Course Content
প্রথম অধ্যায়ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
0/11
তৃতীয় অধ্যায়ঃ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস
0/21
একাদশ-দ্বাদশ
About Lesson

<!– wp:shortcode –>

অ্যাডার – Adder | হাফ অ্যাডার – Half Adder | ফুল অ্যাডার – Full Adder – বাস্তবায়ন | এনকোডোর – Encoder | ডিকোডার – Decoder

1 / 48

অ্যাডার কত প্রকার?

2 / 48

ডিকোডার তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?

3 / 48

হাফ অ্যাডারের ক্ষেত্রে থাকে -
i. ২টি আউটপুট ii. ২টি ইনপুট
iii. ৩টি ইনপুট
নিচের কোনটি সঠিক?

4 / 48

হাফ অ্যাডারে যোগফল S এর মান 1 হবে-
i. A = 0, B = 1 ii. A = 1, B = 1
iii. A = 1, B = 0
নিচের কোনটি সঠিক?

5 / 48

যে বর্তনী ASCII সংখ্যাকে B বর্ণতে রূপান্তর করে?
i. অ্যাডার ii. এনকোডার
iii. ডিকোডার
নিচের কোনটি সঠিক?

6 / 48

এনকোডারের ইনপুট হচ্ছে- [চ. বো. ২০১৭]
i. অক্টাল সংখ্যা ii. দশমিক সংখ্যা
iii. হেক্সাডেসিমেল সংখ্যা
নিচের কোনটি সঠিক?

7 / 48

কোন সার্কিটের সাহায্যে কম্পিউটারের বোধগম্য ভাষা হতে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করা যায়?

8 / 48

ডিকোডারের ইনপুট সংখ্যা 4 হলে আউটপুট হবে [কু. বো. ২০১৭]

9 / 48

একটি ডিকোডারের আউটপুট ৩২ পেতে চাইলে, ইনপুট কত দিতে হবে?

10 / 48

১৬ ইনপুট বিশিষ্ট এনকোডারের আউটপুট সংখ্যা কতটি হবে?[সি. বো. ২০১৭]

11 / 48

ডিকোডারে nটি ইনপুট থেকে আউটপুট পাওয়া যায়?

12 / 48

6 লাইন Decoder-এর ক্ষেত্রে Output লাইন কয়টি হবে?[য. বো. ২০১৬]

13 / 48

ডিকোডারের চারটি ইনপুট-এর সাহায্যে কতগুলো আউটপুট পাওয়া যায়?

14 / 48

কোন সার্কিটের সাহায্যে ডেটাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করা যায়? [দি. বো. ২০১৬]

15 / 48

যে লজিক বর্তনী আলফানিউমেরিক ক্যারেক্টরকে বাইনারি কোডে পরিণত করে তাকে কী বলে? [রা. বো. ২০১৭]

16 / 48

এনকোডারে 2n টি ইনপুট থেকে আউটপুট পাওয়া যায়?

17 / 48

16 লাইন Encoder-এর ক্ষেত্রে Output লাইন কয়টি হবে?[য. বো. ২০১৬]

18 / 48

কোন সার্কিটের সর্বোচ্চ ষোলটি ইনপুট থেকে চারটি আউটপুট পাওয়া যায়? [ব-১৬]

19 / 48

কোন বর্তনীতে n সংখ্যক ইনপুট এবং 2n সংখ্যক আউটপুট থাকে? [য. বো. ২০১৯]

20 / 48

কোন ডিজিটাল বর্তনী n সংখ্যক ইনপুটের জন্য 2n সংখ্যক আউটপুট প্রদান করে? [কু. বো. ২০১৯]

21 / 48

পাঁচটি ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট লাইন কতটি? [ঢা. বো. ২০১৯]

22 / 48

হাফ অ্যাডারের জন্য একটি সঠিক লজিক গেট জোড়া কী?

23 / 48

একটি এনকোডারে কয়টি ইনপুট সক্রিয় থাকতে পারে?

24 / 48

ডিকোডার কী ধরনের সার্কিট?

25 / 48

ফুল অ্যাডারে ক্যারি আউট নির্ণয়ের জন্য ব্যবহৃত লজিক গেট কী?

26 / 48

XOR গেট সাধারণত কোন ডিভাইসে ব্যবহৃত হয়?

27 / 48

ডিকোডারের ইনপুট সংখ্যা বৃদ্ধি পেলে আউটপুট সংখ্যা কী হয়?

28 / 48

ডিকোডার সাধারণত কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?

29 / 48

ডিকোডারের জন্য ট্রুথ টেবিলে A1=1, হলে কোন আউটপুট সক্রিয় হবে?

30 / 48

ডিকোডারের কোন গেট প্রয়োজন হয়?

