জ্ঞানমূলক প্রশ্ন
জ্ঞানমূলক প্রশ্নাত্তর-তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী?
যেকোনো তথ্যের উৎপত্তি, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও সঞ্চালনে ব্যবহৃত প্রযুক্তিই হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।
বিশ্বগ্রাম কী?
বিশ্বগ্রাম হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তিনির্ভর এমন একটি পরিবেশ, যেখানে দূরবর্তী স্থানে অবস্থান করেও পৃথিবীর সকল মানুষ তথ্য প্রযুক্তির মাধ্যমে যুক্ত থেকে একটি একক সমাজে বসবাস করার সুবিধা পায় এবং একে অপরকে সেবা প্রদান করে থাকে।
বিশ্বগ্রাম ধারণার প্রবর্তক কে? / বিশ্বগ্রাম-এর ধারণা দেন কে?
বিশ্বগ্রাম ধারণার প্রবর্তক হলেন কানাডিয়ান দার্শনিক ও লেখক হারবার্ট মার্শাল ম্যাকলুহান.
ইন্টারনেট কী?
ইন্টারনেট হলো সারা পৃথিবী জুড়ে বিস্তৃত, পরস্পরের সাথে সংযুক্ত অনেকগুলো ডিভাইস নেটওয়ার্কের সমষ্টি, যা জনসাধারণের জন্য উন্মুক্ত এবং যেখানে আইপি বা ইন্টারনেট প্রোটোকল নামক ব্যবস্থার মাধ্যমে ডেটা আদান-প্রদান করা যায় ।
ই-মেইল কী?
ই-মেইলের পূর্ণ অর্থ হলো ইলেকট্রনিক মেইল। ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ডিজিটাল ডিভাইস (কম্পিউটার, মোবাইল প্রভৃতি)- এর মধ্যে নির্ভরযোগ্যভাবে ডিজিটাল তথ্য আদান-প্রদান ব্যবস্থাকে ই-মেইল বলে।
টেলিকনফারেন্সিং কী?
টেলিফোন সংযোগ ব্যবহার করে কম্পিউটার, অডিও-মডেম- ভিডিও যন্ত্রের সাহায্যে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে কোনো সভায় অংশগ্রহণ করার পদ্ধতিকে টেলিকনফারেন্সিং বলা হয়।
ভিডিও কনফারেন্সিং কী?
ভিডিও কনফারেন্সিং হলো যে কোনো ভৌগোলিক দূরত্ব হতে একাধিক ব্যক্তিবর্গের মধ্যে টেলিকমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করে অংশগ্রহণকারীগণ কথা বলার পাশাপাশি ভিডিওতে পরস্পরকে দেখতে পান।
ভিওআইপি(VOIP) কী?
ভিওআইপি (VOIP)- এর পূর্ণরূপ হলো Voice Over Internet Protocol. এটি ইন্টারনেটের মাধ্যমে কথা বলার একধরনের মাধ্যম।
Zoom কী?
Zoom (জুম) হলো বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় অনলাইন ভিডিও মিটিং-এর একটি প্ল্যাটফর্ম।
Google Meet কী?
Google Meet হলো জিমেইল একাউন্টধারীদের জন্য বিখ্যাত গুগল কর্তৃক একটি ফ্রি ভিডিও কনফারেন্সিং সেবা। এর মাধ্যমে - ১০০ জন অংশগ্রহণকারী নিয়ে মিটিং পরিচালনা বা অনলাইন ক্লাস করানো যায়। এতে জুমের মতো সময়ের কোনো সীমাবদ্ধতা নেই।
Facebook Messenger কী?
ফেসবুক মেসেঞ্জার (সাধারণভাবে মেসেঞ্জার নামে পরিচিত) হলো একটি জনপ্রিয় মেসেঞ্জার ও প্ল্যাটফর্ম, যা বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিওআইপি সফটওয়্যার, যার মাধ্যমে ইউজারগণ বিশ্বব্যাপী ফ্রি মেসেজিং, অডিও-ভিডিও কলিং ও চ্যাটিং প্রভৃতি করতে সক্ষম হয়।
আউটসোর্সিং কী?
আউটসোর্সিং হলো অনলাইন মার্কেটপ্লেসের হাজার হাজার কাজ থেকে নিজের যোগ্যতা অনুযায়ী নির্দিষ্ট কোনো কাজ সম্পাদন করার পর বায়ারের কাছ থেকে তার পেয়েন্ট গ্রহণ করার মাধ্যমে যে উন্মুক্ত পেশা বা ফ্রিল্যান্সিং কাজের সৃষ্টি হয়েছে, সেটিকে আউটসোর্সিং বলে।
ফ্রিল্যান্সিং কী?
নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের অধীনে না থেকে স্বাধীনভাবে কাজ করাকে ফ্রিল্যান্সিং বলে। ফ্রিল্যান্সিং যারা করেন তাদেরকে বলা হয় ফ্রিল্যান্সার (Freelancer) |
উবার ও পাঠাও কী?
উবার (Uber) হলো মোবাইল স্মার্টফোনের অ্যাপ- ভিত্তিক ট্যাক্সি সেবার নেটওয়ার্ক। পাঠাও বাংলাদেশি পরিবহণ ও রাইড শেয়ারিং সেবাদানকারী একটি কোম্পানি। এটি রাইড শেয়ারিং সেবার পাশাপাশি ই- কমার্স, কুরিয়ার, খাদ্য সরবরাহ ও সেবা দিয়ে যাচ্ছে ।
ই-লার্নিং কী?
শ্রেণিকক্ষে উপস্থিত না থেকেও শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে কম্পিউটার বা মোবাইল, ইন্টারনেট ও ই-মেইল, ভিডিও কনফারেন্সিং, ইনস্ট্যান্ট মেসেজিং প্রভৃতি অনলাইন ভিত্তিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার পদ্ধতিকে ই-লার্নিং বলে।
ই-বুক কী?
ই-বুক হলো প্রিন্টকৃত বইয়ের ইলেকট্রনিক বা ডিজিটাল ভার্সন। কম্পিউটার বা মোবিাইল ডিভাইসে পাঠ ই-বুক রিডারের মাধ্যমে পাঠ করা যায়।
টেলিমেডিসিন কী?
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে টেলিকনফারেন্সিং বা ভিডিও-ফারেন্সিং এর মাদ্যমে চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা দেওয়াকে টেলিমেডিসিন বলে।
ইলেকট্রনিক হেলথ কার্ড (EHR) কী?
স্বাস্থ্য বিষয়ক তথ্যগুলো সুনির্দিষ্ট উপায়ে সংগ্রহ করে তা ডিজিটাল উপায়ে সংরক্ষণ করার প্রক্রিয়াকে ইলেকট্রনিক হেলথ কার্ড (EHR) বলা হয়।
অফিস অটোমেশন কী?
অফিস অটোমেশন হলো এমন এক প্রযুক্তিনির্ভর কার্যক্রম, যার মাধ্যমে কম্পিউটার, নেটওয়ার্কিংসহ অন্যান্য তথ্য প্রযুক্তি ডিভাইস ও সিস্টেম দ্বারা অফিসের সকল পেপার ওয়ার্ক ও যোগাযোগের কাজ পরিচালনা করা যায়।
স্মার্টহোম কী?
স্মার্টহোম হলো এমন একটি বাসস্থান, যেখানে রিমোট কন্ট্রোলিং বা প্রোগ্রামিং ডিভাইসের সাহায্যে বাড়ির হিটিং, কুলিং, লাইটিং, সিকিউরিটি কন্ট্রোল প্রভৃতি সিস্টেম নিয়ন্ত্রণ করা যায় ।
আইওটি (loT) কী?
আইওটি (IoT) হলো "ইন্টারনেট অব থিংস" এর সংক্ষেপ রূপ। এটি এমন একটি প্রযুক্তি বা প্ল্যাটফর্ম, যেখানে সব ধরণের ডিভাইস এবং সেন্সর ইন্টারনেটে যোগ করা হয় এবং তাদের মধ্যে ডেটা সংগ্রহণ, প্রেরণ, এবং প্রক্রিয়াকরণ করা হয়। এই প্রযুক্তি ব্যবহার করে ব্যবহারকারীরা দূরবর্তী ডিভাইস সাধারণভাবে নেটওয়ার্কে সংযোগ করতে পারে এবং তাদের সাথে সম্পর্ক স্থাপন করতে পারে।
ই-কমার্স কী?
নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে কোনো পণ্য বা সেবা ক্রয়-বিক্রয়ের কাজটিকেই ই-কমার্স বলে।
এটিএম (ATM) কী?
