Course Content
প্রথম অধ্যায়ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
0/11
তৃতীয় অধ্যায়ঃ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস
0/21
একাদশ-দ্বাদশ
About Lesson

বহুর্নিবাচনি প্রশ্ন তৃতীয় অধ্যায়(২য় অংশ)(একাদশ-দ্বাদশ)

1 / 218

যুক্তি অ্যালজেবরার উদ্ভাবক কে?

2 / 218

জর্জ বুল কত সালে বুলিয়ান অ্যালজেবরা উদ্ভাবন করেন?

3 / 218

বুলিয়ান অ্যালজেবরায় প্রত্যেক চলকের কয়টি মান থাকে?

4 / 218

বুলিয়ান অ্যালজেবরার ভিত্তি হলো?

5 / 218

বুলিয়ান অ্যালজেবরার মৌলিক কাজ?

6 / 218

ডিজিটাল ইলেকট্রনিক্স সার্কিটে +5 ভোল্ট নির্দেশ করে? [মা. বো. ২০১৬]

7 / 218

ডিজিটাল ইলেকট্রনিক্স সার্কিটে 0 নির্দেশ করে?

8 / 218

বাইনারি ডিজিট '1' দ্বারা কম্পিউটারের ইলেকট্রনিক সার্কিটে কত ভোল্টের সমতুল্য ধরা হয়?

9 / 218

কোনটি ডিজিটাল সিগন্যাল?

10 / 218

সিগন্যালটির সাংখ্যিক মান কত? [য-২০১৯]]

11 / 218

0 এর বুলিয়ান পূরক কত?

12 / 218

-1 = কত?

13 / 218

বুলিয়ান গুণনের ক্ষেত্রে কোনটি সঠিক?

14 / 218

বুলিয়ান গুণ 0.0 = কত?

15 / 218

বুলিয়ান গুণ 1.1 = কত?

16 / 218

বুলিয়ান যোগ, , 0 + 0 = কত?

17 / 218

বুলিয়ান যোগ, 1 + 1 = কত?

18 / 218

বুলিয়ান অ্যালজেবরায় কত?

19 / 218

বুলিয়ান অ্যালজেবরায় কত?

20 / 218

দ্বৈত পরিপূরক   কত?

21 / 218

দ্বৈতনীতির নিয়ম হলো-
i. 0 এর পরিবর্তে 1 ব্যবহার করা
ii. 1 এর পরিবর্তে 0 ব্যবহার করা
iii. অ্যান্ড (.) ও অর (+) এর মান পরস্পর বিনিময় করা
নিচের কোনটি সঠিক?

22 / 218

অপরিবর্তনীয় উপপাদ্য (Idempotent) এর ক্ষেত্রে x + x = কত?

23 / 218

পরিচিত উপপাদ্য (Identity) এর ক্ষেত্রে x. 1 = কত?

24 / 218

কর্তৃত্ব উপপাদ্য (Domination) এর ক্ষেত্রে x. 0 = কত?

25 / 218

বিনিময় উপপাদ্যের ক্ষেত্রে x + y = কত?

26 / 218

অনুষঙ্গ উপপাদ্য অনুযায়ী x + (y + z) = কত?

27 / 218

ডি মরগান উপপাদ্য অনুযায়ী কত?

28 / 218

বুলিয়ান Unit অনুযায়ী কোনটি সঠিক?

29 / 218

30 / 218

বুলিয়ান উপপাদ্য অনুসারে, x + x = ?

31 / 218

কত?

32 / 218

এর সরলীকৃত মান কত?

33 / 218

x = y = 0 হলে  = কত?

34 / 218

x = 1 এবং y = 0 হলে, = কত?

35 / 218

A + BC = কত? [সি. বো. ২০১৭]

36 / 218

সত্যক-সারণির কাজ কোনটি?

37 / 218

যদি A ও B দুইটি চলক হয়, তবে এদের দ্বারা সর্বোচ্চ কয়টি কম্বিনেশন তৈরি করা সম্ভব?

