ঢাকা বোর্ড-২০২৫
1 / 26
১. 101101 এর বাইনারি কমপ্লিমেন্ট কোনটি?
2 / 26
২. ফাইবার অপটিক ডেটা প্রেরণের জন্য কোন আলোক রশ্মি ব্যবহৃত হয়?
3 / 26
4 / 26
5 / 26
৫. ক্যারেক্টার ইনপুট নেয়া যায় কোনটি দিয়ে?
6 / 26
for (i =3; i<= 15; i = i + 2)
{if(i= = 7 II i > 12)
continuc;
printf (“ICT”);
}
৬. প্রোগ্রামটিতে ‘ICT’ কতবার প্রদর্শিত হবে?
7 / 26
৭. ক্লাউড কম্পিউটিং এর সুফল কোনটি?
8 / 26
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও।
৮. উদ্দীপকের Y এর সমীকরণ কোনটি?
9 / 26
৯. উদ্দীপকে ছএর মান ০, যখন-
নিচের কোনটি সঠিক?
10 / 26
১০. “# FFFFFF” কোন রং নির্দেশ করে?
11 / 26
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
void main ( )
{
int i = 15, j;
j = j + +;
Printf (“%d %d”, i,j);
১১. উদ্দীপকের প্রোগ্রামটি রান করলে i ও j এর মান কত হবে?
12 / 26
১২. জৈবিক বৈশিষ্ট্যের নকশা বা বিন্যাসকে কী বলে?
13 / 26
১৩. কোনটি আন্তঃশাস্ত্রীয় বিজ্ঞান?
14 / 26
15 / 26
১৪. কোনটি হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ?
16 / 26
১৫. অ্যাসেম্বলি ভাষায় নেমোনিক কোড কোনটি?
17 / 26
১৬. একটি বইয়ের মূল্য (AA)16 হলে তার সমকক্ষ
18 / 26
১৭. নিচের কোন ট্যাগ ব্যবহার করলে টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড কালার সবুজ হবে?
19 / 26
১৮. হায়ারোগ্লিফিক্স ভাষা হতে বর্তমান ইমোজি পর্যন্ত কোন কোডের অন্তর্ভুক্ত?
20 / 26
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মিঃ শাহীন বাসায় ব্যবহৃত ল্যাপটপ, ডেস্কটপ ও মোবাইল WiFi এর মাধ্যমে LAN নেটওয়ার্ক তৈরি করেন। তিনি উক্ত নেটওয়ার্কের সাথে WAN যুক্ত করতে একটি ডিভাইস ব্যবহার করেন।
১৯. মিঃ শাহীন LAN নেটওয়ার্ক তৈরি করতে কোন ধরনের ডিভাইস ব্যবহার করেন?
21 / 26
২০. উদ্দীপকে কোন ধরনের নেটওয়ার্ক টপোলজি গড়ে উঠেছে?
22 / 26
২১. x = 10 এবং y = 20 হলে z = (x > y)? x : y কন্ডিশনাল এক্সপ্রেশনের ফলাফল কোনটি?
23 / 26
২২. হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে চিত্রায়নকে কী বলে?
24 / 26
২৩. বাইনারি ডেটা একদিকে বা উভয় দিকে স্থানান্তর করতে পারে কোন রেজিস্টার?
25 / 26
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মিঃ রাজিবের নিকট এমন একটি মানুষের ন্যায় যন্ত্র রয়েছে যার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, হাঁটা-চলা এবং স্পর্শানুভূতি রয়েছে। তিনি টিউমার অপারেশনে ক্রায়োজনিক এজেন্ট ব্যবহার করে চিকিৎসা গ্রহণ করেন।
২৪. মিঃ রাজিবের যন্ত্রটি ব্যবহৃত হয় কোথায়?
26 / 26
২৫. মিঃ রাজিব উক্ত পদ্ধতিতে চিকিৎসা গ্রহণের কারণ-i. তুলনামূলক ব্যয় কমii. কাটা ছেঁড়ার প্রয়োজন নেই iii. দীর্ঘ মেয়াদি কার্যকারিতানিচের কোনটি সঠিক?
Your score is
The average score is 0%
Restart quiz
রাজশাহী বোর্ড-২০২৫
1 / 25
১. স্ট্রিমিং ভিডিও সার্ভিসের জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইডথস হলো-
2 / 25
২. HTML ফাইল এডিট করার জন্য ব্যবহৃত টেক্সট এডিটর হলো-i. নোটপ্যাড++ ii. সাবলাইম টেক্সট iii. নোটপ্যাডনিচের কোনটি সঠিক?
3 / 25
৩. C ভাষায় F = POW (5, (7 MOD 3)) + (6/3) * 2 + 5 হলে Fএর সরলীকৃত মান কত?
4 / 25
৪. 10 BASE-2 নামে পরিচিত ক্যাবল কোনটি?
5 / 25
নিচের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও:
৫. F এর মান কোনটি?
6 / 25
৬. চিত্রে '2' নং গেইটের পরিবর্তে কোন গেইট স্থাপন করলে F = 0 হবে?
7 / 25
৭.<img> ট্যাগের সাথে মিল রয়েছে কোন ট্যাগের?
8 / 25
৮. 'C' ভাষায় লজিক্যাল অপারেটর কোনটি?
9 / 25
# include <stdio.h>
main ( ) {
int x, y;
X = 20;
X + = 10;
Y = x % 5;
printf("%d", y);
৯. প্রোগ্রামটির আউটপুট কত হবে?
10 / 25
<font color = "Red" face = "Arial"> ICT </font>
১০. উদ্দীপকে কনটেন্ট কোনটি?
11 / 25
১১. উদ্দীপকে অ্যাট্রিবিউট ভ্যালু হলো-
12 / 25
নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও:
# include <stdio.h)
int c, S = 1;
for (C = 2; C < = 10; C + = 3){
S = S + C; }
printf ("%d", C); }
১২. প্রোগ্রামটি রান করালে আউটপুট কত হবে?
13 / 25
১৩. প্রোগ্রামটির আউটপুট ১২৭ পেতে হলে কী পরিবর্তন করতে হবে?
14 / 25
১৪. ক্রায়োজনিক এজেন্ট কোনটি?
15 / 25
১৫. কোন প্রজন্মের মোবাইল ফোনে 4K টিভি উপভোগ করা যায়?
16 / 25
১৬. কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্র হলো-i. মেশিন লার্নিং ii. ই-লার্নিং iii. ডিপ লার্নিংনিচের কোনটি সঠিক?
17 / 25
১৭. নতুন লাইনের শুরুতে আউটপুট প্রদর্শনের জন্য নিচের কোন escape sequence টি ব্যবহৃত হয়?
18 / 25
নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও:দু'টি সংখ্যার পার্থক্য (52)10। তাদের মধ্যে বড় সংখ্যাটি (5D)16।
১৮. উদ্দীপকের অপর সংখ্যাটি কত?
19 / 25
১৯. সংখ্যা দু'টির যোগ ফল হতে পারে-
20 / 25
২০. নিচের সার্কিটটির ক্ষেত্রে কখন আলো জ্বলবে না?
21 / 25
২১. মেশ টপোলজিতে ৪৫টি তার দিয়ে সর্বোচ্চ কতটি নোডকে সংযুক্ত করা যায়?
22 / 25
23 / 25
24 / 25
২৪. ইউনিকোডের প্রথম সংস্করণ কতটি ভাষা নিয়ে চালু করা হয়?
25 / 25
২৫. চিত্রে '?' চিহ্নিত স্থানে কোন ডিভাইস স্থাপন করলে স্বল্প দূরত্বের নেটওয়ার্ক তৈরি করা যায়?
The average score is 40%
কুমিল্লা বোর্ড-২০২৫
1 / 24
১. আচরণগত বায়োমেট্রিক বৈশিষ্ট্য কোনটি?
2 / 24
২. জিনোম সিকুয়েন্সিংয়ের ইলেক্ট্রনিক ডেটাবেজ তৈরির বিষয়টি নিচের কোন প্রযুক্তির সাথে সম্পর্কিত?
3 / 24
৩. কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্র হলো-i. ডিপ লার্নিং ii. এনএলপি iii. এইচএমডিনিচের কোনটি সঠিক?
4 / 24
5 / 24
6 / 24
৬. ডেটা স্থানান্তর বিটের বিন্যাস ব্যবস্থা হলো-
7 / 24
৭. চতুর্থ প্রজন্মের মোবাইলের স্ট্যান্ডার্ড কোনটি?
8 / 24
৮. সুইচের বৈশিষ্ট্য হলোi. ডেটা ফিল্টারিং ii. ডেটা ব্রডকাস্টিংiii. গঅঈ অ্যাড্রেসের ব্যবহারনিচের কোনটি সঠিক?
