Course Content
প্রথম অধ্যায়ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
0/11
তৃতীয় অধ্যায়ঃ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস
0/21
একাদশ-দ্বাদশ
About Lesson

ঢাকা বোর্ড-২০২৪

1 / 25

১.নিচের কোনটি টেক্সট এডিটর?

2 / 25

নিচের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও।

3 / 25


4 / 25

৪. সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি?

5 / 25

৫. তালিকা তৈরির জন্য ব্যবহৃত আবশ্যক ট্যাগ হচ্ছে?

  1. < 01 > ii.   < ul >           iii. < li >

নিচের কোনটি সঠিক?

6 / 25

৬. (FF)১৬ এর পূর্বের সংখ্যা কোনটি?

7 / 25

৭. HTML কোড
<p> a<sup> ২ </sup> b <sub> ২ < /sub > </p> এর ফলাফল কোনটি?

8 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং  প্রশ্নের উত্তর দাও:

# include < stdio.h>

main ( ) {

int i;

for (i = 1; i < = 6; i = i + 1)

{

if(i = = 4)

Continue;

print f ("HTML");

}

}

৮. উদ্দীপকের প্রোগ্রামটিতে "HTML" কতবার প্রদর্শিত হবে?

9 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং  প্রশ্নের উত্তর দাও:

# include < stdio.h>

main ( ) {

int i;

for (i = 1; i < = 6; i = i + 1)

{

if(i = = 4)

Continue;

print f ("HTML");

}

}

৯. প্রোগ্রামটিতে ব্যবহৃত অপারেটগুলো হচ্ছে?

  1. Artithmetic ii.         Logical             iii. Relational

10 / 25

১০. স্থায়ী মেমোরি হচ্ছে?

  1. RAM ii.     Hard disks                    iii. DVD

11 / 25

১১. ডেটা টাইপ double এর ফরম্যাট স্পেসিফায়ার কোনটি?

12 / 25

১২. প্রোগ্রাম ফ্লোচার্টে প্রক্রিয়াকরণে কোন প্রতীকটি ব্যবহৃত হয়?

13 / 25

১৩. <a > ট্যাগের সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউট/

  1. href ii.     target    iii. blank

নিচের কোনটি সঠিক?

14 / 25

১৪. কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় কোন প্রোগ্রামিং ভাষা?

15 / 25

১৫. কোনটি মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি?

16 / 25

১৬. কোন প্রজন্মের মোবাইলে সর্বপ্রথম ভিডিও কল চালু হয়?

17 / 25

১৭. ক্রায়োজনিক এজেন্ট হচ্ছে-

i তরল নাইট্রোজেন ii. তরল হাইড্রোজেন
iii. অক্সিজেন
নিচের কোনটি সঠিক?

18 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
ড. রাশেদ দীর্ঘদিন গবেষণা করে এমন একটি যন্ত্র নির্মাণ করলেন যেটি ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা যায়। ড. রাশেদ গবেষণাগারে প্রবেশের জন্য একটি বিশেষ ডিভাইসের দিকে তাকানোর পর দরজা খুলে যায়।
১৮. গবেষণায় ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে?

19 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
ড. রাশেদ দীর্ঘদিন গবেষণা করে এমন একটি যন্ত্র নির্মাণ করলেন যেটি ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা যায়। ড. রাশেদ গবেষণাগারে প্রবেশের জন্য একটি বিশেষ ডিভাইসের দিকে তাকানোর পর দরজা খুলে যায়।

১৯. গবেষণাগারে প্রবেশের প্রযুক্তিটি ব্যবহার হয়ে থাকে-
i. পাসপোর্টে ii জন্ম নিবন্ধনে
iii. ভোটার নিবন্ধনে
নিচের কোনটি সঠিক?

20 / 25

২০. মাল্টিকাস্ট মোড হতে পারে-

  1. Simplex ii. Half-duplex      iii. Full-duplex

নিচের কোনটি সঠিক?

21 / 25

২১. নিচের কোনটি নন মেটালিক ক্যাবল?

22 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং  প্রশ্নের উত্তর দাও:
‘ক’ কলেজের কম্পিউটার ল্যাবে নেটওয়ার্কভুক্ত ৮টি কম্পিউটার আছে এবং প্রতিটি কম্পিউটার একটি ডিভাইসের অধীনে যুক্ত আছে।
২২. উদ্দীপকের নেটওয়ার্ক টপোলজি হচ্ছে?

23 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং  প্রশ্নের উত্তর দাও:
‘ক’ কলেজের কম্পিউটার ল্যাবে নেটওয়ার্কভুক্ত ৮টি কম্পিউটার আছে এবং প্রতিটি কম্পিউটার একটি ডিভাইসের অধীনে যুক্ত আছে।
২৩. উদ্দীপকে ব্যবহৃত ডিভাইস
i. ডেটা সংঘর্ষের সম্ভাবনা কমায়
ii. ডেটা ফিল্টারিং করতে পারে
iii. একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করতে পারে
নিচের কোনটি সঠিক?

24 / 25

২৪. বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত?

25 / 25

২৫. (11001.0100)2 এর সমতুল্য অক্টাল সংখ্যা কত?

Your score is

The average score is 56%

0%

রাজশাহী বোর্ড-২০২৪

1 / 25

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :
একটি কলেজের আইসিটি শিক্ষক ল্যাবের সকল কম্পিউটারকে নেটওয়ার্কের আওতাভুক্ত করলেন। নেটওয়ার্ক স্থাপনে তিনি এক ধরনের প্যাঁচানো তার ব্যবহার করেছেন।

২৫. নেটওয়ার্ক স্থাপনে ব্যবহৃত ক্যাবলটির বৈশিষ্ট্য হলো
i. এতে তারের সংখ্যা মোট তিন (৩) জোড়া
ii. ১০০ মিটারের বেশি দূরত্বে ডেটা প্রেরণ করা যায় না
iii. ব্যান্ডউইথ ১০ গনঢ়ং থেকে ১এনঢ়ং
নিচের কোনটি সঠিক?

2 / 25

১. নিচের কোনটি ওয়্যারলেস ম্যান এর উদাহরণ?