ATM এর পূর্ণরূপ হচ্ছে Automated Teller Machine. এটিএম বুথ থেকে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যবহারকারী তার ব্যাংক একাউন্ট থেকে ২৪ ঘণ্টা টাকা উত্তোলন বা জমা দিতে পারেন।
অনলাইন ব্যাংকিং কী?
ইন্টারনেটের মাধ্যমে ব্যাংকের কার্যক্রম পরিচালনাকে অনলাইন ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং বলে। একে ই-ব্যাংকিং বা ভার্চুয়াল ব্যাংকিংও বলা হয়।
ফেসবুক কী?
ফেসবুক হলো বর্তমানের সর্বাধিক জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম, যার যাত্রা শুরু হয় ২০০৪ সালের ফেব্রুয়ারিতে।
টুইটার (Twitter) কী?
সামাজিক যোগাযোগ ও মাইক্রোব্লগিং-এর ওয়েবসাইট এখানে ব্যবহারকারীরাআদা ১৪০ অক্ষরের বার্তা প্রকাশ করতে পারেন। এই বার্তাকে টুইট বলা হয়।
ভার্চুয়াল রিয়েলিটি কী?
ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যম্য তৈরিকৃত এমন একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ, যা উপস্থাপন করা হলে ব্যবহারকারীদের কাছে এটিকে বাস্তব পরিবেশ মনে হয়।
অগমেন্টেড রিয়েলিটি কী?
কোনো কিছুর সাথে আমাদের মস্তিষ্কের স্নায়বিক অনুভূতিকে কাজে লাগিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা আর কম্পিউটার সিমুলেশন ব্যবহার করে দুটি ভিন্ন ঘটনাকে মিলিয়ে দেবার একটি উপায়। অগমেন্টেড রিয়েলিটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে, যেমন শিক্ষা, বিজ্ঞান, বিজ্ঞানপ্রযুক্তি, টুরিজম, ভিডিও গেম, ওয়েব ডেভেলপমেন্ট, ইত্যাদি।
সিমুলেশন কী?
কোনো কাজ বাস্তবে করার আগে তা কম্পিউটারে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সাহায্যে কৃত্রিমভাবে প্রয়োগ করে দেখাকে সিমুলেশন বলা হয়।
কৃত্রিম বুদ্ধিমত্তা AI কী?
মানুষের চিন্তাভাবনাকে কৃত্রিম উপায়ে কম্পিউটার প্রযুক্তি নির্ভর যন্ত্রের মধ্যে রূপ দেয়ার ব্যবস্থাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI (Artificial Intelligence) বলে।
নিউরাল নেট কী?
নিউরাল নেটওয়ার্ক বা নিউরাল নেট হলো এমন একটি কম্পিউটিং ব্যবস্থা, যা নিউরাল নেটওয়ার্ক মূলত মানব মস্তিষ্কের নিউরন সংরক্ষণ করা নেটওয়ার্কের পূর্ণাংশ নকশা অনুসরণ করে, এবং এটি ডিপ লার্নিং (Deep Learning) এবং মেশিন লার্নিং (Machine Learning) এর একটি উপপ্রকার।
মেশিন লার্নিং কী ?
মেশিন লার্নিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে সফল ক্ষেত্র, যা মেশিনগুলোকে সুনির্দিষ্টভাবে প্রোগ্রামিং না করে অভিজ্ঞতার আলোকে স্বয়ংক্রিয়ভাবে শেখার দক্ষতা প্রদান করে।
রোবটিক্স কী?
রোবটিক্স হলো প্রযুক্তির একটি শাখা, যেটি রোবটসমূহের ডিজাইন, নির্মাণ, কার্যক্রম ও প্রয়োগ নিয়ে কাজ করে।
রোবট কী?
রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র বা যন্ত্রমানব, যা মানুষের অনেক দুঃসাধ্য ও কঠিন কাজ স্বয়ংক্রিয়ভাবে করতে পারে।
টেলিপ্রিজেন্স কী?
উচ্চ ক্ষমতাসম্পন্ন কমপিউটার গ্রাফিক্স ব্যবহারের মাধ্যমে অস্ট্রেল দূর থেকে কাজ পরিচালনার প্রক্রিয়াকে টেলিপ্রেজেন্স বলা হয়।
রোবট শব্দটির প্রবক্তা কে?
রোবট শব্দটির প্রবক্তা রাশিয়ান বৈজ্ঞানিক কল্পকাহিনি লেখক আইজাক আসিমভ।
অ্যাকচুয়েটর কী?
