About Lesson
জ্ঞানমূলক প্রশ্নাত্তর-তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
বিশ্বগ্রাম কী?
বিশ্বগ্রাম হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তিনির্ভর এমন একটি পরিবেশ, যেখানে দূরবর্তী স্থানে অবস্থান করেও পৃথিবীর সকল মানুষ তথ্য প্রযুক্তির মাধ্যমে যুক্ত থেকে একটি একক সমাজে বসবাস করার সুবিধা পায় এবং একে অপরকে সেবা প্রদান করে থাকে।বিশ্বগ্রাম ধারণার প্রবর্তক কে? / বিশ্বগ্রাম-এর ধারণা দেন কে?
বিশ্বগ্রাম ধারণার প্রবর্তক হলেন কানাডিয়ান দার্শনিক ও লেখক হারবার্ট মার্শাল ম্যাকলুহান.ইন্টারনেট কী?
ইন্টারনেট হলো সারা পৃথিবী জুড়ে বিস্তৃত, পরস্পরের সাথে সংযুক্ত অনেকগুলো ডিভাইস নেটওয়ার্কের সমষ্টি, যা জনসাধারণের জন্য উন্মুক্ত এবং যেখানে আইপি বা ইন্টারনেট প্রোটোকল নামক ব্যবস্থার মাধ্যমে ডেটা আদান-প্রদান করা যায় ।ই-মেইল কী?
ই-মেইলের পূর্ণ অর্থ হলো ইলেকট্রনিক মেইল। ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ডিজিটাল ডিভাইস (কম্পিউটার, মোবাইল প্রভৃতি)- এর মধ্যে নির্ভরযোগ্যভাবে ডিজিটাল তথ্য আদান-প্রদান ব্যবস্থাকে ই-মেইল বলে।টেলিকনফারেন্সিং কী?
টেলিফোন সংযোগ ব্যবহার করে কম্পিউটার, অডিও-মডেম- ভিডিও যন্ত্রের সাহায্যে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে কোনো সভায় অংশগ্রহণ করার পদ্ধতিকে টেলিকনফারেন্সিং বলা হয়।ভিডিও কনফারেন্সিং কী?
ভিডিও কনফারেন্সিং হলো যে কোনো ভৌগোলিক দূরত্ব হতে একাধিক ব্যক্তিবর্গের মধ্যে টেলিকমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করে অংশগ্রহণকারীগণ কথা বলার পাশাপাশি ভিডিওতে পরস্পরকে দেখতে পান।ভিওআইপি(VOIP) কী?
ভিওআইপি (VOIP)- এর পূর্ণরূপ হলো Voice Over Internet Protocol. এটি ইন্টারনেটের মাধ্যমে কথা বলার একধরনের মাধ্যম।
যেকোনো তথ্যের উৎপত্তি, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও সঞ্চালনে ব্যবহৃত প্রযুক্তিই হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।