9 / 24
উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও :জোড়ায় জোড়ায় পেঁচানো চার ঘোড়া তারের সমন্বয়ে গঠিত মাধ্যম দ্বারা সুইচের সাথে সরাসরি যুক্ত করে আইসিটি শিক্ষক ১৬টি কম্পিউটার নিয়ে একটি নেটওয়ার্ক তৈরি করেন।১০. উদ্দীপকের নেটওয়ার্কটির টপোলজি হলো-
10 / 24
উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও :জোড়ায় জোড়ায় পেঁচানো চার ঘোড়া তারের সমন্বয়ে গঠিত মাধ্যম দ্বারা সুইচের সাথে সরাসরি যুক্ত করে আইসিটি শিক্ষক ১৬টি কম্পিউটার নিয়ে একটি নেটওয়ার্ক তৈরি করেন।
১১. উদ্দীপকের মাধ্যমটিতেi. বিদ্যুৎ চৌম্বকীয় প্রভাব সবচেয়ে কমii. একটি কমন রঙের তার ব্যবহার হয়iii. 10 Mbps বা তার বেশি গতিতে ডেটা চলাচল করেনিচের কোনটি সঠিক?
11 / 24
১২. হাফ অ্যাডারের ক্যারি তৈরিতে কোন গেইট ব্যবহৃত হয়?
12 / 24
১৩. কোন গেইটে সকল ইনপুট 1 হলে আউটপুট 0 হয় অন্যথায় আউটপুট ১ হয়?
13 / 24
১৪. (+ 34)10 এর 2' র পরিপূরক কোনটি?
14 / 24
উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও :
১৫. Y এর সরলীকৃত মান হলো-
15 / 24
১৬. উদ্দীপকের বর্তনীর অ্যান্ড গেইটের পরিবর্তে অর গেইট বসালে Yএর মান কত হবে?
16 / 24
১৭. হাইপারমিডিয়ার উপাদান হলো-i. টেক্সট ii. অডিও iii. ভিডিওনিচের কোনটি সঠিক?
17 / 24
১৮. < a > ট্যাগের অ্যাট্রিবিউট হলো-
18 / 24
১৯. < img> ট্যাগের আবশ্যিক অ্যাট্রিবিউট কোনটি?
19 / 24
২০. উদ্দীপকের টেবিলটি তৈরি করতে HTML কোডে colspan ও rowspan এর মান হবে যথাক্রমে-
20 / 24
২১. double ডেটা টাইপের জন্য কয় বাইট মেমোরি প্রয়োজন?
21 / 24
২২. কোনটি রিলেশনাল অপারেটর?
22 / 24
{int i, n = 10;
for (i=1; I < = n; i+=3)
{if(i= =4) continue;
print f ("\nGood");
২৩. উদ্দীপকের কোডটির আউটপুটে "Good" লেখাটি কতোবার প্রদর্শিত হবে?
23 / 24
২৪. উদ্দীপকের কোডে "i + = 3" এর পরিবর্তে "i ++ বসালে "Good লেখাটি কতোবার প্রদর্শিত হবে?
24 / 24
২৫. sqrt ( ) এর জন্য প্রয়োজনীয় হেডার ফাইল হলো-
যশোর বোর্ড-২০২৫ 1 / 25 ১. 5, 8, B ধারার পরবর্তী মান কোনটি? C D E F 2 / 25 ২. নিচের কোন বর্তনী গণনার কাজ করে? এনকোডার ডিকোডার কাউন্টার রেজিস্টার 3 / 25 নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :৩. উদ্দীপকে 'Y' এর সরলীকৃত মান কোনটি? ক খ গ ঘ 4 / 25 নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :৪. উদ্দীপকে 'Y' এর মান 1' পেতে K এর স্থলে কোন গেইট হবে? NOR NAND X-OR X-NOR 5 / 25 ৫. ক্রমযুক্ত তালিকা প্রকাশের জন্য ব্যবহৃত ট্যাগ কোনটি? <ul> <ol> <br> <del> 6 / 25 ৬. দৈর্ঘ্য120PX প্রস্থ 150Px আকারের Flag.jpg নামক ছবি সংযুক্তির জন্য নিচের সঠিক HTML কোড কোনটি? <img src="Flag"> <img src="Flag.jpg" height="120Px" width="150px"> <img src="Flag-jpg"> <img src="Flag.jpg"> 7 / 25 নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :সিনথি HTML ব্যবহার করে ওয়েবপেইজ তৈরি করে এবং এক পেইজ থেকে অন্য পেইজ সংযুক্তির জন্য কাজ করে।৭. উদ্দীপকে কাজ করতে নিচের কোন ঞধম ব্যবহৃত হয়েছে? <a> <span> 8 / 25 নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :সিনথি HTML ব্যবহার করে ওয়েবপেইজ তৈরি করে এবং এক পেইজ থেকে অন্য পেইজ সংযুক্তির জন্য কাজ করে।৮. নতুন ট্যাবে ওয়েব পেইজ খুলতে উক্ত ট্যাগের এট্রিবিউট কোনটি? target="_self" target="_blank" target="_Parent" target="Label_" 9 / 25 ৯. Tableএর element Tag গুলো হতে পারে-tr ii. Id iii. tbodyনিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii 10 / 25 ১০. নিচের কোনটি Volatileমেমোরী? হার্ড ডিস্ক রম র্যাম ডিভিডি 11 / 25 ১১. নিচের কোনগুলো সঠিক Keyword?scan ii. double iii. floatনিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii 12 / 25 নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :int kfor (k=7;k<49; k = k+7) printf ("Exam\n");১২. প্রোগ্রামটি রান করলে "Exam" লেখাটি কতবার প্রদর্শিত হবে? 6 7 25 49 13 / 25 নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :int kfor (k=7;k<49; k = k+7) printf ("Exam\n");১৩. Printf ( "Exam\n") statement এর পূর্বে if(k = = 35) break; ব্যবহার করা হলে "Exam" লেখাটি কত বার প্রদর্শিত হবে? 2 4 6 7 14 / 25 ১৪. টেনিস বলের স্থায়িত্ব বৃদ্ধির প্রযুক্তি কোনটি? কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক্স ন্যানোটেকনোলজি বায়োইনফরমেটিক্স 15 / 25 ১৫. লুক্কায়িত স্তরের প্রযুক্তি কোনটি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োমেট্রিক্স কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক্স 16 / 25 ১৬. নিম্ন তাপমাত্রার চিকিৎসা পদ্ধতির-i. পার্শ্ব প্রতিক্রিয়া কমii. রোগীকে পূর্ব থেকে প্রস্তুতি নিতে হয় নাiii. চিকিৎসা পরবর্তী রোগীকে অনেক দিন হাসপাতালে থাকতে হয়নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii 17 / 25 নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :১৭. কৃষি বিভাগ শস্যের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদেরকে বিশেষ প্রযুক্তিতে উদ্ভাবিত শস্যবীজ সরবরাহ করেছেন যা থেকে অধিক ফলন হয়েছে।i. জীব বৈচিত্র্যের পরিবর্তন সাধিত হবে।ii. জীব বিধ্বংসী ভাইরাসের উদ্ভব হবে।iii. অনৈতিক জিনের স্থানান্তর হবে।নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii 18 / 25 ১৮. স্ট্রিমিং ভিডিও এর প্রয়োজনীয় ব্যান্ডউইথ কত? 0.5 Mbps 0.7 Mbps 1.5 Mbps 4 Mbps 19 / 25 ১৯. Freedom of Multimedia Access সুবিধা পাওয়া যায় কোন প্রজন্মের মোবাইল ফোন থেকে? দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম 20 / 25 ২০. 2.45 GHz ফ্রিকুয়েন্স এর প্রযুক্তি কোনটি? Bluetooth Wifi(a) Wifi(b) wimax 21 / 25 নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :‘X’ কলেজটি চারতলা ভবনবিশিষ্ট। কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন বিভিন্ন তলায় অবস্থিত তাদের সকল ক¤িপউটার একটি নির্দিষ্ট নেটওয়ার্কের আওতায় আনবেন।২১. X কলেজের নেটওয়ার্কটি যে ক্যাবলের মাধ্যমে গড়ে উঠতে পারে-i. টুইস্টেড পেয়ার ii. কো-এক্সিয়ালiii. অপটিক্যাল ফাইবারনিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii 22 / 25 নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :‘X’ কলেজটি চারতলা ভবনবিশিষ্ট। কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন বিভিন্ন তলায় অবস্থিত তাদের সকল ক¤িপউটার একটি নির্দিষ্ট নেটওয়ার্কের আওতায় আনবেন।২২. কর্তৃপক্ষের সিদ্ধান্ত বাস্তবায়ন হলে যে নেটওয়ার্ক তৈরি হবে- PAN LAN MAN WAN 23 / 25 ২৩. ব্লক বাই ব্লক ডাটা ট্রান্সমিশন মেথডের ব্যবহার কোনটি? কী-বোর্ড হতে সিপিইউ পেন ড্রাইভ হতে সিপিইউ মাল্টিমিডিয়া কমিউনিকেশনে অডিও বা ভিডিও কলে 24 / 25 ২৪. ইউনিকোডে সর্বোচ্চ কতটি চিহ্ন প্রকাশ করা যায়? ১২৮ ২৫৬ ৫১২ ৬৫,৫৩৬ 25 / 25 ২৫.সিগন্যালটির সমকক্ষ বাইনারী মান কোনটি? 1000110 1100011 1110001 1010111 Your score isThe average score is 0% 0% Restart quiz
যশোর বোর্ড-২০২৫
১. 5, 8, B ধারার পরবর্তী মান কোনটি?