3 / 25

২. কোন প্রজন্মের মোবাইল ফোনের সাহায্যে ৪শ টিভি উপভোগ করা যায়?

4 / 25

৩. মেশ টপোলজিতে n সংখ্যক নোডের জন্য মোট তারের সংখ্যা হবে-

5 / 25

৪. ১০ ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলো-

i. ভারতীয় সংখ্যা পদ্ধতি ii. মায়ান সংখ্যা পদ্ধতি
iii. চীন সংখ্যা পদ্ধতি
নিচের কোনটি সঠিক?

6 / 25

৫. (1101.10010)2 - (111.11011)2 = ?

7 / 25

৬. 4 বিটবিশিষ্ট কোড কোনটি?

8 / 25

৭. সার্বজনীন গেইট হলো-

  1. NAND ii.   XOR     iii.    NOR

নিচের কোনটি সঠিক?

9 / 25

নিচের উদ্দীপকটি দেখ এবং প্রশ্নের উত্তর দাও:

৮. উদ্দীপকের ঋ থেকে প্রাপ্ত লজিক গেইট ব্যবহৃত হতে পারে-
র. কাউন্টার তৈরির ক্ষেত্রে
রর. দুটি বিটের অবস্থা তুলনা করার জন্য
ররর. হাফ অ্যাডার তৈরির ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?

10 / 25

৯. একটি ওয়েবসাইটের কয়টি অংশ থাকে?

11 / 25

১০. html এর ওয়েবপেইজ তৈরির জন্য ফাইলের এক্সটেনশন হলো-

  1. .html ii. .txt          iii. .htm

নিচের কোনটি সঠিক?

12 / 25

১১. টেবিলের বডিতে সারি তৈরি করতে ব্যবহার করা হয়-

13 / 25

১২. HTML ফাইল এডিট করার জন্য ব্যবহৃত টেক্সট এডিটর হলো-
i. নোডপ্যাড ii. নোডপ্যাড++ iii. সাবলাইম টেক্সট
নিচের কোনটি সঠিক?

14 / 25

১৩. প্রসেসরের সবচেয়ে কাছে থাকে কোনটি?

15 / 25

১৪. প্রোগ্রাম ডিভাইস মডেলে ২০%৪০% সময় ব্যয় করা হয় কোনটিতে?

16 / 25

১৫. নট (!) অপারেটরের ক্ষেত্রে হতে পারে-
i. অপারেটরের পরে কেবল একটি শর্ত থাকবে
ii. শর্তটি মিথ্যা হলে পুরো শর্তটি সত্য হবে
iii. শর্তটি সত্য হলে পুরো শর্তটি মিথ্যা হবে
নিচের কোনটি সঠিক?

17 / 25

১৬.for(i=1; i<=6; i++)

{

if(i = = 4)

continue

printf("HSC Exam"):

}

উদ্দীপকের প্রোগ্রামটিতে "HSC Exam" কতবার প্রদর্শিত হবে-

18 / 25

নিচের

#include <stdio.h>

main ()

{

int a, b:

b = 10;

a = b%5%;

print ("%d",a);

}

১৭. প্রোগ্রামটির আউটপুট কত?

উদ্দীপকটি দেখ এবং  প্রশ্নের উত্তর দাও:

19 / 25

১৮. ‘সি’ প্রোগ্রামিং ভাষা হলো
i. ‘সি’ একটি কেস সেনসিটিভ ভাষা
ii. ‘সি’ একটি মধ্যম স্তরের ভাষা
iii. ‘সি’ একটি উচ্চ স্তরের ভাষা
নিচের কোনটি সঠিক?

20 / 25

১৯. বৈদ্যুতিক শক্তির ব্যাপক ব্যবহার ছিল কোন শিল্প বিপ্লবে?

21 / 25

২০. বায়োইনফরমেটিক্সের গবেষণার ক্ষেত্রগুলো হলো
i. জিনোম সিকোয়েন্স ii. ডিএনএ বিশ্লেষণ
iii. রোবট নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?

22 / 25

২১. পণ্যের ডিজাইন তৈরিতে কোনটি প্রয়োজন?

23 / 25

২২. চিকিৎসা ক্ষেত্রে ন্যানোটেকনোলজির ব্যবহার হতে পারে
i. এন্ডোসকপি ii. এক্স-রে iii. কলোনোস্কোপি
নিচের কোনটি সঠিক?

24 / 25

২৩. রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে কোন ডেটা ট্রান্সমিশন পদ্ধতির প্রচলন বেশি?

25 / 25

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :
একটি কলেজের আইসিটি শিক্ষক ল্যাবের সকল কম্পিউটারকে নেটওয়ার্কের আওতাভুক্ত করলেন। নেটওয়ার্ক স্থাপনে তিনি এক ধরনের প্যাঁচানো তার ব্যবহার করেছেন।
২৪. উদ্দীপকে উল্লিখিত নেটওয়ার্কটি কোন ধরনের?

Your score is

The average score is 36%

0%

কুমিল্লা বোর্ড-২০২৪

1 / 25

১. একটি ডিকোডারের আউটপুট ৬৪ পেতে হলে ইনপুট কত দিতে হবে?

2 / 25

২. Y = ABC + C + BC-এর সরলীকৃত মান কত?

3 / 25

৩. স্ট্যাটিক ওয়েব পেজ তৈরিতে প্রয়োজনÑ

  1. HTML ii.   PHP     iii. CSS

নিচের কোনটি সঠিক?

4 / 25

৪. এক লাইন নিচে নামানোর জন্য ব্যবহৃত ট্যাগ কোনটি?

5 / 25

৫. দুইটি HTML ডকুমেন্টের সংযোগকে কী বলে?

6 / 25

৬. HTML এর সম্পূর্ণ কনটেন্ট কোন ট্যাগে থাকে?

7 / 25

৭. ওয়েব সাইটকে নির্দিষ্ট কোনো সার্ভারে স্থাপন করাকে কী বলে?

8 / 25

৮. for (i = 1; i < = 9; i + = 2) print f (“% d,”, i); কোনটি উপরের স্টেটমেন্টের ফলাফল?