38 / 218

যদি P, Q, R ও S চারটি বুলিয়ান চলক হয়, তবে এদের দ্বারা সর্বোচ্চ কয়টি কম্বিনেশন তৈরি করা সম্ভব?

39 / 218

যদি n টি চলক হয়, তবে এদের দ্বারা সর্বোচ্চ কয়টি কম্বিনেশন তৈরি করা সম্ভব?

40 / 218

ডি মরগ্যান-এর উপপাদ্য কোনটি? [কু. বো. ২০১৬]

41 / 218

কোনটি ডি মরগ্যান-এর উপপাদ্য?

42 / 218

A + BC = (A + B) (A + C) উপপাদ্যটি হলো [রা. বো. ২০১৭]

43 / 218

কোনটি মৌলিক উপপাদ্য? [ব. বো. ২০১৭]

44 / 218

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:

Y এর মান কোনটি? [ঢা. বো. ২০১৯]

45 / 218

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:

উদ্দীপকের বর্তনীটির আউটপুট Y = 1 পেতে হলে A ও B এর কত ইনপুট দিতে হবে? [ঢা. বো. ২০১৯]

46 / 218

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:

উদ্দীপকের লজিক সার্কিটের আউটপুট মান কোনটি? [মা. ১৯]

47 / 218

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:

চিত্রের Y এর মান 0 পেতে হলে A ও B এর মান হবে-

48 / 218

লজিক গেইটে সর্বনিম্ন ইনপুটের সংখ্যা কতটি?

49 / 218

মৌলিক লজিক গেইট কত প্রকার হয়?

50 / 218

কোনটি মৌলিক গেইট নয়? [মা. বো. ২০১৯]

51 / 218

মৌলিক লজিক গেইট কয়টি? [মা. বো. ২০১৯]

52 / 218

কোনটি বুলিয়ান অ্যালজেবরার মৌলিক উপপাদ্য? [সি. বো. ২০১৯]

53 / 218

যৌগিক লজিক গেইট কয়টি?

54 / 218

কোনটি মৌলিক লজিক গেইট?

55 / 218

কোনটি যৌগিক লজিক গেইট?

56 / 218

দুই বা ততোধিক মৌলিক গেইটের সমন্বয়ে তৈরি হয়-

57 / 218

সর্বজনীন গেইট কোনটি? [য. বো. ২০১৭]

58 / 218

লজিক্যাল ফাংশনের কাজ হচ্ছে-
i. জটিল সমীকরণকে সহজ করা
ii. সহজে সার্কিট তৈরি করা iii. যোগফল বের করা
নিচের কোনটি সঠিক?

59 / 218

নিচের সার্কিটটি কোন গেইটের সমতুল্য?

60 / 218

OR গেইটের কাজ হলো-

61 / 218

OR গেইটের ক্ষেত্রে কখন আলো জ্বলবে না?

62 / 218

নিচের আউটপুট হবে?

63 / 218

F = (A + B) + C সমীকরণটি কোন গেইট নির্দেশ করে?

64 / 218

নিচের কোনটি অর গেট?

65 / 218

যদি তিন ইনপুট OR গেটের আউটপুট 0 (শূন্য) করার প্রয়োজন হয়, তাহলে কোনটি প্রয়োগ করতে হবে? [সি. বো. ২০১৭]

66 / 218

OR গেইটের ক্ষেত্রে কখন আলো জ্বলবে?
i. A=0, B=0 ii. A=0, B=1
iii. A=1, B=1
নিচের কোনটি সঠিক?

67 / 218

সত্যক সারণিটিতে কোন গেইটের আউটপুট দেয়া আছে?

68 / 218

. উপরের চিত্রটি কোন গেটের সমতুল্য? [দি. বো. ২০১৭]

69 / 218


Y এর মান 1 হবে, যদি- [দি. বো. ২০১৭]
i. A = 0, B = 1 ii. A = 0, B = 0
iii. A = 1, B = 0
নিচের কোনটি সঠিক?