২. নিচের কোন বর্তনী গণনার কাজ করে?
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :
৩. উদ্দীপকে 'Y' এর সরলীকৃত মান কোনটি?
৪. উদ্দীপকে 'Y' এর মান 1' পেতে K এর স্থলে কোন গেইট হবে?
৫. ক্রমযুক্ত তালিকা প্রকাশের জন্য ব্যবহৃত ট্যাগ কোনটি?
৬. দৈর্ঘ্য120PX প্রস্থ 150Px আকারের Flag.jpg নামক ছবি সংযুক্তির জন্য নিচের সঠিক HTML কোড কোনটি?
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :সিনথি HTML ব্যবহার করে ওয়েবপেইজ তৈরি করে এবং এক পেইজ থেকে অন্য পেইজ সংযুক্তির জন্য কাজ করে।
৭. উদ্দীপকে কাজ করতে নিচের কোন ঞধম ব্যবহৃত হয়েছে?
৮. নতুন ট্যাবে ওয়েব পেইজ খুলতে উক্ত ট্যাগের এট্রিবিউট কোনটি?
৯. Tableএর element Tag গুলো হতে পারে-
১০. নিচের কোনটি Volatileমেমোরী?
১১. নিচের কোনগুলো সঠিক Keyword?
int k
for (k=7;k<49; k = k+7) printf ("Exam\n");
১২. প্রোগ্রামটি রান করলে "Exam" লেখাটি কতবার প্রদর্শিত হবে?
১৩. Printf ( "Exam\n") statement এর পূর্বে if(k = = 35) break; ব্যবহার করা হলে "Exam" লেখাটি কত বার প্রদর্শিত হবে?
১৪. টেনিস বলের স্থায়িত্ব বৃদ্ধির প্রযুক্তি কোনটি?
১৫. লুক্কায়িত স্তরের প্রযুক্তি কোনটি?
১৬. নিম্ন তাপমাত্রার চিকিৎসা পদ্ধতির-i. পার্শ্ব প্রতিক্রিয়া কমii. রোগীকে পূর্ব থেকে প্রস্তুতি নিতে হয় নাiii. চিকিৎসা পরবর্তী রোগীকে অনেক দিন হাসপাতালে থাকতে হয়নিচের কোনটি সঠিক?
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :১৭. কৃষি বিভাগ শস্যের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদেরকে বিশেষ প্রযুক্তিতে উদ্ভাবিত শস্যবীজ সরবরাহ করেছেন যা থেকে অধিক ফলন হয়েছে।i. জীব বৈচিত্র্যের পরিবর্তন সাধিত হবে।ii. জীব বিধ্বংসী ভাইরাসের উদ্ভব হবে।iii. অনৈতিক জিনের স্থানান্তর হবে।নিচের কোনটি সঠিক?
১৮. স্ট্রিমিং ভিডিও এর প্রয়োজনীয় ব্যান্ডউইথ কত?
১৯. Freedom of Multimedia Access সুবিধা পাওয়া যায় কোন প্রজন্মের মোবাইল ফোন থেকে?
২০. 2.45 GHz ফ্রিকুয়েন্স এর প্রযুক্তি কোনটি?
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :‘X’ কলেজটি চারতলা ভবনবিশিষ্ট। কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন বিভিন্ন তলায় অবস্থিত তাদের সকল ক¤িপউটার একটি নির্দিষ্ট নেটওয়ার্কের আওতায় আনবেন।
২১. X কলেজের নেটওয়ার্কটি যে ক্যাবলের মাধ্যমে গড়ে উঠতে পারে-i. টুইস্টেড পেয়ার ii. কো-এক্সিয়ালiii. অপটিক্যাল ফাইবারনিচের কোনটি সঠিক?
২২. কর্তৃপক্ষের সিদ্ধান্ত বাস্তবায়ন হলে যে নেটওয়ার্ক তৈরি হবে-
২৩. ব্লক বাই ব্লক ডাটা ট্রান্সমিশন মেথডের ব্যবহার কোনটি?
২৪. ইউনিকোডে সর্বোচ্চ কতটি চিহ্ন প্রকাশ করা যায়?
২৫.
সিগন্যালটির সমকক্ষ বাইনারী মান কোনটি?
চট্টগ্রাম বোর্ড-২০২৫ 1 / 25 ১. ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো- IP Address Domain Name Browser Search Engine 2 / 25 ২. পিকোনেটের সাথে সম্পর্কিত কোনটি? Wi-fi Bluetooth WiMax Optical Fiber 3 / 25 ৩. কোনটি রিলেশনাল অপারেটর? = && = = ! 4 / 25 নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:বৃহৎ কর্মসংস্থান সৃষ্টি, কার্যকরী ও সস্তায় শক্তি উৎপাদনসহ পানি ও বায়ু দূষণ কমিয়ে আনার জন্য একটি প্রযুক্তি নিয়ে বিজ্ঞানীরা কাজ করে চলছে। এই প্রযুক্তিটি বর্তমানে খাদ্যদ্রব্য প্যাকেটজাত করতে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।৪. উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তিটি কী? ন্যানোটেকনোলজি কৃত্রিম বুদ্ধিমত্তা জেনেটিক ইঞ্জিনিয়ারিং রোবোটিকস 5 / 25 নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:বৃহৎ কর্মসংস্থান সৃষ্টি, কার্যকরী ও সস্তায় শক্তি উৎপাদনসহ পানি ও বায়ু দূষণ কমিয়ে আনার জন্য একটি প্রযুক্তি নিয়ে বিজ্ঞানীরা কাজ করে চলছে। এই প্রযুক্তিটি বর্তমানে খাদ্যদ্রব্য প্যাকেটজাত করতে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।৫. প্রযুক্তিটি ব্যবহার করে উৎপাদিত পণ্য হবে-i. মজবুত ii. টেকসই iii. ভারিনিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii 6 / 25 ৬. ৭ বিটের ASCII কোডের যান্ত্রিক নিয়ন্ত্রণ কোড কয়টি? ৩১ ৩২ ৯৬ ১২৭ 7 / 25 ৭. ওয়েবসাইট নিয়ে কে চিন্তাভাবনা করেন? মার্শাল ম্যাকলুহান ডি মরগ্যান টিম বার্নাস লি লেডি অ্যাডা 8 / 25 ৮. পূর্ণসংখ্যার ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? %C %r %If %d 9 / 25 নিচের সিনটেক্সগুলো দেখ এবং প্রশ্নের উত্তর দাও:int i;for(i =1; i < 5; i + +);{if (i = = 3);{continue;}printf(“%d”, i);৯. সিনটেক্সগুলোতে কয়টি ভুল রয়েছে? ২ ৩ ৪ ৫ 10 / 25 নিচের সিনটেক্সগুলো দেখ এবং প্রশ্নের উত্তর দাও:int i;for(i =1; i < 5; i + +);{if (i = = 3);{continue;}printf(“%d”, i);১০. প্রোগ্রামটি সি ভাষায় সঠিকভাবে লেখা হলে এর আউটপুট কী হবে? 11 15 1245 12345 11 / 25 ১১. ICT ক্লাব তাদের নেটওয়ার্ক (LAN) ইন্টারনেটের সাথে যুক্ত করতে চায়। তাদের প্রয়োজন-i. সুইচ ii. গেটওয়ে iii. রাউটারনিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii 12 / 25 ১২. কোনটি সার্বজনীন ভাষা? সি জাভা ওরাকল পাইথন 13 / 25 ১৩. সারা বেগম বিবর্তনের রহস্য উন্মোচনে কাজ করেন। তার গবেষণার জন্য বিভিন্ন উপাদান ও কৌশলের সমন্বিত বিষয়গুলো হলো-i. আণবিক জীববিদ্যা ও মেডিসিনii. ডেটাবেস ও প্রোগ্রামিং iii. পদার্থবিদ্যা ও রসায়ননিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii 14 / 25 ১৪. জীবাণুমুক্তকরণ কাজে কোনটি ব্যবহৃত হয়? ন্যানোটেকনোলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিং রোবট ক্রায়োসার্জারি 15 / 25 ১৫. নিউরাল নেট কয়টি স্তরে বিভক্ত? ২ ৩ ৪ ৫ 16 / 25 নিচের সারণিটি দেখ এবং প্রশ্নের উত্তর দাও:১৬. A, B, C এর মান কোনটি? ১, ১, ০ ০, ০, ১ ০, ১, ০ ১, ০, ১ 17 / 25 নিচের সারণিটি দেখ এবং প্রশ্নের উত্তর দাও:১৭. উদ্দীপকে উল্লিখিত চিত্রটি বাস্তবায়নের জন্য গেট হলো-NOR ii. NAND iii. ANDনিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii 18 / 25 ১৮. একটি LAN এর জন্য কয়টি সুইচ প্রয়োজন? ১ ২ ৩ ৪ 19 / 25 ১৯. ক্রায়োসার্জারিতে ক্রায়োজনিক এজেন্ট হিসেবে ব্যবহৃত হয় কোনটি? অক্সিজেন গ্যাস তরল আর্গন নাইট্রোজেন গ্যাস কঠিন কার্বন ডাইঅক্সাইড 20 / 25 ২০. কোনটি ডেটা কমিউনিকেশনের ট্রান্সমিটার? ক্যামেরা সার্ভার কী-বোর্ড মডেম 21 / 25 ২১. কোন সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান নাই? রোমান বাইনারি ডেসিমেল অক্টাল 22 / 25 নিচের চিত্রটি দেখ এবং প্রশ্নের উত্তর দাও:২২. চিত্রে উল্লিখিত মাধ্যম কোনটি? ওয়াই-ফাই ইনফ্রারেড মাইক্রোওয়েব ওয়াই-ম্যাক্স 23 / 25 নিচের চিত্রটি দেখ এবং প্রশ্নের উত্তর দাও:২৩. চিত্রে উল্লিখিত প্রযুক্তিটি ব্যবহার করা হয়-i. টেলিভিশন সম্প্রচারেii. মোবাইল ফোনের যোগাযোগেiii. আবহাওয়ার তথ্য আদান-প্রদানেনিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii 24 / 25 ২৪. একদিকে চলে এবং সকলে গ্রহণ করতে পারে, এই ধরনের মোডকে কী বলে? হাফ ডুপ্লেক্স, মাল্টিকাস্ট ফুল ডুপ্লেক্স, ইউনিকাস্ট সিমপ্লেক্স, ব্রডকাস্ট ফুল ডুপ্লেক্স, ব্রডকাস্ট 25 / 25 ২৫. বাইনারি যোগকে বুলিয়ান যোগের সাথে সমন্বয় করার জন্য কোন গেট ব্যবহার করা হয়? XNOR OR NOR XOR Your score isThe average score is 0% 0% Restart quiz
চট্টগ্রাম বোর্ড-২০২৫
১. ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো-
২. পিকোনেটের সাথে সম্পর্কিত কোনটি?