9 / 25

৯. প্রোগ্রামের ভুলত্রুটি খুঁজে বের করে, তা সংশোধনের পদ্ধতিকে কী বলে?

10 / 25

১০. সি ভাষায় সমজাতীয় ডেটা সংরক্ষণ করে কোনটি?

11 / 25

১১. সি প্রোগ্রামে ডেটা আউটপুট এর জন্য ব্যবহৃত ফাংশন কোনটি?

12 / 25

১২. ক্রায়োসার্জারিতে কোন গ্যাস ব্যবহৃত হয়?

13 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
বর্তমান সময়ে পণ্যের গুণগত মান বৃদ্ধি, রক্ষা ও সংরক্ষণের জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান প্যাকেটজাত পণ্যে বিশেষ ধরনের মোড়ক ব্যবহার করে।

১৩. উদ্দীপকের মোড়ক তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি-

14 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
বর্তমান সময়ে পণ্যের গুণগত মান বৃদ্ধি, রক্ষা ও সংরক্ষণের জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান প্যাকেটজাত পণ্যে বিশেষ ধরনের মোড়ক ব্যবহার করে।

১৪. পণ্যগুলোর জনপ্রিয়তা বৃদ্ধির কারণ-
i. স্বাস্থ্যসম্মত ii. নির্দিষ্ট সময় পর্যন্ত স্থান অটুট থাকে
iii. আর্দ্রতা প্রতিরোধী
নিচের কোনটি সঠিক?

15 / 25

১৫. জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত হয়-
i. উঘঅ-এর সজ্জা পরিবর্তনে ii. বংগতির ধারা অনুসন্ধানে
iii. স্বাক্ষর শনাক্তকরণে
নিচের কোনটি সঠিক?

16 / 25

১৬. বায়োমেট্রিক্স ব্যবহৃত হয়-

17 / 25

১৭. রেডিও ও টেলিভিশন সম্প্রচার কোন ধরনের কমিউনিকেশন মোড?

18 / 25

উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:
‘ঢ’ কলেজের আই.সি.টি শিক্ষক শুধু তার দিয়ে দশটি কম্পিউটার নিয়ে তার ল্যাবে একটি নেটওয়ার্ক তৈরি করলেন। কিছুদিন পর একটি কম্পিউটার নষ্ট হওয়ায় সম্পূর্ণ নেটওয়ার্ক নষ্ট হয়ে গেল।
১৮. উদ্দীপকে কোন ধরনের টপোলজির কথা বলা হয়েছে?

19 / 25

‘ঢ’ কলেজের আই.সি.টি শিক্ষক শুধু তার দিয়ে দশটি কম্পিউটার নিয়ে তার ল্যাবে একটি নেটওয়ার্ক তৈরি করলেন। কিছুদিন পর একটি কম্পিউটার নষ্ট হওয়ায় সম্পূর্ণ নেটওয়ার্ক নষ্ট হয়ে গেল।

১৯. দূরত্বের বিবেচনায় উদ্দীপকের নেটওয়ার্কটি কোন ধরনের?

20 / 25

২০. ব্লটুথ নেটওয়ার্কের অপর নাম কী?

21 / 25

২১. কোন নেটওয়ার্ক টপোলজিতে সবচেয়ে বেশি ক্যাবল ব্যবহৃত হয়?

22 / 25

২২. বুলিয়ান যোগের কাজ সম্পাদনের জন্য ব্যবহৃত গেট কোনটি?

23 / 25

২৩. ASCII-8 কোডের মাধ্যমে সর্বোচ্চ কতটি অক্ষর বা চিহ্নকে কোডভুক্ত করা যায়?

24 / 25

২৪. (E)16 + (11)2 + (7)8 এর মান হতে পারে-

  1. (18)16 ii.   (11001)2        iii.  (30)8

নিচের কোনটি সঠিক?

25 / 25

২৫. NAND গেটের আউটপুটকে NOTগেটের মধ্যে দিয়ে প্রবেশ করালে কোন গেট পাওয়া যায়?

Your score is

The average score is 40%

0%

যশোর বোর্ড-২০২৪

1 / 25

১. 5, D, 15 ............. ধারাটির পরবর্তী সংখ্যা কোনটি?

2 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:

২. উদ্দীপকে ঋ এর সরলীকৃত মান হচ্ছে-

3 / 25

৩. উদ্দীপকে “F” এর মান ‘O’ পেতে হলে ‘P’ এর স্থলে কোন গেইট হবে?

4 / 25

৪. নিচের কোনটি Empty Tag?

5 / 25

৫. নতুন ট্যাবে ওয়েবপেইজ খুলতে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি?

6 / 25

৬. টেবিল Cell এর বর্ডার থেকে টেবিলের ডেটা 50Px দূরত্বে রাখার জন্য নিচের সঠিক html কোড কোনটি?

7 / 25

৭. স্মার্ট ওষুধ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি?

8 / 25

৮. নিম্নের  কোনটি বায়োইনফরমেটিক্স এর ব্যবহার ক্ষেত্র?

9 / 25

৯. ইউনিক আইডেন্টিটি তৈরিতে ফিংগার প্রিন্ট মেশিনে আঙ্গুলের ছাপ তৈরি হয়Ñ
i. আঙ্গুলের রেখার বিন্যাসের উপর ভিত্তি করে
ii. ত্বকের টিস্যুর উপর ভিত্তি করে
iii. ত্বকের নিচের রক্ত সঞ্চালনের শিরার উপর ভিত্তি করে
নিচের কোনটি সঠিক?

10 / 25

১০. ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নিরাপদে যে কাজটি করা সম্ভব
i. মহাশূন্য অভিযান ii. সেনাবাহিনীতে যুদ্ধ প্রশিক্ষণ
iii. পরিবেশ সুরক্ষা
নিচের কোনটি সঠিক?

11 / 25

১১. কোন চ্যানেলের ভেতর দিয়ে ৪ সেকেন্ডে ৩২শন ডেটা স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত?