70 / 218

AND গেইটে A ও B এর মান 0 হলে, আউটপুট কত?

71 / 218

নিচের সার্কিটটি কোন গেইটের সমতুল্য?

72 / 218

AND গেইটের কাজ হলো-

73 / 218

AND গেইটের ক্ষেত্রে কখন আলো জ্বলবে?

74 / 218

নিচের আউটপুট Y হবে-

75 / 218

X = ABC সমীকরণটি কোন গেইট নির্দেশ করে?

76 / 218

নিচের কোনটি অ্যান্ড গেইট?

77 / 218


উপরের সার্কিটটি নিচের কোন গেইটের সমতুল্য হবে?

78 / 218


উপরিউক্ত যুক্তি বর্তনীটি কোন গেইট নির্দেশ করে?

79 / 218

AND গেইট আউটপুটে ‘1’ পেতে হলে-

80 / 218


সত্যক সারণিটিতে কোন গেইটের আউটপুট দেয়া আছে?

81 / 218

নিচের কোনটি মৌলিক gate? [য. বো. ২০১৬]

82 / 218

কোন লজিক গেইটের ইনপুট এবং আউটপুট লাইন সমান থাকে?[ঢা. বো., মা. বো. ’১৭]

83 / 218

নিচের সত্যক সারণিটি কোন গেইট নির্দেশ করে?

84 / 218

কোন গেইটে একটি ইনপুট ও একটি আউটপুট থাকে?

85 / 218

ইনর্ভাটার হিসেবে কাজ করে কোন গেইট?

86 / 218

নিচের কোন লজিক গেইটের আউটপুট ইনপুটের বিপরীত? [চ. বো. ২০১৬]

87 / 218

উপরিউক্ত যুক্তি বর্তনীটি কোন গেইট নির্দেশ করে?

88 / 218

NOR এর আউটপুট 0 (শূন্য) হবে, যখন- [দি. বো. ২০১৭]
i. যে কোনো একটি আউটপুট 0 (শূন্য)
ii. সবগুলো ইনপুট 1 iii. যে কোনো একটি ইনপুট 1
নিচের কোনটি সঠিক?

89 / 218


উপরের চিত্রে Output কোনটি?

90 / 218

সার্কিটটির আউটপুটে একটি নট গেইট যুক্ত করলে কোন গেইট পাওয়া যায়?

91 / 218

NAND গেইট তৈরিতে কোন গেইট ব্যবহৃত হয়?

92 / 218

কোনটি NAND গেইট? [কু. বো. ২০১৭]

93 / 218


উপরিউক্ত যুক্তি বর্তনীটি কোন গেইট নির্দেশ করে?

94 / 218


উপরের সত্যক সারণি কোন গেইটকে নির্দেশ করে?

95 / 218

AND ও NOT গেইট মিলে কোন গেইট হয়?

96 / 218

NAND গেইট আউটপুটে ‘0’ পেতে হলে -

97 / 218


উপরের চিত্রে আউটপুট হচ্ছে? [রা. বো. ২০১৬]

98 / 218

NAND গেইটের আউটপুটকে NOT গেইটের মধ্য দিয়ে প্রবেশ করালে কোন গেইট পাওয়া যায়?

99 / 218

NAND গেটের আউটপুট কোনটির আউটপুটের বিপরীত?

100 / 218

NAND গেইট গঠিত হয়-

i.           AND        ii.  OR      iii.         NOT

নিচের কোনটি সঠিক?

101 / 218

উভয় ইনপুট 1 হলে আউটপুট 0 হয় কোন গেইটে- [য. বো. ২০১৯]

  1. NAND      ii. NOR            iii. XNOR

নিচের কোনটি সঠিক?

102 / 218

যে গেটের সকল ইনপুট 0 হলে আউটপুট 1 হবে—

  1. NAND      ii. NOR       iii.         OR

নিচের কোনটি সঠিক?

103 / 218


চিত্রে R চিহ্নিত গেইটের পরিবর্তে কোন গেইট বসালে, Y = A + B হবে-

104 / 218


উপরের চিত্রে X-এর Output কোনটি?