৩. কোনটি রিলেশনাল অপারেটর?
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:বৃহৎ কর্মসংস্থান সৃষ্টি, কার্যকরী ও সস্তায় শক্তি উৎপাদনসহ পানি ও বায়ু দূষণ কমিয়ে আনার জন্য একটি প্রযুক্তি নিয়ে বিজ্ঞানীরা কাজ করে চলছে। এই প্রযুক্তিটি বর্তমানে খাদ্যদ্রব্য প্যাকেটজাত করতে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।
৪. উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তিটি কী?
৫. প্রযুক্তিটি ব্যবহার করে উৎপাদিত পণ্য হবে-i. মজবুত ii. টেকসই iii. ভারিনিচের কোনটি সঠিক?
৬. ৭ বিটের ASCII কোডের যান্ত্রিক নিয়ন্ত্রণ কোড কয়টি?
৭. ওয়েবসাইট নিয়ে কে চিন্তাভাবনা করেন?
৮. পূর্ণসংখ্যার ফরম্যাট স্পেসিফায়ার কোনটি?
নিচের সিনটেক্সগুলো দেখ এবং প্রশ্নের উত্তর দাও:
int i;
for(i =1; i < 5; i + +);
if (i = = 3);
continue;
printf(“%d”, i);
৯. সিনটেক্সগুলোতে কয়টি ভুল রয়েছে?
১০. প্রোগ্রামটি সি ভাষায় সঠিকভাবে লেখা হলে এর আউটপুট কী হবে?
১১. ICT ক্লাব তাদের নেটওয়ার্ক (LAN) ইন্টারনেটের সাথে যুক্ত করতে চায়। তাদের প্রয়োজন-
i. সুইচ ii. গেটওয়ে iii. রাউটারনিচের কোনটি সঠিক?
১২. কোনটি সার্বজনীন ভাষা?
১৩. সারা বেগম বিবর্তনের রহস্য উন্মোচনে কাজ করেন। তার গবেষণার জন্য বিভিন্ন উপাদান ও কৌশলের সমন্বিত বিষয়গুলো হলো-i. আণবিক জীববিদ্যা ও মেডিসিনii. ডেটাবেস ও প্রোগ্রামিং iii. পদার্থবিদ্যা ও রসায়ননিচের কোনটি সঠিক?
১৪. জীবাণুমুক্তকরণ কাজে কোনটি ব্যবহৃত হয়?
১৫. নিউরাল নেট কয়টি স্তরে বিভক্ত?
নিচের সারণিটি দেখ এবং প্রশ্নের উত্তর দাও:
১৬. A, B, C এর মান কোনটি?
১৭. উদ্দীপকে উল্লিখিত চিত্রটি বাস্তবায়নের জন্য গেট হলো-
১৮. একটি LAN এর জন্য কয়টি সুইচ প্রয়োজন?
১৯. ক্রায়োসার্জারিতে ক্রায়োজনিক এজেন্ট হিসেবে ব্যবহৃত হয় কোনটি?
২০. কোনটি ডেটা কমিউনিকেশনের ট্রান্সমিটার?
২১. কোন সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান নাই?
নিচের চিত্রটি দেখ এবং প্রশ্নের উত্তর দাও:
২২. চিত্রে উল্লিখিত মাধ্যম কোনটি?
২৩. চিত্রে উল্লিখিত প্রযুক্তিটি ব্যবহার করা হয়-i. টেলিভিশন সম্প্রচারেii. মোবাইল ফোনের যোগাযোগেiii. আবহাওয়ার তথ্য আদান-প্রদানেনিচের কোনটি সঠিক?
২৪. একদিকে চলে এবং সকলে গ্রহণ করতে পারে, এই ধরনের মোডকে কী বলে?
২৫. বাইনারি যোগকে বুলিয়ান যোগের সাথে সমন্বয় করার জন্য কোন গেট ব্যবহার করা হয়?
বরিশাল বোর্ড-২০২৫
১. কোন ট্রান্সমিশন পদ্ধতিতে প্রেরকের সাথে প্রাইমারি মেমরির প্রয়োজন?
২. হাফ-ডুপ্লেক্স মোডের উদাহরণ হলো-
৩. থিকনেট ক্যাবল কী নামে পরিচিত?
৪. ১০টি নোড বিশিষ্ট মেশ টপোলজিতে তারের সংখ্যা হবে-
৫. F-এর সরলীকৃত মান কোনটি?
৬. F-এর সরলীকৃত মানকে প্রতিস্থাপন করা যাবে-i. NAND Gate দিয়ে ii. NOR Gate দিয়েiii. AND Gate দিয়েনিচের কোনটি সঠিক?
৭. EBCDICকোড কত বিটের?
৮. সুমেরিয়ান-ব্যবিলিয়ান সংখ্যা পদ্ধতি ছিল-
৯. (BC)16 এর সমকক্ষ মান হবে-
iii. (188)10
১০. নিচের চিত্রটি দ্বারা কোন বর্তনীকে নির্দেশ করে?
১১. Link Tag কোনটি?
১২. ফন্টের স্টাইল পরিবর্তন করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়?
১৩. কোনটির ক্ষেত্রে ডোমেইন নেম ব্যবহার করা হয়?
১৪. নিচের কোনটি সার্চ ইঞ্জিন?
#include<stdio.h>
main ()
in + a, b;
b = 125
a = b%25
print f ("%d", a);
১৫. প্রোগ্রামটির আউটপুট কত?
১৬. উদ্দীপকে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষাটি হচ্ছে-
iii. case sensitive language
১৭. নিচের কোনটি উচ্চতর ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে?
১৮. ফরম্যাট ¯েপসিফায়ার হলো-
১৯. সি ভাষায় সমজাতীয় ডেটা সংরক্ষণের জন্য কোনটি ব্যবহৃত হয়?
২০. নিচের কোন ল্যাংগুয়েজটি কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহার করা হয়?
২১. এক বাইটের অর্ধেককে কী বলা হয়?
২২. উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তিটি হলো-
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :কৃষিখাতে প্রযুক্তির ব্যাপক প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের সারা বছরই মৌসুমি ফল উৎপাদন করা সম্ভব হচ্ছে।
২৩. উক্ত প্রযুক্তির প্রভাবে-i. অর্থনৈতিক উন্নয়ন হবে ii. জীব বৈচিত্র্যের সৃষ্টি হবেiii. দেশীয় প্রজাতি বিলুপ্ত হবেনিচের কোনটি সঠিক?
২৪. কোনটি আউটসোর্সিং এর মার্কেট প্লেস?
২৫. HD মানের ভিডিও কনফারেন্সিং এর জন্য প্রয়োজনীয় ব্যান্ড উইথ হলো-
সিলেট বোর্ড-২০২৫
১.srcঅ্যাট্রিবিউট কোন ট্যাগে ব্যবহৃত হয়?