12 / 25

১২. কোন প্রজন্মের মোবাইল ফোনে প্রি-পেইড প্রথা চালু হয়েছে?

13 / 25

১৩. HDভিডিও কনফারেন্সিং সার্ভিসের প্রয়োজনীয় ব্যান্ডউইথ কোনটি?

14 / 25

১৪. কিবোর্ড ও কম্পিউটারের মধ্যে ডেটা সঞ্চালনের মোড কোনটি?

15 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং  প্রশ্নের উত্তর দাও:

<P> <U><del> HSC Exam </del></U></P>

১৫. উদ্দীপকের আউটপুট কোনটি?

16 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং  প্রশ্নের উত্তর দাও:

<P> <U><del> HSC Exam </del></U></P>

১৬. কোডটিতে HSC Exam এর স্থলে Pen.jpg ছবিকে Link Text  আকারে উপস্থাপন করতে নিচের কোন কোডটি ব্যবহৃত হবে?

17 / 25

১৭. নিচের কোনটি অস্থায়ী মেমোরি?

18 / 25

১৮. নিচের কোনটি সঠিক চলক?

19 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:

int i;

for (i – 3; i<=20; i = i + 3)

printf ("ICT");

১৯. প্রোগ্রামটি রান করলে ICT লেখাটি বতবার প্রদর্শিত হবে?

20 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:

int i;

for (i – 3; i<=20; i = i + 3)

printf ("ICT");

২০. উদ্দীপকে Printf ("ICT")  স্ট্যাটম্যান্ট এর পূর্বে if(i = = 12 || i = = 18) continue: ব্যবহার করা হলে ICT লেখাটি কতবার প্রদর্শিত হবে?

21 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং  প্রশ্নের উত্তর দাও:
একটি কক্ষে ১০টি কম্পিউটার চক্রাকারে পরস্পরের সাথে এমনভাবে যুক্ত আছে যাতে একটি কম্পিউটার নষ্ট হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ে।
২১. কক্ষের নেটওয়ার্কে কোন টপোলজি ব্যবহৃত হয়েছে?

22 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং  প্রশ্নের উত্তর দাও:
একটি কক্ষে ১০টি কম্পিউটার চক্রাকারে পরস্পরের সাথে এমনভাবে যুক্ত আছে যাতে একটি কম্পিউটার নষ্ট হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ে।
২২. আরো কম্পিউটার সংযুক্ত ও পূর্বের ত্রুটি মুক্ত করতে ব্যবহার টপোলজি হতে পারে-
i. মেশ ii. স্টার iii. ট্রি
নিচের কোনটি সঠিক?

23 / 25

২৩. UTF-8 নিম্নের কোন কোড?

24 / 25

২৪. কোন বর্তনী বাইনারি সংখ্যা যোগ করতে পারে?

25 / 25

২৫. 321 সংখ্যাাটি হতে পারে-
i. অক্টাল ii. ডেসিমাল iii. হেক্সাডেসিমাল
নিচের কোনটি সঠিক?

Your score is

The average score is 32%

0%

বরিশাল বোর্ড-২০২৪

1 / 25

১. ব্যান্ডউইথ নির্ভর করে কোনটির উপর?

2 / 25

২. বুলিয়ান সহায়ক উপপাদ্য

  1. x + xy = x ii. x (x + y) = x            iii. x + x = xi ও ii

নিচের কোনটি সঠিক?

3 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং  প্রশ্নের উত্তর দাও:

M = 5% 3;

while (M < 5) {

print ("ICT");

M = M + 1;

}

৩. ICT লেখাটি কতবার প্রিন্ট হবে?

4 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং  প্রশ্নের উত্তর দাও:

M = 5% 3;

while (M < 5) {

print ("ICT");

M = M + 1;

}

৪. উদ্দীপকে M = M + 1  এর পরিবর্তে M = M + 2; স্টেটমেন্টটি ব্যবহার করলে "ICT" লেখাটি কতবার দেখাবে?

5 / 25

৫. কৃত্রিম বুদ্ধিমত্তার প্রোগ্রামিং ভাষা কোনটি?

6 / 25

৬. ইমোজি কোন কোডভুক্ত?

7 / 25

৭. সি ভাষায় "%" কোন ধরনের অপারেটর?

8 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং  প্রশ্নের উত্তর দাও:
রাসেল যঃসষ ব্যবহারিক ক্লাসে লিখল <p> <img src = "Picture. jpg" width = "300" height = "200"> </p> কিন্তু আউটপুটে তার ফলাফল আসেনি।
৮. উদ্দীপক Attribute কোনটি?

9 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং  প্রশ্নের উত্তর দাও:
রাসেল যঃসষ ব্যবহারিক ক্লাসে লিখল <p> <img src = "Picture. jpg" width = "300" height = "200"> </p> কিন্তু আউটপুটে তার ফলাফল আসেনি।
৯. রাসেল সঠিক ফলাফল না পাওয়ার কারণ
i. ফাইলের নাম লিখতে ভুল
ii. ব্রাউজারে সাপোর্ট না করা
iii. সঠিক লোকেশন ব্যবহার না করা
নিচের কোনটি সঠিক?

10 / 25

নিচের চিত্র হতে প্রশ্নের উত্তর দাও :

১০. P এর সরলীকৃত মানের সমতুল্য গেইট কোনটি?

11 / 25

১১. টেলিপ্রেজেন্স এর ব্যবহার হয় কোনটিতে?

12 / 25

১২..  scanf ( ); এর জন্য কোন হেডার ফাইল সংযুক্ত করতে হয়?

13 / 25

১৩. DNA-এর নতুন বিন্যাস তৈরিতে কোনটি ব্যবহার করা হয়?

14 / 25

১৪. কোনটি টেক্সট ফরমেটিং এলিমেন্ট?

15 / 25

১৫. সিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা কোনটি?

16 / 25

¡ নিচের উদ্দীপক হতে  প্রশ্নের উত্তর দাও:
রাজিবের একাদশ শ্রেণির রোল (77)8|
১৬. উদ্দীপকের রোলের সমতুল্য মান-
  1. (63)10 ii.   (111111)2     iii. (3F)16

নিচের কোনটি সঠিক?

