Course Content
প্রথম অধ্যায়ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
0/11
তৃতীয় অধ্যায়ঃ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস
0/21
একাদশ-দ্বাদশ
About Lesson
১.বাংলাদেশের পোশাক তৈরির একটি প্রতিষ্ঠান চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে চলতে বিশ্ব মানের একটি কারখানা স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করেছে। যেখানে মানুষের সহায়তা ছাড়াই অ্যাকচুয়েট এবং কম্পিউটারের সাহায্যে পোশাক তৈরির অধিকাংশ কাজ করা সম্ভব হবে। কারখানাটি স্থাপনের উদ্দেশ্যে প্রকৌশলীগণ কৃত্রিম সিমুলেটেড পরিবেশ তৈরি করে কারখানাটির ত্রি-মাত্রিক মডেল প্রণয়ন করেন।
 
২.
 
 
.শিক্ষক(755)10 সংখ্যাটিকে কম্পিউটার বোধগম্য ভাষায় রূপান্তর করে দেখালেন। তিনি আরও বললেন, ০ ও ১ সংখ্যা পদ্ধতি দ্বারা কম্পিউটার ডিজাইন নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়।
 
৪.
 
৫.
 
 
৬. ব্লকচিত্র দুইটি লক্ষ কর এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
        
৭. নিম্নের চিত্র দুইটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
 
৮. # include <stdio.h>
main ( )
{
int a , s ;
s = 0;
 
for (a=2; a <= 100 ; a=a+2)
{
s = s + a;
}
print (“%d”,s);
WhatsApp icon