105 / 218


সার্কিটটির আউটপুটে একটি নট গেইট যুক্ত করলে কোন গেইট পাওয়া যায়?

106 / 218

NOR গেইট তৈরিতে কোন গেইট ব্যবহৃত হয়?

107 / 218


উপরের চিত্রে P এর আউটপুট হচ্ছে -

108 / 218


উপরিউক্ত যুক্তি বর্তনীটি কোন গেট নির্দেশ করে?

109 / 218


উপরের সত্যক সারণি কোন গেইটকে নির্দেশ করে?

110 / 218

OR ও NOT গেইট মিলে কোন গেইট হয়?

111 / 218

NOR গেইট আউটপুটে '1' পেতে হলে-

112 / 218

NOR গেটের আউটপুট কোনটির আউটপুটের বিপরীত?

113 / 218

NOR গেইটের আউটপুটকে NOT গেইটের মধ্য দিয়ে প্রবেশ করালে কোন গেইট পাওয়া যায়?

114 / 218

NOR এর আউটপুট 0 (শূন্য) হবে, যখন- [ঢা. বো. ২০১৯]
i. সবগুলো ইনপুটে 1 ii. সবগুলো ইনপুটে 0
iii. যে কোনো একটি ইনপুটে 1
নিচের কোনটি সঠিক?

115 / 218


x এর মান 1, যখন — [কু. বো. ২০১৯]
i. P = 1, Q = 1, R = 0 ii. P = 1, Q = 0, R = 1
iii. P = 1, Q = 1, R = 1
নিচের কোনটি সঠিক?

116 / 218


C এর আউটপুট কত হবে? [মা. বো. ২০১৯]

117 / 218

a = 1, b = 0 এর জন্য a ⊕ b = ? [কু. বো. ২০১৭]

118 / 218

X-OR গেইটের আউটপুটের সমীকরণ কোনটি?

119 / 218

X-OR গেইটের প্রতীক কোনটি?

120 / 218


উপরের চিত্রে কোন গেইটটির আউটপুট দেয়া আছে? [কু. বো. ২০১৬]

121 / 218

সমীকরণটি কোন গেইট নির্দেশ করে? [কু. বো. ১৯]

122 / 218

X-OR গেইট তৈরিতে ব্যবহৃত হয় [চ. বো. ২০১৬]
i. OR Gate ii. AND Gate
iii. NOT Gate
নিচের কোনটি সঠিক?

123 / 218

124 / 218

125 / 218

কোন গেইটের সকল ইনপুট 0 হলে, আউটপুট 1 হবে? [সকল বোর্ড-২০১৮]
i. NAND ii. NOR
iii. X-NOR
নিচের কোনটি সঠিক?

126 / 218

127 / 218


চিত্রের আউটপুটটি কোন লজিক গেইটের?

128 / 218


চিত্রে ণ এর মান কোন গেইটকে সমর্থন করে?

129 / 218

XNOR গেইটের আউটপুটের সমীকরণ কোনটি?

130 / 218

X-NOR গেটের প্রতীক কোনটি?

131 / 218

X এর সমীকরণ কোনটি? [কু. বো. ২০১৯]

132 / 218

133 / 218

134 / 218


চিত্রের আউটপুটটি কোন লজিক গেইটের?

135 / 218

সর্বজনীন গেইট কোনটি? [মা. বো., রা. বো. ২০১৬]

136 / 218

সর্বজনীন গেইট কোনটি?

137 / 218

F=AB+C লজিক ফাংশনটি কোন গেইটের মাধ্যমে এককভাবে বাস্তবায়ন করা যাবে?

138 / 218

139 / 218

সর্বজনীন গেইট হচ্ছে-
i. NAND ii. NOR
iii. AND
নিচের কোনটি সঠিক?