17 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
আরিয়া 10-9 স্কেলে পণ্য উৎপাদন নিয়ে গবেষণা করে। তাদের উৎপাদিত পণ্য সূক্ষ্ম, ছোট হলেও মজবুত ও টেকসই হয়। হাজিরার জন্য অফিসে তাকে একটি ডিভাইসে হাতের আঙ্গুলের ছাপ দিতে হয়।
১৭. উদ্দীপকে ডিভাইসটি নিচের কোন প্রযুক্তির সাথে সম্পর্কিত?

18 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
আরিয়া 10-9 স্কেলে পণ্য উৎপাদন নিয়ে গবেষণা করে। তাদের উৎপাদিত পণ্য সূক্ষ্ম, ছোট হলেও মজবুত ও টেকসই হয়। হাজিরার জন্য অফিসে তাকে একটি ডিভাইসে হাতের আঙ্গুলের ছাপ দিতে হয়।
১৮. আরিয়ার গবেষণার প্রয়োগক্ষেত্রগুলো-
i. চিকিৎসা ii. খাদ্য শিল্পে iii. জ্বালানি ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?

19 / 25

১৯. নিচের কোনটি ডেটা টাইপ?

20 / 25

২০. <0l type = "a" start = '4'> এর আউটপুট কেমন হবে?

21 / 25

২১.  (x)5 হলে x = 14 এর পরবর্তী মান কোনটি?

22 / 25

২২. আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণে কাজ করে কোনটি?

23 / 25

২৩. কোনটিতে  Decoder ব্যবহার করা হয়?

24 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং  প্রশ্নের উত্তর দাও:
২৪. উদ্দীপকে ট্রান্সমিশন মোড কোনটি?

25 / 25

২৫. উদ্দীপকটি টপোলজি হিসেবে কাজ করবে যখন-
i. অ কে হাব বিবেচনা করা হয়
ii. নোডগুলো আন্তসংযোগ করলে
iii. ঈ বিচ্ছিন্ন হলে
নিচের কোনটি সঠিক?

Your score is

The average score is 36%

0%

চট্টগ্রাম বোর্ড-২০২৪

1 / 25

১. double   ডেটা টাইপের ফরমেট স্পেসিফায়ার কোনটি?

2 / 25

২. প্রোগ্রামের লুপে র এর মান ১ বৃদ্ধি করতে ব্যবহৃত হয়-

  1. i ++ ii.   i  = i + 1      iii. i + = 1

নিচের কোনটি সঠিক?

3 / 25

৩. প্রসেসরের সবচেয়ে কাছে থাকে কোন মেমরি?

4 / 25

নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও:

for ( i = 10; i < = 15; 1+ =2)

{

if (i > 12)

print f (Ò%dÓ, i + 1);

else

print f (Ò%dÓ, i - 1);

}

৪. উদ্দীপকের প্রোগ্রামটির আউটপুট কোনটি?

5 / 25

নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও:

for ( i = 10; i < = 15; 1+ =2)

{

if (i > 12)

print f (Ò%dÓ, i + 1);

else

print f (Ò%dÓ, i - 1);

}

৫. উদ্দীপকে i < 12  এর পরিবর্তে i < 12 হলে আউটপুট হবেÑ

6 / 25

৬. ০ থেকে ৩১ গণনা করার জন্য রিপল কাউন্টারে কয়টি ফ্লিপফ্লপ ব্যবহার করতে হবে?

7 / 25

৭. ওয়েব ক্লায়েন্ট ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নিয়ে ওয়েব সার্ভারে পাঠানোকে বলে

8 / 25

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
রফিক ICT ল্যাব ক্লাসে একটি টেবিল তৈরির ঐঞগখ কোড লিখে ওয়েবসাইট তৈরি করে। ব্রাউজারে প্রদর্শন করে দেখলো টেবিলের লাইন দেখাচ্ছে না। রফিক তার ওয়েবপেইজটিকে পাবলিশ করার চিন্তা করলো।

৮. উদ্দীপকে লাইন প্রদর্শন না করার কারণ কী?

9 / 25

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
রফিক ICT ল্যাব ক্লাসে একটি টেবিল তৈরির ঐঞগখ কোড লিখে ওয়েবসাইট তৈরি করে। ব্রাউজারে প্রদর্শন করে দেখলো টেবিলের লাইন দেখাচ্ছে না। রফিক তার ওয়েবপেইজটিকে পাবলিশ করার চিন্তা করলো।

৯. উদ্দীপকের ওয়েবসাইটটি পাবলিশ করার জন্য কী করতে হবে?
i. ওয়েব হোস্টিং ii. ডোমেইন রেজিস্ট্রেশন iii. হাইপারলিংক
নিচের কোনটি সঠিক?

10 / 25

১০. ওয়েবপেইজের এক পেইজ থেকে অন্য পেইজে যাওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়?

11 / 25

১১. চ্যাটিং ও গ্রুপ SMS এ ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড হলো-

12 / 25

১২. ইন্টারনেট প্রটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহার শুরু হয় কোন প্রজন্ম থেকে?

13 / 25

নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও:

১৪. উদ্দীপকে Y এর মান কত?

14 / 25

নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও:

১৫. উদ্দীপকের ইনপুট 0 এর পরিবর্তে B হলে বর্তনীয় আউটপুট কত হবে?

15 / 25

১৩. ডিজিটাল ইলেকট্রনিক্সের যে কোনো সার্কিট বাস্তবায়ন করা যায় কোন গেইট দিয়ে?

16 / 25

১৬. (31)10 সংখ্যাটির 2's complement কত?

17 / 25

১৭. (01011111)2 এর সমকক্ষ মান-

  1. (5F)16 ii.   (137)8   iii.    (95)10

নিচের কোনটি সঠিক?

18 / 25

১৮. AB + BC-পরিপূরক কোনটি?

19 / 25

১৯. মানুষের মস্তিষ্কের মতো কাজ করার পদ্ধতিকে কী বলে?

20 / 25

২০. বিজ্ঞানী মাকসুদুল আলম কোন বিষয়ে গবেষণা করে বিশ্ব দরবারে খ্যাতি অর্জন করেন?