অ্যাকচুয়েটর হলো এমন একধরনের মোটর, যা স্বয়ংক্রিয়ভাবে ঘোরানো যায় বা যান্ত্রিকভাবে নিয়ন্ত্রণ করা যায়।
ক্রায়োপ্রোব কী?
ক্রায়োসার্জারিতে সুইয়ের মতো লম্বা যে যন্ত্রের সাহায্যে আক্রান্ত টিউমারে নাইট্রোজেন ও আর্গন গ্যাস সরবরাহ করা হয়, তাকে ক্রায়োপ্রোব বলে।
স্যাটেলাইট কী?
স্যাটেলাইট হলো মহাকাশে উৎক্ষেপিত বৈজ্ঞানিক প্রক্রিয়ায় উদ্ভাবিত কৃত্রিম উপগ্রহ ।
বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইটটির নাম কী এবং এটি করে উৎক্ষেপণ করা হয়?
বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইটটির নাম হলো বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (BS-1)। ২০১৮ সালের ১২ই মে
GPS কী?
GPS হলো একটি স্যাটেলাইট নির্ভর একমুখী যোগাযোগ ব্যবস্থা, যার মাধ্যমে ভূপৃষ্ঠের যে কোনো স্থানের অবস্থান নিখুঁতভাবে নির্ণয় করা যায়।
CAD কী?
উৎপাদনের আগে কম্পিউটারে যে টুল ব্যবহার করে পণ্যের ড্রাফটিং, ডিজাইন, সিমুলেশন প্রভৃতি তৈরি করা হয়, তাকে CAD (Computer Aided Design) বলে।
CAM কী ?
কম্পিউটারের যে টুলসমূহের সাহায্যে পণ্য প্রস্তুতের যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করা হয়, তাকে কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং বা CAM বলে।
RFID কী ?
RFID এর পূর্ণরূপ হচ্ছে Radio Frequency Identification. এটি হলো ক্রেডিট কার্ডের মতো পাতলা এবং ছোট একটা ইলেকট্রনিক ডিভাইস, যা কোনো বস্তু, ব্যক্তি বা প্রাণীকে শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয়ে থাকে।
ক্রায়োসার্জারি কী?
ক্রায়োসার্জারি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি, যার মাধ্যমে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় শরীরের অস্বাভাবিক বা রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করা যায়।
ড্রোন কী?
ড্রোন হলো এমন একধরনের উড়োজাহাজ বা বিমান, যা পাইলট ছাড়া চলাচল করে
বায়োমেট্রিক্স কী?
বায়োমেট্রিক্স হলো বায়োলজিক্যাল ডেটা মাপা ও বিশ্লেষণ করার বিজ্ঞান ও প্রযুক্তি।
ফিঙ্গারপ্রিন্ট রিডার কী ?
যে বায়োমেট্রিক্স ডিভাইসে মানুষের আঙুলের ছাপ ইনপুট গ্রহণ করার পর তা পূর্বে সংরক্ষিত টেম্পলেটের সাথে ম্যাচ করে ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা হয়, তাকে ফিঙ্গারপ্রিন্ট রিডার বলে।
মুখমণ্ডলের অবয়ব শনাক্তকরণ (Face Recognition) কী?
যে বায়োমেট্রিক্স পদ্ধতিতে মানুষের মুখের জ্যামিতিক আকার ও গঠনকে পরীক্ষা করে উক্ত ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা হয় তাকে মুখমণ্ডলের অবয়ব শনাক্তকরণ বা ফেইস রিকগনিশন (Face recognition) সিস্টেম বলে।
হাতের রেখা শনাক্তকরণ (Hand Geometry) কী?
যে বায়োমেট্রিক্স পদ্ধতিতে মানুষের হাতের জ্যামিতিক আকার ও গঠন বিশ্লেষণ করে ব্যক্তিকে অথিতীয়ভাবে শনাক্ত করা হয়,তাকে হাতের রেখা শনাক্তকরণ (Hand geometry) সিস্টেম বলে।
DNA test কী?
DNA test হলো একটি অত্যাধুনিক পদ্ধতি, যার মাধ্যমে কোষের মধ্যে অবস্থিত DNA বিশ্লেষণ করে কোনো মানুষের একটি প্রোফাইল বা প্রতিকৃতি তৈরি করা হয়, যেটি উক্ত ব্যক্তিকে সঠিকভাবে শনাক্ত করতে ব্যবহৃত হতে পারে।
বায়োইনফরমেটিক্স কী?