140 / 218

পাঁচটি ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট লাইন কতটি? [ঢা. বো. ২০১৯]

141 / 218

কোন ডিজিটাল বর্তনী n সংখ্যক ইনপুটের জন্য 2n সংখ্যক আউটপুট প্রদান করে? [কু. বো. ২০১৯]

142 / 218

কোন বর্তনীতে n সংখ্যক ইনপুট এবং 2n সংখ্যক আউটপুট থাকে? [য. বো. ২০১৯]

143 / 218

কোন সার্কিটের সর্বোচ্চ ষোলটি ইনপুট থেকে চারটি আউটপুট পাওয়া যায়? [ব-১৬]

144 / 218

16 লাইন Encoder-এর ক্ষেত্রে Output লাইন কয়টি হবে?[য. বো. ২০১৬]

145 / 218

এনকোডারে 2n টি ইনপুট থেকে আউটপুট পাওয়া যায়?

146 / 218

যে লজিক বর্তনী আলফানিউমেরিক ক্যারেক্টরকে বাইনারি কোডে পরিণত করে তাকে কী বলে? [রা. বো. ২০১৭]

147 / 218

কোন সার্কিটের সাহায্যে ডেটাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করা যায়? [দি. বো. ২০১৬]

148 / 218

ডিকোডারের চারটি ইনপুট-এর সাহায্যে কতগুলো আউটপুট পাওয়া যায়?

149 / 218

6 লাইন Decoder-এর ক্ষেত্রে Output লাইন কয়টি হবে?[য. বো. ২০১৬]

150 / 218

ডিকোডারে nটি ইনপুট থেকে আউটপুট পাওয়া যায়?

151 / 218

১৬ ইনপুট বিশিষ্ট এনকোডারের আউটপুট সংখ্যা কতটি হবে?[সি. বো. ২০১৭]

152 / 218

একটি ডিকোডারের আউটপুট ৩২ পেতে চাইলে, ইনপুট কত দিতে হবে?

153 / 218

ডিকোডারের ইনপুট সংখ্যা 4 হলে আউটপুট হবে [কু. বো. ২০১৭]

154 / 218

কোন সার্কিটের সাহায্যে কম্পিউটারের বোধগম্য ভাষা হতে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করা যায়?

155 / 218

এনকোডারের ইনপুট হচ্ছে- [চ. বো. ২০১৭]
i. অক্টাল সংখ্যা ii. দশমিক সংখ্যা
iii. হেক্সাডেসিমেল সংখ্যা
নিচের কোনটি সঠিক?

156 / 218

যে বর্তনী ASCII সংখ্যাকে B বর্ণতে রূপান্তর করে?
i. অ্যাডার ii. এনকোডার
iii. ডিকোডার
নিচের কোনটি সঠিক?

157 / 218

উদ্দীপকটি অনুসারে প্রশ্নের উত্তর দাও:
A ও B দু’টি বর্তনীর প্রথমটি দু’টি সংখ্যা কম্পিউটারে বোধগম্যভাবে উপস্থাপন করে এবং অপরটি সংখ্যা দু’টির গুণফল বের করতে সহায়তা করে।
B বর্তনীটি হলো? [ব. বো. ২০১৭]

158 / 218

উদ্দীপকটি অনুসারে প্রশ্নের উত্তর দাও:
A ও B দু’টি বর্তনীর প্রথমটি দু’টি সংখ্যা কম্পিউটারে বোধগম্যভাবে উপস্থাপন করে এবং অপরটি সংখ্যা দু’টির গুণফল বের করতে সহায়তা করে।
A বর্তনীটি কোথায় যুক্ত থাকে? [ব. বো. ২০১৭]

159 / 218

ডেটা ট্রান্সফারের ভিত্তিতে রেজিস্টারকে কয়ভাগে ভাগ করা যায়?

160 / 218

প্রদানকৃত ইনপুট পালসের সংখ্যা গুণতে পারে এমন একটি সিকুয়েন্সিয়াল সার্কিটকে কী বলে? [মা. বো. ২০১৭]

161 / 218

নিম্নের কোনটিতে কাউন্টার ব্যবহৃত হয় না?