21 / 25

২১. কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বার বার ভুল সিদ্ধান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা তৈরি হয় কীসের সাহায্যে?

22 / 25

২২. জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ, সংরক্ষণ, সঠিকভাবে প্রক্রিয়াকরণ ও ব্যাখ্যার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি?

23 / 25

২৩. কোন টপোলজিতে প্রতিটি কম্পিউটারের সাথে সরাসরি অন্য প্রতিটি কম্পিউটার যুক্ত থাকে?

24 / 25

নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও:

২৪. উপরের উদ্দীপকে কোরকে ঘিরে থাকা বাইরের স্তরটি হচ্ছে-

25 / 25

২৫. উদ্দীপকের চিত্রের ক্ষেত্রে প্রযোজ্য-
i. বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরশ্মি পাঠানো যায়
ii. স্বল্প দূরত্বে হাই স্পিডের ট্রান্সমিশন হয়
iii. এতে ব্যবহৃত প্রযুক্তিটি সহজ-সুলভ হয়ে থাকে
নিচের কোনটি সঠিক?

Your score is

The average score is 18%

0%

সিলেট বোর্ড-২০২৪

1 / 25

১. মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক কী?

2 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :
দৃশ্যকল্প-১: রুমি কলেজে ভর্তির আবেদনের জন্য একটি সাইবার ক্যাফেতে গিয়ে একটি ইলেকট্রনিক ফরম পূরণ করে। সেখানে বসেই সে তার মোবাইলে পূরণকৃত ফরমের আলোকে নির্দেশনামূলক একটি মেসেজ পায়।
দৃশ্যকল্প-২:

<html>

<body>

cricket board

</body>

</html>

২. দৃশ্যকল্প-১ এ তথ্য প্রযুক্তির কোন সেবাটি গ্রহণ করা হয়েছে?

3 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :
দৃশ্যকল্প-১: রুমি কলেজে ভর্তির আবেদনের জন্য একটি সাইবার ক্যাফেতে গিয়ে একটি ইলেকট্রনিক ফরম পূরণ করে। সেখানে বসেই সে তার মোবাইলে পূরণকৃত ফরমের আলোকে নির্দেশনামূলক একটি মেসেজ পায়।
দৃশ্যকল্প-২:

<html>

<body>

cricket board

</body>

</html>

৩. দৃশ্যকল্প-২ এর জন্য ব্যবহৃত হতে পারে-
i. HTML সিনটেক্স ii. টেক্সট এডিটর
iii. ব্রাউজার সফটওয়্যার
নিচের কোনটি সঠিক?

4 / 25

৪. সফটওয়্যার তৈরির জন্য কী প্রয়োজন?

5 / 25

৫. CSS এর পূর্ণরূপ কী?

6 / 25

#include <stdio.h>

main ( )

{

int a = 3, b;

b = 2 * a;

print f ("%d",b);

}

৬. উদ্দীপকের প্রোগ্রামটি রান করলে ন মান কত হবে?

7 / 25

৭. কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য নিচের কোনটি প্রয়োজন?

8 / 25

৮. ন্যানো প্রযুক্তির মাধ্যমে সম্ভব হচ্ছে-
i. বৃহৎ স্কেলে পণ্যোৎপাদন ii. সূক্ষ্ম ও ছোট পণ্যোৎপাদন
iii. বর্জ্য পরিষ্কারকরণ
নিচের কোনটি সঠিক?

9 / 25

৯. অনলাইনে পারস্পরিক মিথষ্ক্রিয়ায় শিক্ষা কার্যক্রম পরিচালনাকে কী বলে?

10 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর:
ডা. ফারহান শহরে অবস্থান করেও প্রত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তিনি তার বন্ধুর আঁচিলের অপারেশনে নি¤œতাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করেন।

১০. প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা দেওয়ার প্রক্রিয়াটি হচ্ছে
i. ভিডিও কনফারেন্স ii. টেলিমেডিসিন iii. ই-মেইল
নিচের কোনটি সঠিক?

11 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর:
ডা. ফারহান শহরে অবস্থান করেও প্রত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তিনি তার বন্ধুর আঁচিলের অপারেশনে নি¤œতাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করেন।

১১. বন্ধুর চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতির প্রভাবে
i. পার্শ্ব প্রতিক্রিয়া কম হবে ii. রুগীর ব্যথা কম হবে
iii. সুস্থ হতে সময় অধিক লাগবে
নিচের কোনটি সঠিক?

12 / 25

১২. কোন নেটওয়ার্ক টপোলজিতে সবচেয়ে বেশি ক্যাবল দরকার হয়?

13 / 25

১৩. মডেমের কাজ হলো-
i. ডেটা পাঠানো ii. ডেটা সংরক্ষণ iii. ডেটা গ্রহণ
নিচের কোনটি সঠিক?

14 / 25

১৪. HTML ট্যাগের চি‎হ্ন কোনটি?

15 / 25

উদ্দীপকটি পড় এবং  প্রশ্নের উত্তর দাও :

<ul type = "circle">

<li>ict</li>

</ul>

১৫. উদ্দীপকটির আউটপুট হবে=

16 / 25

১৬.

(?) চি‎িহ্নত স্থানে কী হবে?

17 / 25

১৭. রেজিস্টার ব্যবহার করা হয়-
i. 0 ও 1 স্টোর করতে ii. 0 ও 1 যোগ করতে
iii. Data shift করতে
নিচের কোনটি সঠিক?

18 / 25

১৮.(10111)2 এর সমতুল্য দশমিক মান কত?

19 / 25

১৯. ফ্লোটিং ডেটার ফরমেট স্পেসিফায়ার কোনটি?

20 / 25

২০. ডেটা কমিউনিকেশনের প্রধান মাধ্যম কয়টি?

21 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :
মাহি তার ডিজিটাল ডিভাইসে নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না। বর্তমানে এক নতুন সার্ভিস গ্রহণ করতে অটো আপডেট, উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সুবিধা পায়।

২১. উদ্দীপকের সার্ভিসটির নাম কী?