২. সিম্যুলেশন করার জন্য বিশেষায়িত সফটওয়্যার হলো-
৫. মিনিট এবং ঘণ্টার হিসাব, কোণের পরিমাণ ইত্যাদি কোন সংখ্যা পদ্ধতির উদাহরণ?
৭. সত্যক সারণিটি কোন গেইটকে নির্দেশ করে?
৮. উদ্দীপকে উল্লিখিত সত্যক সারণি থেকে প্রাপ্ত সমীকরণ হলো-
৯. এখানে, P = ?
১০. P = ১ হবে, যখন
১১. নিচের কোনটি ওয়েব ব্রাউজার?
১২. হাইপারলিংক হচ্ছে-i. একাধিক ফাইলের সংযোগ ii. একাধিক ওয়েবপেইজের সংযোগiii. একাধিক ফিল্ডের সংযোগনিচের কোনটি সঠিক?
১৩. টেবিলের সেলগুলোতে অবস্থিত লেখার মধ্যে দূরত্ব নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি?
১৪. < ol type = "A" start = "3" > এর আউটপুট কেমন হবে?
১৫. নিম্ন গতি থেকে উচ্চ গতির সঠিক ক্রম কোনটি?
১৬. উচ্চ স্তরের ভাষায় লেখা কোডকে মেশিন কোডে রূপান্তর করার জন্য প্রয়োজনীয় অনুবাদক প্রোগ্রাম হলো-i. অ্যাসেম্বলার ii. কম্পাইলার iii. ইন্টারপ্রেটারনিচের কোনটি সঠিক?
১৭. ‘সি’ প্রোগ্রামিং ভাষায় ভাগশেষ নির্ণয় করার জন্য অপারেটর হলো-
# include < stdio.h >
main ( )
int i, s = 0;
for (i = 1; i <=6 ; i + +)
s = s + i;
print f ("% d", s);
১৮. প্রোগ্রামটির আউটপুট কত?
১৯. "i" এর মানের কোন কোন পরিবর্তন আউটপুট 10 হবে?
২০. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এ সবচেয়ে সফল ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয় কোনটিকে?
২১. ব্যান্ডউইথ কী?
২২. ক্রায়োসার্জারি চিকিৎসায় নির্দিষ্ট শীতলতায় পৌঁছানোর জন্য ব্যবহৃত গ্যাস হলো-i. তরল নাইট্রোজেন ii. হিলিয়াম iii. আর্গননিচের কোনটি সঠিক?
২৩. সাধারণত পৃথিবীপৃষ্ঠ থেকে কত উচ্চতায় জিওস্টেশনারি স্যাটেলাইটগুলো স্থাপন করা হয়?
২৫. ক্যাবল টিভি নেটওয়ার্কিং এর ক্ষেত্রে ব্যবহৃত হয় কোনটি?
দিনাজপুর বোর্ড-২০২৫ 1 / 25 ১. টেলিকনফারেন্সিং পদ্ধতি কে আবিষ্কার করেন? হার্বাট মার্শাল মরিটারফ রেমন্ড স্যামুয়েল টমলিসন হার্বাট মার্শাল ম্যাকলুহান 2 / 25 ২. HD মানের ভিডিও কনফারেন্সিং এর জন্য প্রয়োজনীয় ব্যান্ড উইথ হলো 1.5 mbps 2 mbps 4 mbps 8 mbps 3 / 25 ৩. ক্রায়োজেনিক এজেন্ট হলো-i. তরল নাইট্রোজেন ii. প্রোপেন iii. অক্সিজেননিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii 4 / 25 ৪. স্যামন মাছের জিন স্থানান্তরের মাধ্যমে কোন মাছের আকৃতি বড় করা সম্ভব হয়েছে? কার্প রুই বোয়াল ইলিশ 5 / 25 নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও।মি. ফরিদ সাহেব একজন কৃষি বিজ্ঞানী। তিনি তার গবেষণায় উন্নত জাতের ধান উদ্ভাবন করেছেন যা প্রাকৃতিক বিপর্যয়ে নষ্ট হয় না।৫. মি. ফরিদ সাহেবের ব্যবহৃত প্রযুক্তিটির নাম কী? বায়োমেট্রিক্স ন্যানোটেকনোলজি বায়োইনফরমেটিক্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং 6 / 25 নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও।মি. ফরিদ সাহেব একজন কৃষি বিজ্ঞানী। তিনি তার গবেষণায় উন্নত জাতের ধান উদ্ভাবন করেছেন যা প্রাকৃতিক বিপর্যয়ে নষ্ট হয় না।৬. উদ্দীপকের আলোকে মি. ফরিদ সাহেবের লক্ষ্য হলো-i. প্রতিকূল পরিবেশে উৎপাদন নিশ্চিত করাii. উৎপাদনের পরিমাণ বাড়ানোiii. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করানিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii 7 / 25 ৭. রেডিও টেলিভিশন এ ব্যবহৃত মোড- ব্রডকাস্ট ইউনিকাস্ট মাল্টিকাস্ট টেলিকাস্ট 8 / 25 নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:MM কলেজের কম্পিউটারগুলো একটি নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়।৮. উদ্দীপকে কোন নেটওয়ার্কের কথা বলা হয়েছে? WPAN WLAN WMAN WWAN 9 / 25 নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:MM কলেজের কম্পিউটারগুলো একটি নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়।৯. উদ্দীপকে কম্পিউটারগুলো সংযুক্ত-i. ওয়াইফাই এর মাধ্যমে ii. ক্লায়েন্ট সার্ভারের মাধ্যমেiii. ক্যাবলের মাধ্যমেনিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii 10 / 25 ১০. থিকনেট ক্যাবল কী নামে পরিচিত? 10 Base-2 10 Base-4 10 Base-5 10 Base-6 11 / 25 ১১. (10101)2 এর সমতূল্য মান-(21)10 ii. (25)8 iii. (15)16নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii 12 / 25 নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:১২. উদ্দীপকে আউটপুট কত? ক খ গ ঘ 13 / 25 নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:১৩. চিত্রে Y এর মান 0 পেতে হলে A ও B এর মান হবে- A = 0, B = 0 A = 1, B = 1 A = 0, B = 1 N. A = 1, B = 0 14 / 25 ১৪. এর সরলীকৃত মান- 0 1 A AB 15 / 25 ১৫. এক বাইটের অর্ধেককে কী বলা হয়? নিবল কম্পিউটার শব্দ ডেসিমাল ক্যারেক্টার 16 / 25 ১৬. টেবিলে সেল তৈরির জন্য কোন ট্যাগ ব্যবহৃত হয়? <td> <tr> <col> 17 / 25 ১৭. HTML এ ইমেজ ফরমেট সাপোর্ট করে-.gif ii. .png iii. .jpgনিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii 18 / 25 ১৮. HTML এর সবচেয়ে ছোট হেডিং কোনটি? h1 h2 h4 h6 19 / 25 নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:# include <stdio.h>main ( )int a, b;b = 125a = b% 25print f (“% d”, a);১৯. প্রোগ্রামটির আউটপুট কত? 0 5 25 50 20 / 25 নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:# include <stdio.h>main ( )int a, b;b = 125a = b% 25print f (“% d”, a);২০. উদ্দীপকে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষাটি হচ্ছে-general purpose languagemid level languageiii. case-sensitive languageনিচের কোনটি সঠিক? i ও ii ii ও iii i ও iii i, ii ও iii 21 / 25 ২১. সি ভাষায় সমজাতীয় ডেটা সংরক্ষণের জন্য কোনটি ব্যবহৃত হয়? ফাংশন পয়েন্টার স্ট্রাকচার অ্যারে 22 / 25 ২২. লাইব্রেরি ফাংশনে getch ( ) এর হেডার ফাইল- graphics-h math-h stdio-h conio-h 23 / 25 ২৩. অ্যাসেম্বলি ভাষার অপারেশন কোডগুলো হলোMUL ii. SUP iii. ADDনিচের কোনটি সঠিক? i ও ii ii ও iii i ও iii i, ii ও iii 24 / 25 ২৪. While লুপের শর্ত কখন পরীক্ষা করা হয়? লুপের শুরুতে লুপের শেষে লুপের মাঝখানে যে কোনো সময় 25 / 25 ২৫. স্ট্যান্ডার্ড প্রোগ্রাম হলো-i. বেসিক ii. ভিজ্যুয়াল বেসিক iii. সিনিচের কোনটি সঠিক i ও ii ii ও iii i ও iii i, ii ও iii Your score isThe average score is 0% 0% Restart quiz
দিনাজপুর বোর্ড-২০২৫
১. টেলিকনফারেন্সিং পদ্ধতি কে আবিষ্কার করেন?
২. HD মানের ভিডিও কনফারেন্সিং এর জন্য প্রয়োজনীয় ব্যান্ড উইথ হলো
৩. ক্রায়োজেনিক এজেন্ট হলো-i. তরল নাইট্রোজেন ii. প্রোপেন iii. অক্সিজেননিচের কোনটি সঠিক?