31 / 48

ডিকোডার কী করে?

32 / 48

কোনটি এনকোডারের একটি প্রয়োগ?

33 / 48

কোন লজিক গেট সাধারণত এনকোডারে ব্যবহৃত হয়?

34 / 48

4-to-2 এনকোডারে D3=1 হলে আউটপুট কী হবে?

35 / 48

একটি এনকোডারের ইনপুট সক্রিয় হলে আউটপুট কী হয়?

36 / 48

একটি এনকোডারের ইনপুট সক্রিয় হলে আউটপুট কী হয়?

37 / 48

4-to-2 এনকোডারের আউটপুট সংখ্যা কত?

38 / 48

এনকোডার কী করে?

39 / 48

XOR গেট কী কাজ করে?

40 / 48

কোন গেটটি হাফ অ্যাডারের Carry নির্ণয় করতে ব্যবহৃত হয়?

41 / 48

ফুল অ্যাডারে , , হলে Sum এর মান কত?

42 / 48

একটি ফুল অ্যাডার তৈরি করতে কতগুলো হাফ অ্যাডার প্রয়োজন?

43 / 48

হাফ অ্যাডার কিসের জন্য ব্যবহৃত হয়?

44 / 48

ফুল অ্যাডারের জন্য সঠিক লজিক এক্সপ্রেশন কী?

45 / 48

হাফ অ্যাডারের ট্রুথ টেবিল অনুযায়ী A=1A = 1, B=1B = 1 হলে Carry এর মান কত?

46 / 48

একটি ফুল অ্যাডার (Full Adder)-এ কয়টি ইনপুট এবং আউটপুট থাকে?

47 / 48

হাফ অ্যাডারে কতটি ইনপুট এবং আউটপুট থাকে?

48 / 48

হাফ অ্যাডার (Half Adder) কী কাজ করে?

Your score is

The average score is 90%

0%

loader-image

হাফ অ্যাডারের আউটপুট হলো Sum এবং Carry।

ফুল অ্যাডারের তিনটি ইনপুট থাকে—A, B এবং Carry-in (Cin)।

XOR গেটের আউটপুট A⊕BA \oplus BA⊕B, অর্থাৎ, ইনপুট দুটি ভিন্ন হলে আউটপুট 1 হয়।

এনকোডার অনেক ইনপুট থেকে একটি সংকুচিত কোড আউটপুট প্রদানের জন্য ব্যবহৃত হয়।

এতে 4টি ইনপুট এবং 2টি আউটপুট থাকে।

ডিকোডার একটি ডিজিটাল সার্কিট যা একটি কোডেড ইনপুট থেকে একাধিক আউটপুট তৈরি করে।

এতে 2টি ইনপুট এবং 4টি আউটপুট থাকে।

হাফ অ্যাডার কেবল দুটি ইনপুটের যোগফল নির্ণয় করে এবং পূর্ববর্তী ক্যারি যোগ করতে পারে না, কিন্তু ফুল অ্যাডার তিনটি ইনপুট নিয়ে কাজ করতে পারে (A, B, এবং Cin)।

ফুল অ্যাডার পূর্ববর্তী ক্যারি ইনপুট ব্যবহার করে চেইন আকারে একাধিক বিট যোগফল নির্ণয় করতে পারে।

XOR গেট ইনপুটের মধ্যে ভিন্নতার ভিত্তিতে যোগফল (Sum) নির্ণয় করতে পারে, যা হাফ অ্যাডারের একটি প্রাথমিক কাজ।

ডিকোডার ইনপুট কোডকে প্রসারিত করে বিভিন্ন আউটপুট লাইন সক্রিয় করতে পারে, যা মেমোরি অ্যাড্রেসিং এবং ডিসপ্লে সিস্টেমের জন্য গুরুত্বপূর্ণ।

হ্যাঁ, দুটি হাফ অ্যাডার এবং একটি OR গেট ব্যবহার করে একটি ফুল অ্যাডার তৈরি করা যায়।

এনকোডার অনেক ইনপুটকে সংকুচিত করে কম আউটপুট দেয়, আর ডিকোডার ইনপুট কোড প্রসারিত করে অনেক আউটপুট তৈরি করে।

ইনপুট ভুল থাকলে বা লজিক গেট সঠিকভাবে কাজ না করলে আউটপুট ভুল হতে পারে।

ডিকোডার মেমোরি ব্লকগুলো সঠিকভাবে সিলেক্ট করতে পারে এবং প্রতিটি ব্লককে এক্সেস করার জন্য নির্দিষ্ট লাইন সক্রিয় করে।

একটি 2-to-4 ডিকোডারের সঙ্গে আরেকটি 2-to-4 ডিকোডার যুক্ত করে 3-বিট ইনপুট ডিকোড করা সম্ভব।

