Course Content
প্রথম অধ্যায়ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
0/11
তৃতীয় অধ্যায়ঃ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস
0/21
একাদশ-দ্বাদশ
About Lesson
১. দৃশ্যকল্প-১ : ডাক্তার মনিরা মেডিকেল কলেজে তার শিক্ষার্থীদের কোনো ধরনের কাটা ছেঁড়া ছাড়াই অত্যধিক নিম্ন  তাপমাত্রায় বিভিন্ন ধরনের ক্যানসার নিরাময় সম্পর্কে পাঠদান করলেন।
দৃশ্যকল্প-২ : ড. মামুন বিশেষ প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের উদ্ভিদ ও প্রাণী উদ্ভাবনের লক্ষ্যে প্রান্তিক পর্যায়ে কাজ করছেন।
 
২.বর্তমান যুগে সৈনিকরা একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করে ঘরে বসেই কৃত্রিম পরিবেশে যুদ্ধের বিভিন্ন কৌশল রপ্ত করতে পারেন। প্রশিক্ষণ ক্যাম্পে প্রবেশের জন্য একটি ডিভাইসে আঙুলের ছাপ এবং অপর একটি ডিভাইসের দিকে তাকাতে হয়।
 
৩.
 
৪. একজন ফল বিক্রেতার দোকানের সামানে নিম্নোক্ত চার্টটি টানানো আছে :
 
৫.জনাব ‘ক’ এর মোবাইলটি LTE স্ট্যান্ডার্ডে কাজ করে থাকে। জনাব ‘ক’ তাঁর মোবাইলে ধারণকৃত কিছু ছবি IEEE 802.15  স্ট্যান্ডার্ডের একটি বিশেষ প্রোটোকল ব্যবহার করে তাঁর বন্ধু জনাব ‘খ’ এর মোবাইলে প্রেরণ করেন।
 
 
৬. নিচের চিত্র লক্ষ কর :
 
৭.
দৃশ্যকল্প-১                        দৃশ্যকল্প-২
 
 
৮. ‘ক’ কলেজে আইসিটি ব্যবহারিক ক্লাসের জন্য শিক্ষার্থীদের নিম্নাক্ত ছক অনুসারে বিভাজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে :
 
 
WhatsApp icon