৪. স্যামন মাছের জিন স্থানান্তরের মাধ্যমে কোন মাছের আকৃতি বড় করা সম্ভব হয়েছে?
৭. রেডিও টেলিভিশন এ ব্যবহৃত মোড-
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:MM কলেজের কম্পিউটারগুলো একটি নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়।
৮. উদ্দীপকে কোন নেটওয়ার্কের কথা বলা হয়েছে?
৯. উদ্দীপকে কম্পিউটারগুলো সংযুক্ত-i. ওয়াইফাই এর মাধ্যমে ii. ক্লায়েন্ট সার্ভারের মাধ্যমেiii. ক্যাবলের মাধ্যমেনিচের কোনটি সঠিক?
১০. থিকনেট ক্যাবল কী নামে পরিচিত?
১১. (10101)2 এর সমতূল্য মান-
১২. উদ্দীপকে আউটপুট কত?
১৩. চিত্রে Y এর মান 0 পেতে হলে A ও B এর মান হবে-
১৪. এর সরলীকৃত মান-
১৫. এক বাইটের অর্ধেককে কী বলা হয়?
১৬. টেবিলে সেল তৈরির জন্য কোন ট্যাগ ব্যবহৃত হয়?
১৭. HTML এ ইমেজ ফরমেট সাপোর্ট করে-
১৮. HTML এর সবচেয়ে ছোট হেডিং কোনটি?
int a, b;
a = b% 25
print f (“% d”, a);
১৯. প্রোগ্রামটির আউটপুট কত?
২০. উদ্দীপকে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষাটি হচ্ছে-
iii. case-sensitive language
২১. সি ভাষায় সমজাতীয় ডেটা সংরক্ষণের জন্য কোনটি ব্যবহৃত হয়?
২২. লাইব্রেরি ফাংশনে getch ( ) এর হেডার ফাইল-
২৩. অ্যাসেম্বলি ভাষার অপারেশন কোডগুলো হলো
২৪. While লুপের শর্ত কখন পরীক্ষা করা হয়?
২৫. স্ট্যান্ডার্ড প্রোগ্রাম হলো-i. বেসিক ii. ভিজ্যুয়াল বেসিক iii. সিনিচের কোনটি সঠিক
ময়মনসিংহ বোর্ড-২০২৫ 1 / 25 ১. কম্পিউটারকে দিয়ে কথা বলানো ও শোনানোর কৌশল কোনটি? মেশিন লার্নিং ইমেজ প্রসেসিং স্পীচ প্রসেসিং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং 2 / 25 ২. জাতীয় পরিচয়পত্র তৈরিতে নিচের কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? কৃত্রিম বুদ্ধিমত্তা বায়োমেট্রিক্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োইনফরমেটিক্স 3 / 25 ৩. কৃষিক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহারেi. জীব বৈচিত্র্যের উদ্ভব হবেii. অর্থনৈতিক উন্নয়ন হবে iii. দেশীয় প্রজাতির বিলুপ্ত হবেনিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii 4 / 25 নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:ডাক্তার আহনাফ একজন যকৃত ক্যান্সারের রোগীকে তরল নাইট্রোজেন ব্যবহার করে চিকিৎসা দেয়ার সিদ্ধান্ত নেন। সফল অপারেশন সম্পন্ন করার লক্ষ্যে তিনি কম্পিউটার নিয়ন্ত্রিত কৃত্রিম পরিবেশের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করেন।৪. উদ্দীপকে উল্লিখিত চিকিৎসা পদ্ধতি কোনটি? ক্রায়োসার্জারি কৃত্রিম বুদ্ধিমত্তা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ভার্চুয়াল রিয়েলিটি 5 / 25 নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:ডাক্তার আহনাফ একজন যকৃত ক্যান্সারের রোগীকে তরল নাইট্রোজেন ব্যবহার করে চিকিৎসা দেয়ার সিদ্ধান্ত নেন। সফল অপারেশন সম্পন্ন করার লক্ষ্যে তিনি কম্পিউটার নিয়ন্ত্রিত কৃত্রিম পরিবেশের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করেন।৫. অভিজ্ঞতা অর্জনে ব্যবহৃত সিস্টেমটি অতিরিক্ত ব্যবহারের ফলে আমরাi. মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলতে পারিii. বাস্তবতা বিবর্জিত হতে পারিiii. স্বাস্থ্যহীনতার সম্মুখীন হতে পারিনিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii 6 / 25 ৬. কোন প্রজন্মের মোবাইল ফোন নেটওয়ার্ক িিিি নামে পরিচিত? ২য় ৩য় ৪র্থ ৫ম 7 / 25 ৭. ইউনিকাস্ট ডেটা ডিস্ট্রিবিউশন মোড কোনটি? রেডিও ট্রান্সমিশন গ্রুপ এসএমএস ভিডিও কনফারেন্স ওয়াকিটকি ট্রান্সমিশন 8 / 25 ৮. একটি চ্যানেলের মধ্য দিয়ে ৫ সেকেন্ডে ৫০,০০০ বিট ডেটা স্থানান্তর হলে এর ব্যান্ডউইডথ কত? 10000 Kbps 10000 Mbps 10000 Bps 10000 Gbps 9 / 25 নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:ICT শিক্ষক ল্যাবের সকল কম্পিউটারকে প্যাঁচানো তার দিয়ে যুক্ত করে একটি নেটওয়ার্ক স্থাপন করেন। পরবর্তীতে তিনি বিশেষভাবে পরিশুদ্ধ কাঁচের তৈরি ক্যাবল ব্যবহারের সিদ্ধান্ত নেন।৯. উদ্দীপকে কোন ধরনের নেটওয়ার্ক স্থাপিত হয়েছে? PAN LAN CAN MAN 10 / 25 নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:ICT শিক্ষক ল্যাবের সকল কম্পিউটারকে প্যাঁচানো তার দিয়ে যুক্ত করে একটি নেটওয়ার্ক স্থাপন করেন। পরবর্তীতে তিনি বিশেষভাবে পরিশুদ্ধ কাঁচের তৈরি ক্যাবল ব্যবহারের সিদ্ধান্ত নেন।১০. শিক্ষকের সিদ্ধান্তের ফলে নেটওয়ার্কে-i. শক্তির অপচয় কম হবেii. ডেটা বিদ্যুৎ চৌম্বক প্রভাবমুক্ত হবেiii. ইনস্টলেশন ব্যয় কম হবেনিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii 11 / 25 ১১. (101101.01)2 এর সমকক্ষ মান কোনটি? (55.2)8 (55.4)8 (2D.1)16 (2D.2)16 12 / 25 ১২. কোনটি ডিভাইস MAC অ্যাড্রেস ব্যবহার করে? মডেম সুইচ NIC হাব 13 / 25 ১৩. কোন সভ্যতায় সংখ্যা পদ্ধতি ষাটভিত্তিক ছিল? সুমেরিয়ান-ব্যবলিয়ান মিশরীয় মায়াল চীন 14 / 25 ১৪. দুই ইনপুটের কোন গেইটে ইনপুট দুটি ভিন্ন হলে আউটপুট 1 হয়? AND NOR XOR XNOR 15 / 25 নিচের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও:১৫. উদ্দীপকে আউটপুট Fএর সরলীকৃত মান হবে- ক খ গ ঘ 16 / 25 নিচের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও:১৬. XOR গেইটের স্থলে কোন গেইট বসালে আউটপুট 1 হবে? AND OR NAND NOR 17 / 25 ১৭. সি প্রোগ্রামিংয়ে একটি স্ট্রিংয়ের দৈর্ঘ্য বের করার জন্য কোন ফাংশনটি ব্যবহার করা হয়? String ( ) Strlen ( ) Strcmp ( ) Charlen ( ) 18 / 25 ১৮. HTML এ কোন এলিমেন্টের মাধ্যমে অন্য এলিমেন্টের অংশ নির্বাচন করা যায়? <div> <span> <font> 19 / 25 ১৯. টেবিলে বর্ডার থেকে ডেটার দূরত্ব নির্ধারণের অ্যাট্রিবিউট হলো- cellspacing rowspan colepan cellpadding 20 / 25 নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:সুভাস HTML কোড দিয়ে HSC.jpg নামের একটি ফাইলযুক্ত করে ওয়েবপেজ তৈরি করে। পরবর্তীতে ওয়েবপেজটি সবাইকে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।২০. উদ্দীপকের ফাইলটির জন্য আবশ্যকীয় অ্যাট্রিবিউট কোনটি? href img src alt 21 / 25 নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:সুভাস HTML কোড দিয়ে HSC.jpg নামের একটি ফাইলযুক্ত করে ওয়েবপেজ তৈরি করে। পরবর্তীতে ওয়েবপেজটি সবাইকে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।২১. সুভাষের গৃহীত পদক্ষেপসমূহ হচ্ছেi. পাবলিক আইপির ব্যবহারii. ওয়েবপেজ হোস্টিং iii. ডোমেইন নেম রেজিস্ট্রেশননিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii 22 / 25 ২২. ওঊঊঊ কর্তৃক কোন প্রোগ্রামিং ভাষা সর্বশ্রেষ্ঠ হিসাবে স্বীকৃতি পেয়েছে? সি পাইথন জাভা ফোরট্রান 23 / 25 উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:main ( ){int x = 100;xf = 20 ;print f ("% d", pow (x, 2)) ;}২৩. উদ্দীপকের কোডের আউটপুট কত হবে? 5 20 25 100 24 / 25 উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:main ( ){int x = 100;xf = 20 ;print f ("% d", pow (x, 2)) ;}২৪. উদ্দীপকের কোডে আবশ্যকীয় হেডার ফাইল হলোÑstdio.h ii. conio.h iii. math.hনিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii 25 / 25 ২৫. "double" ডেটা টাইপ মেমোরিতে কত বাইট মেমোরি দখল করে? ১ ২ ৪ ৮ Your score isThe average score is 0% 0% Restart quiz
ময়মনসিংহ বোর্ড-২০২৫
১. কম্পিউটারকে দিয়ে কথা বলানো ও শোনানোর কৌশল কোনটি?