<!– /wp:shortcode –>

<!– wp:paragraph –>
<p><strong>Adder:</strong><strong> </strong>এটি একটি ইলেকট্রনের সার্কিট ডিভাইস। যার মাধ্যমে যোগ করা হয়। যোগ করার ফলে 2টি আউটপুট sum এবং carry&nbsp; উৎপন্ন হয় তাকে Adder বলে।</p>
<!– /wp:paragraph –>

<!– wp:paragraph –>
<p><strong>Adder দুই প্রকার । Half Adder এবং Full Adder</strong></p>
<!– /wp:paragraph –>

<!– wp:paragraph –>
<p><strong>Half Adder</strong><strong>-</strong> যে ইলেকট্রনিক্স সার্কিট&nbsp; 2টি ইনপুট গ্রহন করে 2টি আউটপুট sum এবং carry উৎপন্ন করে তাকে Half Adder বলে।</p>
<!– /wp:paragraph –>

<!– wp:paragraph –>
<p><img src=”https://lh7-rt.googleusercontent.com/docsz/AD_4nXeyJtABARzugFSdmYSCu8tPFgrR4O-RLVya7G5pTHrtuHxf_j2uH8pVsMYAZ4uZMlVi-LwdpDJCoVRTS5c9llg54chSU6Fh3mD9IYFZa-2xv_H_uIkcZ4YxVfo9RvC-OGu_Tn5chDJ8u5j-Wv0yxVWmyvoc?key=8sxsQClBKaOZfluLCYDKsg” width=”722″ height=”181″></p>
<!– /wp:paragraph –>

<!– wp:paragraph –>
<p><strong>Full Adder-</strong> যে ইলেকট্রনিক্স সার্কিট&nbsp; &nbsp; 3টি ইনপুট গ্রহন করে 2টি আউটপুট sum এবং carry&nbsp; উৎপন্ন করে, তাকে Full Adder বলে।<br></p>
<!– /wp:paragraph –>

<!– wp:paragraph –>
<p><img src=”https://lh7-rt.googleusercontent.com/docsz/AD_4nXfIe30ZG3BehfjVhodA1i5vEKEN1fsx-e5yosZMaCNddPyANKLnz5OzR8UJ0KKJ0ZUhgfVizKmmBl1fIQ14DmeMiGWf_31R5N87syUttBzh1iAIwxlmVCrwcp9x-0KfVgqromcnMCpuKumRUvQ-?key=8sxsQClBKaOZfluLCYDKsg” width=”722″ height=”225″></p>
<!– /wp:paragraph –>

<!– wp:paragraph –>
<p><img src=”https://lh7-rt.googleusercontent.com/docsz/AD_4nXeqdaIRynCj3aZeGrHSiKe0ZJaLzqjmL7oXhP3AKffGS1LpypBEDu3VBQgyYDeKGzsS1Szefdz5NFhHk8whs22hsfucMcF01JS6WVcV-sTW5YNooMtz68DM9BSmK-8vCJFxIpfbXcbMHPC96uQ8V6eI3uxE?key=8sxsQClBKaOZfluLCYDKsg” width=”722″ height=”264″></p>
<!– /wp:paragraph –>

<!– wp:paragraph –>
<p></p>
<!– /wp:paragraph –>

<!– wp:paragraph –>
<p></p>
<!– /wp:paragraph –>

<!– wp:paragraph –>
<p><img src=”https://lh7-rt.googleusercontent.com/docsz/AD_4nXcsM6n4FVmbtOsQsf0_jVsRWXvRev4-u3bmHD7TQx57SAmmU2tBNrw9aYYQq-V_xHed1NH5OR_Ycrg1cKVCU4vvdGbWK4E0KrgS3jarLrBTRG2efXapysDPQdFB9gj0spYZ7mxUTLCWAk6Z73zGkJQn-YE?key=8sxsQClBKaOZfluLCYDKsg” width=”722″ height=”401″></p>
<!– /wp:paragraph –>

<!– wp:paragraph –>
<p><img src=”https://lh7-rt.googleusercontent.com/docsz/AD_4nXejmwT0GYrrzmqI4gxcgvKVZUSn82-DtNkZEpeqckPEYYUwsfj6_083o6T3_IRTfY1HvOgUmQqioWjHiT3EDEGIO7mTaUbGPBxxSQXvPXYmUDQ2T0_XFTIFQW2u0Qj1op8N7cCBDTxw3t9BglGrdDlmitaN?key=8sxsQClBKaOZfluLCYDKsg” width=”722″ height=”496″></p>
<!– /wp:paragraph –>

<!– wp:paragraph –>
<p></p>
<!– /wp:paragraph –>

WhatsApp icon