22 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :
মাহি তার ডিজিটাল ডিভাইসে নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না। বর্তমানে এক নতুন সার্ভিস গ্রহণ করতে অটো আপডেট, উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সুবিধা পায়।

২২. সার্ভিসটির ক্ষেত্রে প্রযোজ্য?
i. ব্যবহারে অতিরিক্ত মূল্য দিতে হয়
ii. কেন্দ্রীয় রিমোট সার্ভারের মাধ্যমে ডেটা নিয়ন্ত্রণ
iii. রক্ষণাবেক্ষণের খরচ নেই
নিচের কোনটি সঠিক?

23 / 25

২৩. ক্লাসে ICT শিক্ষক (1011.11)2 ও (1101.10)2 এর যোগফল নির্ণয় করতে বললেন। আরিফ (11011.11)2 লিখল। সে কত বেশি লিখল?

24 / 25

২৪. বাইনারি সংখ্যা 1111010 এবং 1010111 এর যোগফল কত?

25 / 25

২৫. Google.com কী?

Your score is

The average score is 24%

0%

দিনাজপুর বোর্ড-২০২৪

1 / 25

১. ট্যানারি শিল্পের বর্জ্যকে দূষণমুক্ত করতে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?

2 / 25

২. নিচের কোন গ্যাসটি ক্রায়োজনিক এজেন্ট নয়?

3 / 25

৩. কৃত্রিম বুদ্ধিমত্তার আওতাধীন ক্ষেত্র কোনটি?
i. মেশিন লার্নিং ii. কম্পিউটার ভিশন
iii. ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং
নিচের কোনটি সঠিক?

4 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
ডা. নিহান মাছ-মাংসের উৎপাদন বৃদ্ধির জন্য প্রাণীর জিন পরিবর্তন নিয়ে গবেষণা করেন। তিনি এক প্রাণীর জিন অন্য প্রাণীর দেহে প্রতিস্থাপন করে সফলতা অর্জন করেন।
৪. উদ্দীপকে ডা. নিহান কোন প্রযুক্তি ব্যবহার করেন?

5 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
ডা. নিহান মাছ-মাংসের উৎপাদন বৃদ্ধির জন্য প্রাণীর জিন পরিবর্তন নিয়ে গবেষণা করেন। তিনি এক প্রাণীর জিন অন্য প্রাণীর দেহে প্রতিস্থাপন করে সফলতা অর্জন করেন।
৫. উদ্দীপকের কর্মকা-ের ফলে-
i. জীববৈচিত্র্যের সৃষ্টি হবে ii. অর্থনৈতিক উন্নয়ন ঘটবে
iii. চিকিৎসা ক্ষেত্রে নেতিবাচক ভূমিকা রাখবে
নিচের কোনটি সঠিক?

6 / 25

৬. নিচের কোনটি Simplex মোড এর উদাহরণ?

7 / 25

৭. ক্লাউড কম্পিউটিং কোন ধরনের সুবিধা প্রদান করে?

  1. lanS ii.   KaaS    iii. PaaS

নিচের কোনটি সঠিক?

8 / 25

৮. মেশ টপোলজিতে ১২টি নোডের জন্য মোট তারের সংখ্যা হবে-

9 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং  প্রশ্নের উত্তর দাও:
জনাব রাজিন একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরি করেন। তার অফিসে ১৫ এমবিপিএস ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ ব্যবহার করা হয়।
৯. উদ্দীপক অনুসারে জনাব রাজিন কোন সার্ভিসটি ব্যবহার করতে পারবেন?

10 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং  প্রশ্নের উত্তর দাও:
জনাব রাজিন একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরি করেন। তার অফিসে ১৫ এমবিপিএস ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ ব্যবহার করা হয়।
১০. উদ্দীপক অনুসারে ইন্টারনেট সংযোগের জন্য যে মাধ্যমটি ব্যবহৃত হতে পারে-
i. কো-এক্সিয়াল ক্যাবল ii. টুইস্টেড পেয়ার ক্যাবল
iii. ফাইবার অপটিক্যাল ক্যাবল
নিচের কোনটি সঠিক?

11 / 25

১১. পৃথিবীর সকল ভাষাকে কোন কোডভুক্ত করা সম্ভব হয়েছে?

12 / 25

১২. তথ্য ও উপাত্ত সংরক্ষণের সাথে জড়িতÑ
i. অ্যাডার ii. ফ্লিপফ্লপ iii. রেজিস্টার
নিচের কোনটি সঠিক?

13 / 25

১৩. সঠিক HTML Syntax কোনটি?

14 / 25

১৪. (1A.48)16 এর সমতুল্য বাইনারি মান-

15 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:

১৫. S-এর আউটপুট কত হবে?

16 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:

১৬. উদ্দীপকের ব্লকচিত্রের সার্কিট বাস্তবায়নে যে গেইটের প্রয়োজন-

  1. AND ii.   X-OR   iii. OR

নিচের কোনটি সঠিক?

17 / 25

১৭. একটি ওয়েবসাইটের অংশ হলো-

i. সার্ভার ii. ক্লায়েন্ট iii. ডকুমেন্ট
নিচের কোনটি সঠিক?

18 / 25

১৮. একটি ওয়েবসাইটকে পাবলিশ করার জন্য ওয়েব সার্ভারে ওয়েবসাইটটি আপলোড করার পদ্ধতিকে কী বলা হয়?

19 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং  প্রশ্নের উত্তর দাও:

<ul type = "circle">

<li> ict </li>

</ul>

১৯. উদ্দীপকটির আউটপুট হবে-

20 / 25

২০. HTMLএ একাধিক রোকে মার্জ করতে কোন এট্রিবিউট ব্যবহৃত হয়?

21 / 25

২১. নিচের কোনটি রিলেশন অপারেটর?

22 / 25

২২. প্রোগ্রামের ভুলত্রুটি সংশোধনের পদ্ধতিকে বলা হয়-

23 / 25

২৩. দুটি স্ট্রিং এর মাঝে তুলনা করার জন্য ঈ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোন লাইব্রেরি ফাংশন ব্যবহৃত হয়?

24 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং  প্রশ্নের উত্তর দাও:

# include < stdio.h >

main ( )

{ float A = 21.5;

float B = 9.7;

float sum = A + B;

print f ("summation %.2f", sum) ;

২৪. প্রোগ্রামটির আউটপুট কত হবে?

25 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং  প্রশ্নের উত্তর দাও:

# include < stdio.h >

main ( )

{ float A = 21.5;

float B = 9.7;

float sum = A + B;

print f ("summation %.2f", sum) ;

২৫. প্রোগ্রামটির ভ্যারিয়েবলগুলো মেমোরিতে মোট কত বাইট জায়গা দখল করবে?

Your score is

The average score is 30%

0%

ময়মনসিংহ বোর্ড-২০২৪

1 / 25

১. কোন শাসকেরা শূন্যকে শয়তানের রূপ বিবেচনা করতো?

2 / 25

২. GMO এর পূর্ণরূপ কী?

3 / 25

৩. কোনটি এম্পটি ট্যাগ?

4 / 25

৪. C++ ভাষাটি উদ্ভাবন করেন কে?

5 / 25

৫. ডাটা টাইপ ডাবল এর ফরম্যাট স্পেসিফায়ার কোনটি?

6 / 25

৬. কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রগুলো হলো-
i. ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রসেসিং
ii. স্প্রেডশিট প্রসেসিং
iii. স্পিচ প্রসেসিং
নিচের কোনটি সঠিক?

7 / 25

নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :
খুশির নতুন মোবাইলটি দ্রুতগতিতে ডেটা ট্রান্সফার করতে পারে। সে এর মাধ্যমে 4k সমর্থিত টিভি প্রোগ্রাম উপভোগ করে।
৭. খুশি যে প্রজন্মের মোবাইল ফোন ব্যবহার করে-

8 / 25

নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :
খুশির নতুন মোবাইলটি দ্রুতগতিতে ডেটা ট্রান্সফার করতে পারে। সে এর মাধ্যমে 4k সমর্থিত টিভি প্রোগ্রাম উপভোগ করে।

৮. উক্ত প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্য হচ্ছে-

  1. world wide wireless web
  2. radio access technology

iii.    Multiple input and multiple output

নিচের কোনটি সঠিক?

9 / 25

৯. নিচের কোনটি সঠিক চলক?

10 / 25

১০. বুলিয়ান এলজেবরা সরলীকরণ করার সময় প্রথমে কোনটি করতে হয়?

11 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :
হাসি ঐঞগখ ভাষা শিখেছে। বর্তমানে সে ওয়েব পেজে ছবি যুক্ত করা শিখছে।

১১. হাসি এখন ওয়েব পেইজে কোন ট্যাগের ব্যবহার শিখছে?

12 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :
হাসি ঐঞগখ ভাষা শিখেছে। বর্তমানে সে ওয়েব পেজে ছবি যুক্ত করা শিখছে।

১২. হাসি ওয়েবপেজে ছবি যুক্ত করলে-
i. টেক্সট এর পরিমাণ কমিয়ে আনা যাবে
ii. ব্যবহারকারীর নিকট পেজটি দৃষ্টিনন্দন হবে
iii. ছবি দ্রুত ডাউনলোড হবে
নিচের কোনটি সঠিক?

13 / 25

১৩. 10 BASE-5 নিচের কোনটি?

14 / 25

১৪. Single SMS এর মোড কোনটি?

15 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :
মি. মাসুদ একজন চিকিৎসক। তাঁর স্পর্শ ছাড়া তাঁর মোবাইল ফোনটি চালু হয় না। তিনি রোগীদের চিকিৎসার ক্ষেত্রে অতি ক্ষুদ্র যন্ত্র ব্যবহার করেন।

১৫. মি. মাসুদের মোবাইলে ব্যবহৃত প্রযুক্তিটি হলো-

16 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :
মি. মাসুদ একজন চিকিৎসক। তাঁর স্পর্শ ছাড়া তাঁর মোবাইল ফোনটি চালু হয় না। তিনি রোগীদের চিকিৎসার ক্ষেত্রে অতি ক্ষুদ্র যন্ত্র ব্যবহার করেন।

১৬. মি. মাসুদ কর্তৃক রোগীদের চিকিৎসায় ব্যবহৃত প্রযুক্তির কুফল হলো-
i. স্মার্ট ড্রাগ তৈরি করা হয়
ii. প্রাণঘাতী অস্ত্র তৈরি করা হয়
iii. ধনী ও গরিবের মধ্যে পার্থক্য চরমমাত্রায় বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?

17 / 25

১৭. যেকোনো জটিল ইলেকট্রনিক্স সার্কিট তৈরি করা যায়
i. মৌলিক গেইট দিয়ে ii. বিশেষ গেইট দিয়ে
iii. সার্বজনীন গেইট দিয়ে
নিচের কোনটি সঠিক?

18 / 25

১৮. (101110)2 এর সমকক্ষ মান-

  1. (56)8 ii.   (46)10      iii.    (2F)16

নিচের কোনটি সঠিক?

19 / 25

১৯. কোনটি ক্রায়োজনিক এজেন্ট নয়?

20 / 25

২০. কোনটি প্রটোকল কনভার্টার

21 / 25

নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও :

২১. উদ্দীপকের ৩নং লাইনের লেখাটির জন্য সিনট্যাক্স কোনটি?

22 / 25

২২. ওয়েবসাইটকে দৃষ্টিনন্দন করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়?

23 / 25

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :

{

S = 2

for(i = 1; i £10; i = i + 1)

s = s + i;

printf(%d",s);

}

২৩. সি ভাষায় লেখা উদ্দীপকটির আউটপুট কত হবে?

24 / 25

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :

{

S = 2

for(i = 1; i £10; i = i + 1)

s = s + i;

printf(%d",s);

}

২৪. 'i' এর কোন মানের পরিবর্তনের জন্য আউটপুট 32 হবে?

25 / 25

২৫. কোনটি লজিক্যাল অপারেটর?

Your score is

The average score is 28%

0%

WhatsApp icon