২. জাতীয় পরিচয়পত্র তৈরিতে নিচের কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?
৩. কৃষিক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহারেi. জীব বৈচিত্র্যের উদ্ভব হবেii. অর্থনৈতিক উন্নয়ন হবে iii. দেশীয় প্রজাতির বিলুপ্ত হবেনিচের কোনটি সঠিক?
৬. কোন প্রজন্মের মোবাইল ফোন নেটওয়ার্ক িিিি নামে পরিচিত?
৭. ইউনিকাস্ট ডেটা ডিস্ট্রিবিউশন মোড কোনটি?
৮. একটি চ্যানেলের মধ্য দিয়ে ৫ সেকেন্ডে ৫০,০০০ বিট ডেটা স্থানান্তর হলে এর ব্যান্ডউইডথ কত?
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:ICT শিক্ষক ল্যাবের সকল কম্পিউটারকে প্যাঁচানো তার দিয়ে যুক্ত করে একটি নেটওয়ার্ক স্থাপন করেন। পরবর্তীতে তিনি বিশেষভাবে পরিশুদ্ধ কাঁচের তৈরি ক্যাবল ব্যবহারের সিদ্ধান্ত নেন।
১০. শিক্ষকের সিদ্ধান্তের ফলে নেটওয়ার্কে-i. শক্তির অপচয় কম হবেii. ডেটা বিদ্যুৎ চৌম্বক প্রভাবমুক্ত হবেiii. ইনস্টলেশন ব্যয় কম হবেনিচের কোনটি সঠিক?
১১. (101101.01)2 এর সমকক্ষ মান কোনটি?
১২. কোনটি ডিভাইস MAC অ্যাড্রেস ব্যবহার করে?
১৩. কোন সভ্যতায় সংখ্যা পদ্ধতি ষাটভিত্তিক ছিল?
১৪. দুই ইনপুটের কোন গেইটে ইনপুট দুটি ভিন্ন হলে আউটপুট 1 হয়?
১৫. উদ্দীপকে আউটপুট Fএর সরলীকৃত মান হবে-
১৬. XOR গেইটের স্থলে কোন গেইট বসালে আউটপুট 1 হবে?
১৭. সি প্রোগ্রামিংয়ে একটি স্ট্রিংয়ের দৈর্ঘ্য বের করার জন্য কোন ফাংশনটি ব্যবহার করা হয়?
১৮. HTML এ কোন এলিমেন্টের মাধ্যমে অন্য এলিমেন্টের অংশ নির্বাচন করা যায়?
১৯. টেবিলে বর্ডার থেকে ডেটার দূরত্ব নির্ধারণের অ্যাট্রিবিউট হলো-
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:সুভাস HTML কোড দিয়ে HSC.jpg নামের একটি ফাইলযুক্ত করে ওয়েবপেজ তৈরি করে। পরবর্তীতে ওয়েবপেজটি সবাইকে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।
২১. সুভাষের গৃহীত পদক্ষেপসমূহ হচ্ছেi. পাবলিক আইপির ব্যবহারii. ওয়েবপেজ হোস্টিং iii. ডোমেইন নেম রেজিস্ট্রেশননিচের কোনটি সঠিক?
২২. ওঊঊঊ কর্তৃক কোন প্রোগ্রামিং ভাষা সর্বশ্রেষ্ঠ হিসাবে স্বীকৃতি পেয়েছে?
উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
int x = 100;
xf = 20 ;
print f ("% d", pow (x, 2)) ;
২৩. উদ্দীপকের কোডের আউটপুট কত হবে?
২৪. উদ্দীপকের কোডে আবশ্যকীয় হেডার ফাইল হলোÑ
২৫. "double" ডেটা টাইপ মেমোরিতে কত বাইট মেমোরি দখল করে?
মাদ্রাসা বোর্ড-২০২৫ 1 / 25 ১. কোন ধরনের নেটওয়ার্কে বেজ স্টেশনের কভারেজ এরিয়া ৫০ থেকে ৮০ কি.মি.? ওয়াইফাই স্যাটেলাইট থ্রি-জি ওয়াইম্যাক্স 2 / 25 ২. “একাধিক ফ্লো একসংগে এসে যুক্ত হয়।” বোঝাতে কোন প্রতিক ব্যবহার করা হয়? ক খ গ ঘ 3 / 25 উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও। ৩. উদ্দীপকের লজিক সার্কিটের আউটপুট মান কোনটি? ক খ গ ঘ 4 / 25 ৪. চিত্রে Yএর মান 1 পেতে হলে A ও B এর মান হবে- A = 0, B = 0 A = 1, B = 0 A = 0, B = 1 A = 1, B = 1 5 / 25 ৫. (FIFA)16 = (?)10 170772 64250 44975 61946 6 / 25 ৬. ক্লাউড ক¤িপউটিং পদ্ধতি প্রধানত কত প্রকার? ২ ৩ ৫ ৬ 7 / 25 ৭. টেলিমেডিসিন সেবার জন্য আবশ্যক-i. বিশেষজ্ঞ চিকিৎসক ii. ইলেকট্রনিক হেলথ রেকর্ডiii. ইন্টারনেট সেবানিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii 8 / 25 উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও।দেশের দক্ষিণাঞ্চলে নারিকেলের একটি জাতের সন্ধান পাওয়া গেল। এটি উচ্চ ফলনশীল ও অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা স¤পন্ন। তবে নারিকেলের সাইজ কিছুটা ছোট। ইঅজও গবেষক দল বিষয়টি নিয়ে কাজ করছেন। উক্ত গবেষণাগারের যন্ত্রপাতিগুলো বিশালাকার হওয়াতে একজায়গায় বসে কাজ করা কঠিন ছিল। বর্তমান সরকারের বিশেষ উদ্যোগে আকারে ছোট, নতুন ও অত্যাধুনিক যন্ত্রপাতি ক্রয় করা হয়। এখন গবেষকগণ স্বল্প জায়গায় দ্রুততার সাথে কাজ করতে পারছেন।৮. গবেষণাগারের যন্ত্রপাতি কোন প্রযুক্তির কল্যাণে এখন সহজে ব্যবহার করা যাচ্ছে? ভার্চুয়াল রিয়েলিটি বায়োমেট্রিক ন্যানোটেকনোলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিং 9 / 25 উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও।দেশের দক্ষিণাঞ্চলে নারিকেলের একটি জাতের সন্ধান পাওয়া গেল। এটি উচ্চ ফলনশীল ও অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা স¤পন্ন। তবে নারিকেলের সাইজ কিছুটা ছোট। ইঅজও গবেষক দল বিষয়টি নিয়ে কাজ করছেন। উক্ত গবেষণাগারের যন্ত্রপাতিগুলো বিশালাকার হওয়াতে একজায়গায় বসে কাজ করা কঠিন ছিল। বর্তমান সরকারের বিশেষ উদ্যোগে আকারে ছোট, নতুন ও অত্যাধুনিক যন্ত্রপাতি ক্রয় করা হয়। এখন গবেষকগণ স্বল্প জায়গায় দ্রুততার সাথে কাজ করতে পারছেন।৯. BARI গবেষক দল নারিকেল সংক্রান্ত কাজটি এগিয়ে নিতে পারেন যে প্রযুক্তির সহায়তায়-i. বায়ো-ইনফরমেটিক্স ii. জেনেটিক ইঞ্জিনিয়ারিংiii. ন্যানোটেকনোলজিনিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii 10 / 25 ১০. কোন গেট নির্দেশ করে? XOR NOR NAND XNOR 11 / 25 ১১. নিচের কোনটি ক্রায়োজনিক এজেন্ট হিসেবে ব্যবহার হয় না? অক্সিজেন আর্গন হাইড্রোজেন নাইট্রোজেন 12 / 25 ১২. কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়া করণে ব্যবহৃত ডিভাইস কোনটি? র্যাম মাইক্রোপ্রসেসর হার্ডডিস্ক ইউএসবি ড্রাইভ 13 / 25 ১৩. (1011)2 + (1101)2 = (?)8 11000 24 30 13 14 / 25 উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও।<html><head>< title > Book List </title></head><body><ul><li> Bangla </li><li> English </li></li>Arabic </li></ul> <br>"الله اكبر"</body></html>১৪. 7, 8 I 9 লাইনের ব্রাউজার আউটপুটকে কী বলে? এইচটিএমএল টেক্সট ফরমেটিং আন-অর্ডারড লিস্ট অ্যাংকর ট্যাগ 15 / 25 ১৫. 