Course Content
প্রথম অধ্যায়ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
0/11
তৃতীয় অধ্যায়ঃ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস
0/21
একাদশ-দ্বাদশ
About Lesson

ডিভাইস অর্থ যন্ত্রপাতি। ডিজিটাল সার্কিট দিয়ে তৈরি যন্ত্রপাতিকে ডিজিটাল ডিভাইস বলা হয়।

জর্জ বুল সর্বপ্রথম গণিত ও যুক্তির মধ্যে সম্পর্ক আবিষ্কার করেন এবং গণিত ও যুক্তির ওপর ভিত্তি করে এক ধরনের অ্যালজেবরা তৈরি করেন, যাকে বুলিয়ান অ্যালজেবরা বলা হয়।  

যোগ ও গুণের ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেবরা কতকগুলো নিয়ম মেনে চলে। এ নিয়মগুলোকেই বুলিয়ান স্বতঃসিদ্ধ ১ (Postulates) বলা হয়।

বুলিয়ান অ্যালজেবরায় ব্যবহৃত কোনো রাশির মান যদি শুধু বা 1 নির্দেশ করে, তবে তাকে বুলিয়ান ধ্রুবক বলা হয় ।

বুলিয়ান অ্যালজেবরায় যে রাশির মান পরিবর্তনশীল তাকে, বুলিয়ান চলক বলে। চলকের মান 0 বা 1 হতে পারে।

বুলিয়ান অ্যালজেবরায় ব্যবহৃত সকল উপপাদ্যে যে দুটি নিয়ম মেনে একটি বৈধ সমীকরণ থেকে অপর একটি বৈধ সমীকরণ নির্ণয় করা যায়, তাকে বুলিয়ান দ্বৈতনীতি বলে।  

বুলিয় বীজগণিতে চলকের দু'টি সম্ভাব্য যান 0 ও 1-এর একটিকে অপরটির পূরক (Complement) বলা হয়। অর্থাৎ, " এর পূরক 0 এবং O এর পূরক 1.

WhatsApp icon