বায়োইনফরমেটিক্স হলো বিজ্ঞানের একটি শাখা, যেখানে বায়োলজিক্যাল ডেটা অ্যানালাইসিস করার জন্য কম্পিউটার প্রযুক্তি, ইনফরমেশন থিয়োরি ও গাণিতিক জ্ঞানকে ব্যবহার করে ।
ড্রাইল্যাব কী?
রি-এজেন্ট ছাড়া জৈবতথ্য নিয়ে কম্পিউটারের মধ্যে গবেষণা করাকে ড্রাইল্যাব ৷
DNA কী?
ডিএনএ (ডি-অক্সিরাইবো নিউক্লিক এসিড) হলো সকল জৈব বস্তুর অভ্যন্তরে বিদ্যমান একটি সেলফ রেপ্লিকেটিং অণু, যা জীবের ক্রোমোজোমের অন্যতম মূল উপাদান।
জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী?
কোনো জীব থেকে একটি নির্দিষ্ট জিন (Gene) বহনকারী DNA (Deoxyribonucleic acid) পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে।
রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি কী?
জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এ যে কৌশল অবলম্বন করে এক জীবের কোষ থেকে অন্য জীবে স্থানান্তর করা হয়, তাদেরকে রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি বলে।
ট্রান্সজেনিক উদ্ভিদ কী?
একত্রে রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি বলে। উ: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তিকে কাজে লাগিয়ে যে উন্নতজাতের কৃষিজাত ফসল বা উদ্ভিদ উদ্ভাবন করা হয়, তাকে ট্রান্সজেনিক উদ্ভিদ বলে।
আণবিক কাচি কী?
আণবিক কাচি হলো একধরনের রেস্ট্রিকশন এনজাইম, যা দিয়ে ডিএনএ অণু কাটা যায় ।
ন্যানোটেকনোলজি কী?
ন্যানোস্কেলে কোনো বস্তুর আণবিক পর্যায়ের গঠন, বিশ্লেষণ এবং তা সুনিপুণভাবে কাজে লাগিয়ে অতি ক্ষুদ্র ডিভাইস তৈরি করার প্রযুক্তিকে ন্যানোটেকনোলজি বলে।
ন্যানোমিটার কী?
এক মিটারের ১০০ কোটি ভাগের এক ভাগ হলো এক ন্যানোমিটার (১ ন্যানোমিটার = ১০ মিটার)।
নৈতিকতা কী?
নৈতিকতা হলো সুনির্দিষ্ট কিছু নৈতিক ধারণা, যা মানুষ নিজের ভেতর ধারণ করে এবং এগুলো কারো সাংস্কৃতিক পরিমণ্ডল দ্বারা অতিমাত্রায় প্রভাবিত হয় ।
হ্যাকার কী?
কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করে কোনো কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কের ক্ষতিসাধন করাকে হ্যাকিং বলে, আর হ্যাকিং যারা করে তাদেরকে হ্যাকার বলে অভিহিত করা হয়।
সাইবার ক্রাইম কী?
সাইবার ক্রাইম বলতে ইন্টারনেট তথা সাইবার স্পেসকে কেন্দ্র করে যেসব অপরাধ সংঘটিত হয়, সেগুলোকে বোঝানো হয়।
স্প্যামিং কী?
অনাকাঙ্ক্ষিত ৰাক্ষ মেসেজসমূহ ব্যাপকভাবে প্রের ইলেকট্রনিক মেসেজিং সিস্টেমকে ব্যবহার করার প্রক্রিয়াকে স্প্যামিং বলা হয়।
ফিশিং (Fishing) কী?
হ্যাকার কর্তৃক ব্যবহারকারীকে ফাঁদে ফেলে তার সকল ব্যক্তিগত তথ্য হ্যাক করে সর্বস্বান্ত করাকে ফিশিং বলা হয়।
প্রেজিয়ারিজম কী?
তথ্যসূত্র উল্লেখ ব্যতীত কোনো ছবি, অডিও, ভিডিও সহ । কোনো তথ্য ব্যবহার করা একটি অপরাধ, যাকে প্রেজিয়ারিজম বলে।
ই গভর্নেন্স কী?
তথ্য প্রযুক্তি ব্যবহার করে কম্পিউটার ও ইন্টারনেটের মাধ্যমে সরকারি সেবাসমূহ প্রদান করা এবং সরকারি কাজকর্ম পরিচালনা করাকে ই-গভর্নেন্স বলে।