162 / 218

রেজিস্টার ব্যবহার করা হয়?
i. 0 ও 1 স্টোর করতে ii. 0 ও 1 যোগ করতে
iii. Data Shift করতে
নিচের কোনটি সঠিক?

163 / 218

শিফট রেজিস্টার তৈরিতে ব্যবহৃত হয় যে ফ্লিপ-ফ্লপ-
i. S-K ii. J-K
iii. D
নিচের কোনটি সঠিক?

164 / 218

কাউন্টার ব্যবহৃত হয়-
i. ডিজিটাল কম্পিউটারে ii. ডিজিটাল ঘড়িতে
iii. টাইমিং সিগন্যালে
নিচের কোনটি সঠিক

165 / 218

উপাত্ত ও তথ্য সংরক্ষণের সাথে জড়িত- [কু. বো. ২০১৭]
i. ফ্লিপ-ফ্লপ ii. অ্যাডার
iii. রেজিস্টার
নিচের কোনটি সঠিক?

166 / 218

হাফ অ্যাডারে যোগফল S এর মান 1 হবে-
i. A = 0, B = 1 ii. A = 1, B = 1
iii. A = 1, B = 0
নিচের কোনটি সঠিক?

167 / 218

হাফ অ্যাডারের ক্ষেত্রে থাকে -
i. ২টি আউটপুট ii. ২টি ইনপুট
iii. ৩টি ইনপুট
নিচের কোনটি সঠিক?

168 / 218

169 / 218

নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :
পিয়াল ফ্লিপ-ফ্লপ ব্যবহার করে একটি ৫ বিট অ্যাসিনক্রোনোস কাউন্টার ডিজাইন করল। কাউন্টারটি বাইনারি সিগন্যাল কাউন্ট করতে সক্ষম।
কাউন্টারটির মোড নাম্বার কত?

170 / 218

নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :
পিয়াল ফ্লিপ-ফ্লপ ব্যবহার করে একটি ৫ বিট অ্যাসিনক্রোনোস কাউন্টার ডিজাইন করল। কাউন্টারটি বাইনারি সিগন্যাল কাউন্ট করতে সক্ষম।
কাউন্টারটির 26 নং ক্লক পালস-এর পর কত কাউন্ট করবে?

171 / 218


উদ্দীপকের ব্লকচিত্রে ঝ এর মান কী হবে?

172 / 218


উদ্দীপকের ব্লকচিত্রের সার্কিট বাস্তবায়নে যে গেইটের প্রয়োজন, তা হলো
i. NOT ii. EX-OR
iii. AND
নিচের কোনটি সঠিক?

173 / 218

174 / 218

175 / 218


X = 1 পেতে হলে A ও B এর মান কত হবে? [মা. বো. ’১৬]

176 / 218


চিত্রের আউটপুট হবে? [দি. বো. ২০১৬]

177 / 218

[দি. বো. ২০১৬]

178 / 218

নিচের যুক্তি বর্তনীটির আউটপুট কোন লজিক নির্দেশ করে?

179 / 218


180 / 218


চিত্রে Y = কত?

181 / 218


182 / 218


183 / 218


184 / 218


চিত্রে ‘ঢ’ চিহ্নিত গেইট পরিবর্তন করে কোন গেইট বসালে আউটপুট অইঈ হবে? [ব. বো. ২০১৬]

185 / 218


উদ্দীপকের সরলীকৃত রূপ কোনটি?

186 / 218


S ফাংশনটি বাস্তবায়ন করতে গেইট লাগবে
i. অর ii. অ্যান্ড
iii. এক্স-অর
নিচের কোনটি সঠিক?

187 / 218


188 / 218


189 / 218


190 / 218

<img src="https://ictzaman.com/wp-content/uploads/2023/11/digital-98.jpg" alt="" />

Y = 1 পেতে হলে, A এবং B এর মান হবে [ঢা. বো. ’১৬]

  1. A = 0, B = 0    ii.    A = 0, B = 1

iii.    A = 1, B = 0

নিচের কোনটি সঠিক?

191 / 218


F এর মান কত? [ঢা. বো. ২০১৬]

192 / 218


2 ও 3 নং গেইটের কীরূপ পরিবর্তন করলে F এর মান শূন্য হবে? [ঢা. বো. ২০১৬]

193 / 218


উদ্দীপকের আউটপুট F এর সরলীকৃত মান কোনটি? [চ. বো. ’১৬]

194 / 218


195 / 218


এখানে Y = ? [মা. বো. ২০১৬]

196 / 218


উদ্দীপকের বর্তনীর আউটপুট Y = 1 হলে, A ও B এর মান কত হবে? [মা. বো. ২০১৬]

197 / 218


এখানে, P = ? [দি. বো. ২০১৬]

198 / 218


X = 0, Y = 1, Z = 1 হলে P = ? [দি. বো. ২০১৬]

199 / 218


চিত্রে Z এর সমীকরণ কোনটি? [রা. বো. ২০১৬]

200 / 218


উদ্দীপকের বর্তনীটির Q এর মান কত?

201 / 218


উদ্দীপকের OR গেটটির পরিবর্তে কোন গেট ব্যবহার করলে সর্বদা Q = 0 হবে? [রা. বো. ২০১৭]

202 / 218


উদ্দীপকের বর্তনীর আউটপুটের সরলীকৃত মানের বর্তনী হতে পারে [কু. বো. ২০১৭]

203 / 218


উদ্দীপকের যুক্ত বর্তনীটি কোন গেইট নির্দেশ করে? [য. বো. ২০১৭]

204 / 218


উদ্দীপকের চিত্রের গেইটের সাথে Not Gate যুক্ত করলে কোন গেইট পাওয়া যায়? [য. বো. ২০১৭]

205 / 218


উদ্দীপকের লজিক সার্কিটের সরলীকৃত সমীকরণ কোনটি? [মা. বো. ২০১৭]

206 / 218


উদ্দীপকের আউটপুট Y = 1 হলে, A, B ও C এর মান কত? [মা. বো. ২০১৭]

207 / 218


Y এর মান কোনটি? [ঢা. বো. ২০১৯]

208 / 218


উদ্দীপকের বর্তনীটির আউটপুট Y = 1 পেতে হলে A ও B এর কত ইনপুট দিতে হবে? [ঢা. বো. ২০১৯]

209 / 218


উদ্দীপকের F এর সমতুল্য লজিক গেইট কোনটি? [রা.বো-১৯]

210 / 218


উদ্দীপকের G এর সমতুল্য লজিক গেইট কোনটি?
i. দুটি বিটের অবস্থা তুলনা করার জন্য
ii. হাফ অ্যাডার তৈরির ক্ষেত্রে
iii. কাউন্টার তৈরির ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?

211 / 218


উদ্দীপকের বর্তনীর আউটপুটের সরলীকরণ মান কোন গেইটের সাথে সাদৃশ্যপূর্ণ? [য. বো. ২০১৯]

212 / 218


উদ্দীপকের বর্তনীর আউটপুট শূন্য পেতে হলে কোন দুইটি গেইট বিনিময় করতে হবে? [য. বো. ২০১৯]

213 / 218


চিত্রের আউটপুট F এর মান কত? [চ. বো. ২০১৯]

214 / 218


উদ্দীপকের চিত্রে OR গেইটের পরিবর্তে AND গেইট ব্যবহার করলে F এর মান কত হবে? [চ. বো. ২০১৯]

215 / 218


P এর মান কোনটি? [সি. বো. ২০১৯]

216 / 218


উদ্দীপকের P = 0, যখন [সি. বো. ২০১৯]

217 / 218


F এর মান কোনটি? [সম্মিলিত বোর্ড-২০১৮]

218 / 218


XNOR এর স্থলে কোন গেইট বসালে আউটপুট 0 হবে? [সম্মিলিত বোর্ড-২০১৮]

Your score is

The average score is 0%

0%

WhatsApp icon