11নং লাইনটি সঠিকভাবে প্রদর্শনের ট্যাগ কোনটি? </"utf-8"> 16 / 25 ১৬. গোল কালো ফোঁটা চিহ্ন ব্যবহার হয় কোন ক্ষেত্রে? Emphasize Insert image Unordered list Order list 17 / 25 ১৭. CH লেখাটির HTML কোড নিচের কোনটি? <p>CH <sub> 4 </p> <p>CH<sup>4 </p> <p> C <sub> H </sub>4 </p> <p>C <sup>H </sup> </p> 18 / 25 উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও।রূপালি ব্যাংকের অভ্যন্তরীণ গ্রাহক সেবা ক¤িপউটারাইজড হয়েছে ফলে ব্যাংকের যে কোনো কর্মকর্তা তার ক¤িপউটার থেকেই নিজস্ব ব্রাহ্মের গ্রাহকদের নিমিষেই সেবা দিতে পারেন। বিষয়টি কিছুটা ভোগান্তি কমালেও গ্রাহকদের আরো উন্নত সেবার অংশ হিসেবে সারাদেশের যে কোনো ব্রাঞ্চের গ্রাহককে সেবা দিতে পরিকল্পনা করছে।১৮. রূপালি ব্যাংকের সেবাটিকে বলা যায়- সফটওয়্যার রিসোর্স শেয়ার পাবলিক ক্লাউড ইন্টারনেট সার্ভিস ক্লাউড ক¤িপউটিং 19 / 25 উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও।রূপালি ব্যাংকের অভ্যন্তরীণ গ্রাহক সেবা ক¤িপউটারাইজড হয়েছে ফলে ব্যাংকের যে কোনো কর্মকর্তা তার ক¤িপউটার থেকেই নিজস্ব ব্রাহ্মের গ্রাহকদের নিমিষেই সেবা দিতে পারেন। বিষয়টি কিছুটা ভোগান্তি কমালেও গ্রাহকদের আরো উন্নত সেবার অংশ হিসেবে সারাদেশের যে কোনো ব্রাঞ্চের গ্রাহককে সেবা দিতে পরিকল্পনা করছে।১৯. উদ্দীপকের আলোকে উন্নত সেবার পরিকল্পনা বাস্তবায়নে কোন ধরনের নেটওয়ার্ক যুক্ত হতে হবে? PAN WAN CAN LAN 20 / 25 ২০. ভ্যারিয়েবলের মান ইনপুটের জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয়? @ & % # 21 / 25 ২১. ক খ গ ঘ 22 / 25 ২২. নেটওয়ার্ক তৈরির জটিলতা বিবেচনা করে কোনটির ব্যবহার কম? স্টার বাস রিং মেশ 23 / 25 উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও।# include <stdio.h>main ( ){int a;printf ("Enter Decimal Number:");scanf ("%d", & a) :printf("\n Octal Number: x",a):return 0;}২৩. আউটপুট পেতে প্রোগ্রামটিতে নিচের কোন লাইনটি সঠিকভাবে লিখতে হবে? printf("n Octal Number: %0" a); #include printf("n Octal Number: " %d",&a); scanf ("Enter Decimal Number:"); 24 / 25 ২৪. IP Address ব্যবহার করে ওয়েবসাইট ব্রাউজ করা গেলেও বাস্তবে লোকেরা বিকল্প কী ব্যবহার করে? ডোমেইন নেইম ওয়েব ডিজাইন ওয়ারফ্রেম অ্যাডোবি ইলাস্ট্রেটর 25 / 25 ২৫. নন-পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ-X ii. F iii. Iনিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii Your score isThe average score is 0% 0% Restart quiz
মাদ্রাসা বোর্ড-২০২৫
১. কোন ধরনের নেটওয়ার্কে বেজ স্টেশনের কভারেজ এরিয়া ৫০ থেকে ৮০ কি.মি.?
২. “একাধিক ফ্লো একসংগে এসে যুক্ত হয়।” বোঝাতে কোন প্রতিক ব্যবহার করা হয়?
উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও।
৩. উদ্দীপকের লজিক সার্কিটের আউটপুট মান কোনটি?
৪. চিত্রে Yএর মান 1 পেতে হলে A ও B এর মান হবে-
৫. (FIFA)16 = (?)10
৬. ক্লাউড ক¤িপউটিং পদ্ধতি প্রধানত কত প্রকার?
৭. টেলিমেডিসিন সেবার জন্য আবশ্যক-i. বিশেষজ্ঞ চিকিৎসক ii. ইলেকট্রনিক হেলথ রেকর্ডiii. ইন্টারনেট সেবানিচের কোনটি সঠিক?
উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও।দেশের দক্ষিণাঞ্চলে নারিকেলের একটি জাতের সন্ধান পাওয়া গেল। এটি উচ্চ ফলনশীল ও অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা স¤পন্ন। তবে নারিকেলের সাইজ কিছুটা ছোট। ইঅজও গবেষক দল বিষয়টি নিয়ে কাজ করছেন। উক্ত গবেষণাগারের যন্ত্রপাতিগুলো বিশালাকার হওয়াতে একজায়গায় বসে কাজ করা কঠিন ছিল। বর্তমান সরকারের বিশেষ উদ্যোগে আকারে ছোট, নতুন ও অত্যাধুনিক যন্ত্রপাতি ক্রয় করা হয়। এখন গবেষকগণ স্বল্প জায়গায় দ্রুততার সাথে কাজ করতে পারছেন।
৮. গবেষণাগারের যন্ত্রপাতি কোন প্রযুক্তির কল্যাণে এখন সহজে ব্যবহার করা যাচ্ছে?
৯. BARI গবেষক দল নারিকেল সংক্রান্ত কাজটি এগিয়ে নিতে পারেন যে প্রযুক্তির সহায়তায়-i. বায়ো-ইনফরমেটিক্স ii. জেনেটিক ইঞ্জিনিয়ারিংiii. ন্যানোটেকনোলজিনিচের কোনটি সঠিক?
১০. কোন গেট নির্দেশ করে?
১১. নিচের কোনটি ক্রায়োজনিক এজেন্ট হিসেবে ব্যবহার হয় না?
১২. কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়া করণে ব্যবহৃত ডিভাইস কোনটি?
১৩. (1011)2 + (1101)2 = (?)8
১৪. 7, 8 I 9 লাইনের ব্রাউজার আউটপুটকে কী বলে?
১৫. 11নং লাইনটি সঠিকভাবে প্রদর্শনের ট্যাগ কোনটি?
১৬. গোল কালো ফোঁটা চিহ্ন ব্যবহার হয় কোন ক্ষেত্রে?
১৭. CH লেখাটির HTML কোড নিচের কোনটি?
উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও।রূপালি ব্যাংকের অভ্যন্তরীণ গ্রাহক সেবা ক¤িপউটারাইজড হয়েছে ফলে ব্যাংকের যে কোনো কর্মকর্তা তার ক¤িপউটার থেকেই নিজস্ব ব্রাহ্মের গ্রাহকদের নিমিষেই সেবা দিতে পারেন। বিষয়টি কিছুটা ভোগান্তি কমালেও গ্রাহকদের আরো উন্নত সেবার অংশ হিসেবে সারাদেশের যে কোনো ব্রাঞ্চের গ্রাহককে সেবা দিতে পরিকল্পনা করছে।
১৮. রূপালি ব্যাংকের সেবাটিকে বলা যায়-
১৯. উদ্দীপকের আলোকে উন্নত সেবার পরিকল্পনা বাস্তবায়নে কোন ধরনের নেটওয়ার্ক যুক্ত হতে হবে?
২০. ভ্যারিয়েবলের মান ইনপুটের জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয়?
২১.
২২. নেটওয়ার্ক তৈরির জটিলতা বিবেচনা করে কোনটির ব্যবহার কম?
int a;
printf ("Enter Decimal Number:");
scanf ("%d", & a) :
printf("\n Octal Number: x",a):
return 0;
২৩. আউটপুট পেতে প্রোগ্রামটিতে নিচের কোন লাইনটি সঠিকভাবে লিখতে হবে?
২৪. IP Address ব্যবহার করে ওয়েবসাইট ব্রাউজ করা গেলেও বাস্তবে লোকেরা বিকল্প কী ব্যবহার করে?
২৫. নন-পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ-