / 99

অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশ কোনটি? [মা. বো. ২০১৬]

76 / 99

কীভাবে আন্তঃমহাদেশীয় অপটিক্যাল ফাইবার সারা বিশ্বে ছড়িয়ে গেছে?

77 / 99

নিচের কোন ক্যাবলে ডেটা ট্রান্সফার হার সর্বোচ্চ? [মা.বো. ২০১৭]

78 / 99

কী দিয়ে অপটিক্যাল ফাইবার ক্যাবল তৈরি?

79 / 99

কত মিটার দূরত্ব পর্যন্ত থিকনেট ১০ মেগাবাইট ডেটা সহজেই আদান-প্রদান করতে পারে?

80 / 99

কো-এক্সিয়াল ক্যাবল কয়ভাগে বিভক্ত? [সম্মিলিত.বো. ২০১৮]

81 / 99

ডিজিটাল ও অ্যানালগ ডেটা কোন ক্যাবলের মাধ্যমে প্রেরণ করা যায়?

82 / 99

তিন স্তরবিশিষ্ট তারের ক্যাবল কোনটি?

83 / 99

শিক্ষা প্রতিষ্ঠানে কোন ধরনের ক্যাবল ব্যবহার করা হয়?

84 / 99

ক্যাটাগরির ভিত্তিতে টুইস্টেড পেয়ার ক্যাবলের ব্যান্ডউইথ কত হতে পারে?

85 / 99

কোনটি কো-এক্সিয়াল ক্যাবলের ডেটা সিগন্যালকে ঊগও থেকে রক্ষা করার জন্য ব্যবহৃত হয়?

86 / 99

কোনটি কো-এক্সিয়াল ক্যাবলের তারকে ঘিরে জড়ানো থাকে?

87 / 99

কো-এক্সিয়াল ক্যাবলের ডেটা প্রেরণের সাধারণ হার কত? [দি. বো. ২০১৬]

88 / 99

ট্যুইস্টেড পেয়ার ক্যাবল-এর সাধারণ রং কোনটি? [রা-১৬, মা-১৮]

89 / 99

তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে ধাতব তার মাধ্যমে কী পাঠানো হয়?

90 / 99

Micro Wave মাধ্যমকে কয়টি ভাগে ভাগ করা যায়?

91 / 99

Unguided Media কে কয়টি ভাগে ভাগ করা যায়?

92 / 99

ডেটা কমিউনিকেশনের প্রধান মাধ্যম কয়টি?

93 / 99

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
কোনো কোম্পানির দুইজন নিরাপত্তা কর্মকর্তা নিজেদের মধ্যে যোগাযোগ করেন কিন্তু একই সময়ে তারা কথা বলতে পারেন না।
তারা কোন ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহার করেন? [কু. বো. ২০১৬]

94 / 99

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
কোনো কোম্পানির দুইজন নিরাপত্তা কর্মকর্তা নিজেদের মধ্যে যোগাযোগ করেন কিন্তু একই সময়ে তারা কথা বলতে পারেন না।
একই সময়ে যোগাযোগ করার ক্ষেত্রে তাদের যে ডিভাইস প্রয়োজন
i. মোবাইল ii. ওয়াকি-টকি [কু. বো. ২০১৬]
iii. রেডিও
নিচের কোনটি সঠিক?

95 / 99

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
MTV--এর টকশোতে বিশেষজ্ঞদের একজন ঢাকার বারিধারার বাসা থেকে, একজন চট্টগ্রামের লালখান বাজার থেকে এবং অন্যজন যুক্ত রয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে। আলোচনায় ড. আলী রিয়াজের যুক্ত থাকার কথা থাকলেও যান্ত্রিক ত্রæটির কারণে তাকে সংযুক্ত করা যায়নি। [সম্মিলিত বো: ২০১৮]
উদ্দীপকে কোন ধরনের ট্রান্সমিশন মোড তৈরি হয়েছে?

96 / 99

MTV--এর টকশোতে বিশেষজ্ঞদের একজন ঢাকার বারিধারার বাসা থেকে, একজন চট্টগ্রামের লালখান বাজার থেকে এবং অন্যজন যুক্ত রয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে। আলোচনায় ড. আলী রিয়াজের যুক্ত থাকার কথা থাকলেও যান্ত্রিক ত্রæটির কারণে তাকে সংযুক্ত করা যায়নি। [সম্মিলিত বো: ২০১৮]
এ ধরনের আলোচনার আয়োজন করতে হলে যে বিষয়টি নিশ্চিত করতে হবে তা কী?

97 / 99

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
রায়হান সাহেব মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে ক্লাস নেন। যে সকল শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত থাকে, তাদের অভিভাবকদের ঝগঝ এর মাধ্যমে অনুপস্থিতির বিষয়টি অবহিত করা হয়।
উদ্দীপকের আলোকে রায়হান সাহেবের ক্লাস নেয়ার সময় কোন ধরনের ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহৃত হয়েছে? [চ.বো. ২০১৯]

98 / 99

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
রায়হান সাহেব মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে ক্লাস নেন। যে সকল শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত থাকে, তাদের অভিভাবকদের ঝগঝ এর মাধ্যমে অনুপস্থিতির বিষয়টি অবহিত করা হয়।
অনুপস্থিতির বিষয়টি জানানোর জন্য ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড হলো [চ.বো. ২০১৯]
i. ইউনিকাস্ট ii. মাল্টিকাস্ট
iii. ব্রডকাস্ট
নিচের কোনটি সঠিক?

99 / 99

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
দোকানের নিরাপত্তার স্বার্থে রাকিব সাহেব সিসি ক্যামেরা লাগালেন। তিনি যে কোনো স্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে দোকানের অবস্থা দেখতে পারেন। প্রয়োজনে দোকানের কর্মচারীদের মৌখিক নির্দেশনাও দেন। তবে তিনি কথা বলাকালীন কর্মচারীদের কথা শোনা যায় না, আবার কর্মচারীরা কথা বলাকালীন তার কথা কর্মচারীদের কাছে পৌঁছায় না।
রাকিব সাহেবের ব্যবহৃত ক্যামেরাটি নিচের কোনটিকে সমর্থন করে?[মা. বো. ২০১৯]

Your score is

The average score is 0%

0%


ডাটা কমিউনিকেশন মাধ্যম (Medium) হল সেই পথ বা মাধ্যম যার মাধ্যমে ডেটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরিত হয়। এটি নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ মাধ্যমের গুণমান ও ধরন নির্ধারণ করে ডেটা স্থানান্তরের গতি, নির্ভরযোগ্যতা এবং কার্যক্ষমতা।

ডাটা কমিউনিকেশন মাধ্যমের প্রকারভেদ:

ডাটা কমিউনিকেশন মাধ্যম প্রধানত দুই ধরনের:

    1. Guided Media (নির্দেশিত মাধ্যম):
        • ডেটা সুনির্দিষ্ট পথে বা কেবল দ্বারা প্রবাহিত হয়।

        • উদাহরণ:
            • Twisted Pair Cable: সাধারণত LAN এবং টেলিফোনে ব্যবহৃত হয়।

            • Coaxial Cable: কেবল টিভি এবং প্রাথমিক ইন্টারনেট সংযোগে ব্যবহৃত।

            • Fiber Optic Cable: উচ্চ গতির ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহৃত হয়, যেখানে লেজার বা আলো দ্বারা ডেটা পাঠানো হয়।

    1. Unguided Media (অনির্দেশিত মাধ্যম):
        • ডেটা বেতার সংকেত (wireless signals) বা তরঙ্গের মাধ্যমে স্থানান্তরিত হয়।

        • উদাহরণ:
            • Radio Waves: ওয়াই-ফাই, ব্লুটুথ, এবং মোবাইল নেটওয়ার্কের জন্য ব্যবহৃত।

            • Microwave: লং-ডিস্টেন্স টেলিযোগাযোগে ব্যবহৃত।

            • Infrared: ছোট দূরত্বে ডিভাইসের মধ্যে ডেটা স্থানান্তরের জন্য ব্যবহৃত হয়, যেমন রিমোট কন্ট্রোল।

উদাহরণসহ সংক্ষিপ্ত তালিকা:

মাধ্যমের ধরনউদাহরণব্যবহার
Guided MediaTwisted Pair CableLAN, টেলিফোন নেটওয়ার্ক
 Coaxial Cableকেবল টিভি, ইন্টারনেট
 Fiber Optic Cableউচ্চ গতির ইন্টারনেট, লং-ডিস্টেন্স কমিউনিকেশন
Unguided MediaRadio WavesWi-Fi, মোবাইল নেটওয়ার্ক
 Microwaveটেলিযোগাযোগ, স্যাটেলাইট যোগাযোগ
 Infraredরিমোট কন্ট্রোল, ছোট দূরত্বের ডিভাইস কমিউনিকেশন

সারমর্ম:

Unguided Media: বেতার তরঙ্গের মাধ্যমে ডেটা স্থানান্তর।

Guided Media: কেবল বা ফাইবার দ্বারা সুনির্দিষ্ট পথে ডেটা স্থানান্তর।

Coaxial Cable হল একটি কেবল যা সিগন্যাল পরিবহণের জন্য ব্যবহৃত হয়, এতে একাধিক স্তরের শিল্ডিং থাকে।

বৈশিষ্ট্য:

    • নির্মাণ:
        • মধ্য কন্ডাক্টর: তামার বা অ্যালুমিনিয়ামের।

        • ইনসুলেটর: সিগন্যাল রক্ষা করে।

        • বাহ্যিক কন্ডাক্টর: শিল্ডিং হিসেবে কাজ করে।

        • বাহ্যিক কভার: সুরক্ষা প্রদান করে।

ব্যবহার:

    • টেলিভিশন: কেবল টিভি সংযোগ।

    • ইন্টারনেট: কেবল ইন্টারনেট সংযোগ।

উদাহরণ:

    • RG-6: কেবল টিভি, ইন্টারনেট।

    • RG-59: পুরনো টেলিভিশন সিগন্যাল।

Twisted Pair Cable হল একটি ডেটা ট্রান্সমিশন মাধ্যম যা দুটি পরস্পর মোড়ানো তামার তার দ্বারা তৈরি। এটি প্রধানত দুটি ধরনের:

    1. Unshielded Twisted Pair (UTP): সাধারণত অফিস এবং বাড়ির নেটওয়ার্কে ব্যবহৃত হয়। উদাহরণ: CAT5e, CAT6।

    1. Shielded Twisted Pair (STP): অতিরিক্ত শিল্ডিং দিয়ে সুরক্ষিত, যাতে ইলেকট্রনিক প্রবাহের বাধা কম হয়। উদাহরণ: CAT6a, CAT7।

ব্যবহার: LAN, টেলিফোন লাইন।

বৈশিষ্ট্য:

    • মূল্য: তুলনামূলকভাবে কম।

    • গতি: 100 Mbps থেকে 1 Gbps পর্যন্ত।

    • দূরত্ব: 100 মিটার পর্যন্ত কার্যকর।

উদাহরণ: অফিসের নেটওয়ার্ক কেবল, টেলিফোন লাইন।

উদাহরণ:

    1. Cat5e (UTP): 100 Mbps পর্যন্ত গতি, সাধারণত অফিস নেটওয়ার্কিংয়ে ব্যবহৃত।

    1. Cat6 (UTP/STP): 1 Gbps পর্যন্ত গতি, দ্রুত ইন্টারনেট এবং ল্যান সংযোগের জন্য ব্যবহৃত।

    1. Cat6a (STP): 10 Gbps পর্যন্ত গতি, উন্নত পারফরম্যান্সের জন্য ব্যবহৃত।

সারমর্ম:

    • Twisted Pair Cable: ডেটা স্থানান্তরের জন্য ব্যবহৃত কেবল, UTP এবং STP প্রকারে উপলব্ধ।

    • UTP: সাধারণ ব্যবহার, কম শিল্ডিং।

    • STP: উন্নত শিল্ডিং, উচ্চ গতির নেটওয়ার্কিং।

Twisted Pair Cable হল একটি ডেটা ট্রান্সমিশন মাধ্যম যা দুটি পরস্পর মোড়ানো তামার তার দ্বারা তৈরি। এটি প্রধানত দুটি ধরনের:

    1. Unshielded Twisted Pair (UTP): সাধারণত অফিস এবং বাড়ির নেটওয়ার্কে ব্যবহৃত হয়। উদাহরণ: CAT5e, CAT6।

    1. Shielded Twisted Pair (STP): অতিরিক্ত শিল্ডিং দিয়ে সুরক্ষিত, যাতে ইলেকট্রনিক প্রবাহের বাধা কম হয়। উদাহরণ: CAT6a, CAT7।

ব্যবহার: LAN, টেলিফোন লাইন।

বৈশিষ্ট্য:

    • মূল্য: তুলনামূলকভাবে কম।

    • গতি: 100 Mbps থেকে 1 Gbps পর্যন্ত।

    • দূরত্ব: 100 মিটার পর্যন্ত কার্যকর।

উদাহরণ: অফিসের নেটওয়ার্ক কেবল, টেলিফোন লাইন।

4o mini

You said:

Fiber Optic Cable:

ChatGPT said:

ChatGPT

Fiber Optic Cable হল একটি ডেটা ট্রান্সমিশন মাধ্যম যা আলো বা লেজার দ্বারা ডেটা স্থানান্তর করে। এটি অত্যন্ত দ্রুত এবং উচ্চ গুণমানের যোগাযোগ প্রদান করে।

বৈশিষ্ট্য:

    • উপাদান: কেন্দ্রে একটি কাঁচের বা প্লাস্টিকের ফাইবার, যা প্রাথমিক সুরক্ষা এবং একটি বাইরের শিল্ডিং দিয়ে আবৃত থাকে।

    • গতি: অনেক বেশি, সাধারণত গিগাবিট থেকে টেরাবিট প্রতি সেকেন্ড পর্যন্ত।

    • দূরত্ব: অনেক দূরত্বে কার্যকর, কয়েক কিলোমিটার থেকে হাজার হাজার কিলোমিটার পর্যন্ত।

    • উল্টো প্রতিরোধ: বৈদ্যুতিক হস্তক্ষেপ কম, অধিক নির্ভরযোগ্য।

প্রকারভেদ:

    1. Single-Mode Fiber: একক মোডে আলো প্রেরণ করে, সাধারণত লং-ডিস্টেন্স যোগাযোগের জন্য ব্যবহৃত।

    1. Multi-Mode Fiber: একাধিক মোডে আলো প্রেরণ করে, সাধারণত ছোট দূরত্বের জন্য ব্যবহৃত।

ব্যবহার:

    • উচ্চ গতির ইন্টারনেট সংযোগ

    • টেলিযোগাযোগ

    • ক্যাবল টিভি

    • ডেটা সেন্টার এবং নেটওয়ার্কিং

উদাহরণ: ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের দ্বারা ব্যবহৃত ফাইবার অপটিক লাইন।

https://youtu.be/M5YIwZBEhJs

2

প্রশ্ন ও উত্তর

Data is Information like audio,video  text etc

ডাটা কমিউনিকেশন মাধ্যম - Medium | তার -Wire | তারবিহিন -Wireless

1 / 99

কোর, ক্লাডিং ও জ্যাকেট দিয়ে কোনটি তৈরি?

2 / 99

সাশ্রয়ীভাবে পাহাড়ী এলাকায় কার্যকরী নেটওয়ার্ক স্থাপনের জন্য কোন মাধ্যমটি সুবিধাজনক?

3 / 99

ব্লুটুথ এর মাধ্যমে কোন নেটওয়ার্ক তৈরি করা হয়?

4 / 99

মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত?

5 / 99

কোন মাধ্যমের দ্বারা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে উপাত্ত স্থানান্তরিত হয়?

6 / 99

কো-এক্সিয়াল ক্যাবলের ডেটা প্রেরণের সাধারণ হার কত?

7 / 99

তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে ঐ তারকে বলা হয়-

8 / 99

ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করার প্রক্রিয়াকে কী বলে?

9 / 99

সর্বোচ্চ গতিতে ডেটা ট্রান্সফার করে কোনটি?

10 / 99

ফটোডিটেক্টরের কাজ কী?

11 / 99

টুইস্টেড পেয়ার ক্যাবল সংযোগে সাধারণত কোন ধরনের কানেক্টর ব্যবহার করা হয়?

12 / 99

RJ45 কানেক্টর ব্যবহার করে ৩০টি কম্পিউটার একটি সুইচের সাথে সংযোগ স্থাপন করা হলো। নেটওয়ার্কটিতে কোন টপোলজির ব্যবহার হয়েছে? [গুবি (গ) ইউনিট ২১]

13 / 99

Bluetooth-এর Bandwidth কত? [জাককানইবি (বি) ইউনিট ১৭-১৮]

14 / 99

কোনটি ইটের দেয়াল ভেদ করতে পারে না? [গুবি (গ) ইউনিট ২১]

15 / 99

কোন ব্যক্তির নিকটবর্তী বিভিন্ন ডিভাইসের সংযোগ স্থাপন করে তথ্য আদান-প্রদানের নেটওয়ার্ককে কি বলে? [চবি (এ) ইউনিট ১৭-১৮]

16 / 99

Direct to Home (DTH) প্রযুক্তি হলো- [রোকেয়া বিশ্ব.(বি) ১৬-১৭]

17 / 99

সাবমেরিন ক্যাবল’ ব্যবহৃত হয়- [শাহাজালাল বিশ্ব. খ ইউনিট ০৩-০৪]

18 / 99

বাংলাদেশের কোথায় সাবমেরিন ল্যান্ডিং স্টেশন করা হয়?
[রাবি(ফিন্যান্স) ০৭-০৮; চবি (খ) ০৬-০৭]

19 / 99

Shield Twisted Pair  Data Transfer rate 1-4GB

চিত্রে অ ও ই এর মধ্যে সর্বোচ্চ গতিতে ডেটা-প্রদানের জন্য কী করা যেতে পারে? [রা. বো. ২০১৬]

20 / 99

Shield Twisted Pair  Data Transfer rate 1-4GB

চিত্রের নেটওয়ার্কটি কোন ধরনের টপোলজি? [রা. বো. ২০১৬]

21 / 99

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
রাজিব তার বাবার অফিসে গিয়ে দেখল তার বাবা নিজের টেবিলে বসে কম্পিউটারে প্রিন্ট কমান্ড দিলেন এবং তাঁর থেকে কিছু দূরে অবস্থিত আরেকজন অফিসারও একই সাথে প্রিন্ট কমান্ড দিয়ে একই প্রিন্টার থেকে প্রিন্ট দিলেন। রাজিবের বাবা নিজের কম্পিউটার ব্যবহার করে রাজিবকে তার প্রবাসী ফুফুর সাথে সরাসরি কথা বলিয়ে দিলেন।
২৫১. উদ্দীপকের ব্যবস্থায় সম্ভব— [ঢা. বো.-২০১৬]
i. স্বল্প ডিভাইসে অধিক সেবা
ii. গ্রাহকদের সাথে সহজ যোগাযোগ
iii. ক্ষুদ্র অঞ্চলে সীমাবদ্ধ কার্যক্রম
নিচের কোনটি সঠিক?

22 / 99

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
রাজিব তার বাবার অফিসে গিয়ে দেখল তার বাবা নিজের টেবিলে বসে কম্পিউটারে প্রিন্ট কমান্ড দিলেন এবং তাঁর থেকে কিছু দূরে অবস্থিত আরেকজন অফিসারও একই সাথে প্রিন্ট কমান্ড দিয়ে একই প্রিন্টার থেকে প্রিন্ট দিলেন। রাজিবের বাবা নিজের কম্পিউটার ব্যবহার করে রাজিবকে তার প্রবাসী ফুফুর সাথে সরাসরি কথা বলিয়ে দিলেন।
২৫০. উদ্দীপকের নেটওয়ার্কের ধরন হচ্ছে— [ঢা. বো.-২০১৬]
i. LAN ii. MAN
iii. WAN
নিচের কোনটি সঠিক?

23 / 99

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
মি: বিশ্বজিত তার অফিসের দশটি কম্পিউটার এমনভাবে যুক্ত করে নেটওয়ার্ক তৈরি করলেন, যাতে প্রথম ও শেষ কম্পিউটার পরস্পরের সাথে যুক্ত থাকে। হঠাৎ একদিন কম্পিউটার নষ্ট হওয়ায় নেটওয়ার্কটি বন্ধ হয়ে যায়। তিনি নেটওয়ার্কটির কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন।
মি: বিশ্বজিতের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সম্ভাব্য সমাধান হলো- [ব. বো. ২০১৬]
i. কম্পিউটার পরিবর্তন করা ii. হাব/সুইচ স্থাপন করা
iii. একটি মূল লাইন স্থাপন করা
নিচের কোনটি সঠিক?

24 / 99

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
মি: বিশ্বজিত তার অফিসের দশটি কম্পিউটার এমনভাবে যুক্ত করে নেটওয়ার্ক তৈরি করলেন, যাতে প্রথম ও শেষ কম্পিউটার পরস্পরের সাথে যুক্ত থাকে। হঠাৎ একদিন কম্পিউটার নষ্ট হওয়ায় নেটওয়ার্কটি বন্ধ হয়ে যায়। তিনি নেটওয়ার্কটির কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন।
উদ্দীপকের নেটওয়ার্ক টপোলজিটি কি? [ব. বো. ২০১৬]

25 / 99

Wi-Fi এবং Wi-Max এর মধ্যে পার্থক্য হচ্ছে [ব. বো. ২০১৬]
i. কভারেজ এরিয়ায় ii. ট্রান্সমিশন মোডে
iii. ট্রান্সমিশন স্পিডে
নিচের কোনটি সঠিক?

26 / 99

ওয়াই-ম্যাক্স হলো
i. এক ধরনের তারবিহীন নেটওয়ার্ক
ii. বিনা তারে ব্রডব্যান্ড সেবা দেবার প্রযুক্তি
iii. একাধিক ডিজিটাল ডিভাইসে ডেটা স্থানান্তরের প্রযুক্তি
নিচের কোনটি সঠিক?

27 / 99

WiMax কোন ধরনের নেটওয়ার্কে ব্যবহৃত হয়? [সম্মিলিত বোর্ড ২০১৮]

28 / 99

সাশ্রয়ীভাবে পাহাড়ি এলাকায় কার্যকরী নেটওয়ার্ক স্থাপনের জন্য কোন মাধ্যমটি সুবিধাজনক? [ব.বো. ২০১৭]

29 / 99

কত দূরত্ব পর্যন্ত Wi-Max বেস স্টেশন ইন্টারনেট অ্যাকসেস সুবিধা প্রদান করে?

30 / 99

Wi-Max এর স্ট্যান্ডার্ড কত? [ঢা. বো. ২০১৯]

31 / 99

Wi-maxএর প্রধান কয়টি অংশ?

32 / 99

Wi-max এর ফ্রিকোয়েন্সি কত?

33 / 99

DSLএর পূর্ণরূপ কী?

34 / 99

Wi-Fi এর ক্ষেত্রে
i. ওয়্যারলেস ল্যান প্রযুক্তি ব্যবহৃত হয়
ii. ক্যাবল-এর প্রয়োজন নেই
iii. কভারেজ এরিয়া হচ্ছে ১০০ থেকে ৫০০ মিটার
নিচের কোনটি সঠিক?

35 / 99

IEEE 802.11 প্রযুক্তির সাথে সংশ্লিষ্ট বিষয় হলো
i. ওয়্যারলেস অ্যাকসেস পয়েন্ট
ii. ওয়াই-ফাই হটস্পট
iii. ফ্রি ওয়াই-ফাই জোন
নিচের কোনটি সঠিক?

36 / 99

IEEE 802.11 প্রযুক্তির সাহায্যে কোন নেটওয়ার্কটি তৈরি করা যাবে?[সি. বো.-২০১৯]

37 / 99

ওয়্যারলেস অ্যাকসেস পয়েন্ট হলো

38 / 99

ওয়াই ফাই হলো

39 / 99

কোন IEEE টি Wi-Fi স্ট্যান্ডার্ড? [দি. বো. ২০১৬ রা. বো. ২০১৭]

40 / 99

Wi-Fi এর কাভারেজ এরিয়া কত?

41 / 99

Wi-Fi-এর ফ্রিকোয়েন্সি কত?

42 / 99

øুটুথ-এর ক্ষেত্রে ডেটা ট্রান্সফারে
i. নিরাপত্তা বজায় থাকে না
ii. ১০ থেকে ১০০০ মিটার পর্যন্ত রেঞ্জ বজায় থাকে
iii. দেয়াল বা অন্য কিছু প্রতিবন্ধক হবে না
নিচের কোনটি সঠিক?

43 / 99

একটি পিকোনেটে মোট কতটি দাস (Slave) নোড থাকতে পারে? [মা. বো.-২০১৯]

44 / 99

কোনটি বøু-টুথ স্ট্যান্ডার্ড? [দি. বো.-২০১৯]

45 / 99

ব্লটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলে [য. বো. ২০১৭]

46 / 99

বøুটুথ-এর ফ্রিকোয়েন্সি কত?

47 / 99

বøুটুথ-এর ব্যাপ্তি কত?

48 / 99

নিচের কোন প্রতিষ্ঠান ব্লুটুথ-এর উদ্ভাবক?

49 / 99

কৃত্রিম উপগ্রহের মাধ্যমে সিগন্যাল আদান-প্রদান করা হয় কোনটির?

50 / 99

কত কিলোমিটার পর পর টেরিস্ট্রিয়াল ট্রান্সমিশনে রিপিটার বসাতে হয়?

51 / 99

টেরিস্ট্রিয়াল ট্রান্সমিশন বসানো হয় কোনটিতে?

52 / 99

মাইক্রোওয়েভ সিস্টেম কতটি ট্রান্সসিভার নিয়ে গঠিত?

53 / 99

মাইক্রোওয়েভের স্পেকট্রাম ফ্রিকোয়েন্সি কত?

54 / 99

রেডিও ওয়েভ পাঠানোর জন্য যে এন্টেনার প্রয়োজন হয়, তার দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্যরে কত ভাগ?

55 / 99

ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কমিউনিকেশনের কয়টি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে?

56 / 99

. তরঙ্গর কম্পন যত বেশি হবে তার তরঙ্গ দৈর্ঘ্য কেমন হবে?

57 / 99

কিসের জন্য তারবিহীন মাধ্যমে কোন তারের প্রয়োজন হয় না?

58 / 99

টেলিভিশনের রিমোট কন্ট্রোলে ব্যবহৃত হয় [য.বো. ২০১৯]

59 / 99

মাইক্রোওয়েভ প্রযুক্তির অসুবিধা দূর করতে কোন প্রযুক্তি আবশ্যক? [রা.বো. ২০১৯]

60 / 99

GEO স্যাটেলাইট ভূমি থেকে কত উচ্চতায় নির্দিষ্ট কক্ষপথে রাখতে হয়? [কু.বো. ২০১৯]

61 / 99

দেশের অভ্যন্তরে যোগাযোগের জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?

62 / 99

একই সাথে অনেকগুলো দেশে যোগাযোগের জন্য নিচের কোনটি ব্যবহার করতে হবে?

63 / 99

অপটিক্যাল ফাইবার ক্যাবলের সুবিধা হলো— [মা. বো. ২০১৬]
i. এর মাধ্যমে দ্রæতগতিতে ডেটা স্থানান্তর করা যায়
ii. এটির রক্ষণাবেক্ষণ সহজতর
iii. এটি বিদ্যুৎ ও চৌম্বকীয় প্রভাবমুক্ত
নিচের কোনটি সঠিক?

64 / 99

কো-এক্সিয়াল ক্যাবল ব্যবহৃত হয় —
i. বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে
ii. ক্যাবল টিভি নেটওয়ার্কিং-এ
iii. বৈজ্ঞানিক গবেষণায় বিভিন্ন ল্যাবরেটরিতে
নিচের কোনটি সঠিক?

65 / 99

সিঙ্গেল মোড ফাইবারে কোরের ব্যাস কত হয়ে থাকে?

66 / 99

অপটিক্যাল ফাইবারের ব্যাস কত হয়ে থাকে?

67 / 99

অপটিক্যাল ফাইবার বাঁকা করলে লস হতে পারে বলে ফাইবার ক্যাবলের ভেতর কি দেওয়া থাকে?

68 / 99

তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে ঐ তারকে বলা হয়
[ঢা. বো. ২০১৯]

69 / 99

নিচের কোনটি বর্তমানে প্রাপ্ত অপটিক্যাল ফাইবারের ডেটা পরিবহণের হারের সীমা নির্দেশক?

70 / 99

যখন কপার ওয়্যারসমূহ টুইস্টেড করা হয়, তখন কী ফলাফল হয়?

71 / 99

বর্তমানে জোগানকৃত ইউটিপি ক্যাবলের ডেটা ট্রান্সমিশন গতি সর্বোচ্চ কত এমবিপিএস?

72 / 99

কোন ক্যাবল ব্যাকবোন ক্যাবল হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয়?

73 / 99

দূরপাল্লার কমিউনিকেশনে বর্তমানে কত তরঙ্গ দৈর্ঘ্যরে লেজার বহুল ব্যবহৃত হয়?

74 / 99

কোনটি কো-এক্সিয়াল ক্যাবলের সুবিধা?

75 / 99

অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশ কোনটি? [মা. বো. ২০১৬]

76 / 99

কীভাবে আন্তঃমহাদেশীয় অপটিক্যাল ফাইবার সারা বিশ্বে ছড়িয়ে গেছে?

77 / 99

নিচের কোন ক্যাবলে ডেটা ট্রান্সফার হার সর্বোচ্চ? [মা.বো. ২০১৭]

78 / 99

কী দিয়ে অপটিক্যাল ফাইবার ক্যাবল তৈরি?

79 / 99

কত মিটার দূরত্ব পর্যন্ত থিকনেট ১০ মেগাবাইট ডেটা সহজেই আদান-প্রদান করতে পারে?

80 / 99

কো-এক্সিয়াল ক্যাবল কয়ভাগে বিভক্ত? [সম্মিলিত.বো. ২০১৮]

81 / 99

ডিজিটাল ও অ্যানালগ ডেটা কোন ক্যাবলের মাধ্যমে প্রেরণ করা যায়?

82 / 99

তিন স্তরবিশিষ্ট তারের ক্যাবল কোনটি?

83 / 99

শিক্ষা প্রতিষ্ঠানে কোন ধরনের ক্যাবল ব্যবহার করা হয়?

84 / 99

ক্যাটাগরির ভিত্তিতে টুইস্টেড পেয়ার ক্যাবলের ব্যান্ডউইথ কত হতে পারে?

85 / 99

কোনটি কো-এক্সিয়াল ক্যাবলের ডেটা সিগন্যালকে ঊগও থেকে রক্ষা করার জন্য ব্যবহৃত হয়?

86 / 99

কোনটি কো-এক্সিয়াল ক্যাবলের তারকে ঘিরে জড়ানো থাকে?

87 / 99

কো-এক্সিয়াল ক্যাবলের ডেটা প্রেরণের সাধারণ হার কত? [দি. বো. ২০১৬]

88 / 99

ট্যুইস্টেড পেয়ার ক্যাবল-এর সাধারণ রং কোনটি? [রা-১৬, মা-১৮]

89 / 99

তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে ধাতব তার মাধ্যমে কী পাঠানো হয়?

90 / 99

Micro Wave মাধ্যমকে কয়টি ভাগে ভাগ করা যায়?

91 / 99

Unguided Media কে কয়টি ভাগে ভাগ করা যায়?

92 / 99

ডেটা কমিউনিকেশনের প্রধান মাধ্যম কয়টি?

93 / 99

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
কোনো কোম্পানির দুইজন নিরাপত্তা কর্মকর্তা নিজেদের মধ্যে যোগাযোগ করেন কিন্তু একই সময়ে তারা কথা বলতে পারেন না।
তারা কোন ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহার করেন? [কু. বো. ২০১৬]

94 / 99

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
কোনো কোম্পানির দুইজন নিরাপত্তা কর্মকর্তা নিজেদের মধ্যে যোগাযোগ করেন কিন্তু একই সময়ে তারা কথা বলতে পারেন না।
একই সময়ে যোগাযোগ করার ক্ষেত্রে তাদের যে ডিভাইস প্রয়োজন
i. মোবাইল ii. ওয়াকি-টকি [কু. বো. ২০১৬]
iii. রেডিও
নিচের কোনটি সঠিক?

95 / 99

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
MTV--এর টকশোতে বিশেষজ্ঞদের একজন ঢাকার বারিধারার বাসা থেকে, একজন চট্টগ্রামের লালখান বাজার থেকে এবং অন্যজন যুক্ত রয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে। আলোচনায় ড. আলী রিয়াজের যুক্ত থাকার কথা থাকলেও যান্ত্রিক ত্রæটির কারণে তাকে সংযুক্ত করা যায়নি। [সম্মিলিত বো: ২০১৮]
উদ্দীপকে কোন ধরনের ট্রান্সমিশন মোড তৈরি হয়েছে?

96 / 99

MTV--এর টকশোতে বিশেষজ্ঞদের একজন ঢাকার বারিধারার বাসা থেকে, একজন চট্টগ্রামের লালখান বাজার থেকে এবং অন্যজন যুক্ত রয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে। আলোচনায় ড. আলী রিয়াজের যুক্ত থাকার কথা থাকলেও যান্ত্রিক ত্রæটির কারণে তাকে সংযুক্ত করা যায়নি। [সম্মিলিত বো: ২০১৮]
এ ধরনের আলোচনার আয়োজন করতে হলে যে বিষয়টি নিশ্চিত করতে হবে তা কী?

97 / 99

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
রায়হান সাহেব মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে ক্লাস নেন। যে সকল শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত থাকে, তাদের অভিভাবকদের ঝগঝ এর মাধ্যমে অনুপস্থিতির বিষয়টি অবহিত করা হয়।
উদ্দীপকের আলোকে রায়হান সাহেবের ক্লাস নেয়ার সময় কোন ধরনের ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহৃত হয়েছে? [চ.বো. ২০১৯]

98 / 99

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
রায়হান সাহেব মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে ক্লাস নেন। যে সকল শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত থাকে, তাদের অভিভাবকদের ঝগঝ এর মাধ্যমে অনুপস্থিতির বিষয়টি অবহিত করা হয়।
অনুপস্থিতির বিষয়টি জানানোর জন্য ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড হলো [চ.বো. ২০১৯]
i. ইউনিকাস্ট ii. মাল্টিকাস্ট
iii. ব্রডকাস্ট
নিচের কোনটি সঠিক?

99 / 99

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
দোকানের নিরাপত্তার স্বার্থে রাকিব সাহেব সিসি ক্যামেরা লাগালেন। তিনি যে কোনো স্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে দোকানের অবস্থা দেখতে পারেন। প্রয়োজনে দোকানের কর্মচারীদের মৌখিক নির্দেশনাও দেন। তবে তিনি কথা বলাকালীন কর্মচারীদের কথা শোনা যায় না, আবার কর্মচারীরা কথা বলাকালীন তার কথা কর্মচারীদের কাছে পৌঁছায় না।
রাকিব সাহেবের ব্যবহৃত ক্যামেরাটি নিচের কোনটিকে সমর্থন করে?[মা. বো. ২০১৯]

Your score is

The average score is 0%

0%

https://youtu.be/mGI5NBMwKHw

WhatsApp icon